ETV Bharat / sports

সারা গায়ে আঁকা তেরঙা, খালি গায়েই 12 ঘণ্টার ট্রেন সফর করে মোতেরায় কর্ণাটকের যুবক - World Cup Final 2023

World Cup Final 2023: সারা গায়ে তেরঙা এঁকে ওই অবস্থাতেই 12 ঘণ্টার ট্রেন সফর করে মোতেরায় পৌঁছলেন কর্ণাটকের যুবক ৷

World Cup Final 2023
সমর্থকের সারা গায়ে আঁকা তেরঙা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 2:11 PM IST

আমেদাবাদ, 19 নভেম্বর: ক্রিকেট জ্বরে কাঁপছে দেশ ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষের ডেস্টিনেশন আজ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ৷ অস্ট্রেলিয়াকে যুঝতে যখন তৈরি মেন ইন ব্লু, তখন তাঁদের হয়ে গলা ফাটাতে মাঠে হাজির এক লাখেরও বেশি মানুষ ৷ কারও পরনে ভারতের নীল জার্সি, কারও হাতে তেরঙা ৷ এমনই এক ক্রিকেট অনুরাগী সুদূর কর্ণাটক থেকে গিয়েছেন খেলা দেখতে ৷ তাঁর সারা শরীরে আঁকা তেরঙা ৷ জাতীয় পতাকাকে বুকে জড়িয়েই মাঠে অজিদের কোণঠাসা করতে চান তিনি ৷ আর ওই অবস্থাতেই 12 ঘণ্টার ট্রেনযাত্রার শেষে তিনি পৌঁছেছেন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷

কর্ণাটকের ক্রিকেটপ্রেমী: কর্ণাটকের চৌধুরী নামে এক যুবক ইটিভি ভারতের সঙ্গে কথোপকথনে বলেছেন, "আমি কর্ণাটক থেকে এসেছি এবং ট্রেনে আমেদাবাদে পৌঁছেছি ৷ লোকেরা টিম ইন্ডিয়াকে সমর্থন করার জন্য টিম ইন্ডিয়ার জার্সি পরেছে, কিন্তু আমি গায়ে এঁকে টিম ইন্ডিয়ার জার্সি পরেছি ৷ আমি এই অনন্য উপায়ে ভারতীয় দলকে সমর্থন করছি । আজকের ম্যাচে ভারতীয় দল জিতবে এবং আমি শুধু ভারতীয় দলকে সমর্থন করার জন্য আমার মুখে ও শরীরে জাতীয় পতাকা এঁকেছি ।"

কর্ণাটকেও উদযাপন: তিনি আরও বলেন, "ভারত বিশ্বকাপ ফাইনাল ম্যাচ জিতলে আমরা আমাদের রাজ্যেও প্রস্তুতি নিয়েছি এবং আমাদের ছবি আমাদের বন্ধুদের সোশাল মিডিয়ার মাধ্যমে পাঠিয়েছি, এবং কর্ণাটকে পোস্টার তৈরি করে জয় উদযাপন করব ।"

স্টেডিয়ামের বাইরে উন্মাদনা: বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইরে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো ৷ প্রায় সবারই গায়ে রোহিত শর্মা ও বিরাট কোহলির টি-শার্ট ৷ অনেক সমর্থক আবার পরেছেন মুখোশ । অনেকে আবার গায়ে জড়িয়ে রেখেছেন তেরঙা ৷ তবে কর্ণাটকের এই যুবক তাঁর পুরো শরীরে তেরঙা বানিয়ে টিম ইন্ডিয়ার প্রতি সমর্থন জানাতে এসেছেন বলে তাঁকে সবার থেকে আলাদা ভাবে চোখে পড়েছে ৷

প্রার্থনা অসীম ৷ জনসমর্থন বিপুল ৷ এ বার শুধু অপেক্ষা ট্রফির ৷ রোহিত-বিরাট-শুভমনদের জন্য রইল অশেষ শুভকামনা ৷

আরও পড়ুন:

  1. ফাইনালে 96-এর সচিনকে ছোঁবেন ? দর্শকাসনে ক্রিকেট ঈশ্বর, সারা বললেন 'ভালো খেলো শুভমন' !
  2. টিম ইন্ডিয়াকে চিয়ার আপ করতে মেয়েকে নিয় স্টেডিয়ামে অনুষ্কা, থাকছেন দীপিকা-রণবীর

আমেদাবাদ, 19 নভেম্বর: ক্রিকেট জ্বরে কাঁপছে দেশ ৷ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষের ডেস্টিনেশন আজ আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম ৷ অস্ট্রেলিয়াকে যুঝতে যখন তৈরি মেন ইন ব্লু, তখন তাঁদের হয়ে গলা ফাটাতে মাঠে হাজির এক লাখেরও বেশি মানুষ ৷ কারও পরনে ভারতের নীল জার্সি, কারও হাতে তেরঙা ৷ এমনই এক ক্রিকেট অনুরাগী সুদূর কর্ণাটক থেকে গিয়েছেন খেলা দেখতে ৷ তাঁর সারা শরীরে আঁকা তেরঙা ৷ জাতীয় পতাকাকে বুকে জড়িয়েই মাঠে অজিদের কোণঠাসা করতে চান তিনি ৷ আর ওই অবস্থাতেই 12 ঘণ্টার ট্রেনযাত্রার শেষে তিনি পৌঁছেছেন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷

কর্ণাটকের ক্রিকেটপ্রেমী: কর্ণাটকের চৌধুরী নামে এক যুবক ইটিভি ভারতের সঙ্গে কথোপকথনে বলেছেন, "আমি কর্ণাটক থেকে এসেছি এবং ট্রেনে আমেদাবাদে পৌঁছেছি ৷ লোকেরা টিম ইন্ডিয়াকে সমর্থন করার জন্য টিম ইন্ডিয়ার জার্সি পরেছে, কিন্তু আমি গায়ে এঁকে টিম ইন্ডিয়ার জার্সি পরেছি ৷ আমি এই অনন্য উপায়ে ভারতীয় দলকে সমর্থন করছি । আজকের ম্যাচে ভারতীয় দল জিতবে এবং আমি শুধু ভারতীয় দলকে সমর্থন করার জন্য আমার মুখে ও শরীরে জাতীয় পতাকা এঁকেছি ।"

কর্ণাটকেও উদযাপন: তিনি আরও বলেন, "ভারত বিশ্বকাপ ফাইনাল ম্যাচ জিতলে আমরা আমাদের রাজ্যেও প্রস্তুতি নিয়েছি এবং আমাদের ছবি আমাদের বন্ধুদের সোশাল মিডিয়ার মাধ্যমে পাঠিয়েছি, এবং কর্ণাটকে পোস্টার তৈরি করে জয় উদযাপন করব ।"

স্টেডিয়ামের বাইরে উন্মাদনা: বিশ্বকাপ ফাইনাল ম্যাচের আগে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের বাইরে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো ৷ প্রায় সবারই গায়ে রোহিত শর্মা ও বিরাট কোহলির টি-শার্ট ৷ অনেক সমর্থক আবার পরেছেন মুখোশ । অনেকে আবার গায়ে জড়িয়ে রেখেছেন তেরঙা ৷ তবে কর্ণাটকের এই যুবক তাঁর পুরো শরীরে তেরঙা বানিয়ে টিম ইন্ডিয়ার প্রতি সমর্থন জানাতে এসেছেন বলে তাঁকে সবার থেকে আলাদা ভাবে চোখে পড়েছে ৷

প্রার্থনা অসীম ৷ জনসমর্থন বিপুল ৷ এ বার শুধু অপেক্ষা ট্রফির ৷ রোহিত-বিরাট-শুভমনদের জন্য রইল অশেষ শুভকামনা ৷

আরও পড়ুন:

  1. ফাইনালে 96-এর সচিনকে ছোঁবেন ? দর্শকাসনে ক্রিকেট ঈশ্বর, সারা বললেন 'ভালো খেলো শুভমন' !
  2. টিম ইন্ডিয়াকে চিয়ার আপ করতে মেয়েকে নিয় স্টেডিয়ামে অনুষ্কা, থাকছেন দীপিকা-রণবীর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.