ETV Bharat / sports

ICC World Cup 2023: ওয়াংখেড়েতে শামি শো, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বসেরার স্বপ্নে বুঁদ 'টিম ইন্ডিয়া' - নিউজিল্যান্ড

ICC World Cup Live
ভারত বনাম নিউজিল্যান্ড
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 3:03 PM IST

Updated : Nov 15, 2023, 11:04 PM IST

22:40 November 15

  • বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম 50 উইকেটের মালিক হলেন বঙ্গপেসার । বিশ্বকাপে এক ইনিংসে 5 উইকেট নেওয়ার নিরিখে টপকে গেলেন মিচেল স্টার্ককে । এই নিয়ে 4 বার এক ইনিংসে 5 উইকেট নিলেন শামি ।

22:39 November 15

  • ওয়াংখেড়েতে সেমি-ফাইনালে জয়ের নায়ক মহম্মদ শামি । ভারতকে খাদের কিনারা থেকে ফাইনালেই তুললেন না, একাধিক রেকর্ড গড়ে বুঝিয়ে দিলেন বল হাতে তিনিই সম্রাট ।

22:29 November 15

  • মহম্মদ শামি । বাংলার পেসারের দৌলতে ফাইনালে ভারত ।

22:10 November 15

  • অষ্টম উইকেট হারাল নিউজিল্যান্ড । 134 রান করে আউট ড্যারেল মিচেল । ওয়াংখেড়েতে জয়ের পথে 'মেন ইন ব্লু' ।

22:09 November 15

  • তিনশো পেরিয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস ।

21:32 November 15

  • আড়াইশো রান পেরল নিউজিল্যান্ড ।

21:07 November 15

ICC World Cup Live
শামির উচ্ছ্বাস
  • 35 ওভার শেষে নিউজিল্যান্ডের রান 4 উইকেটে 224 ৷

21:03 November 15

  • ফের কিউয়ি শিবিরে আঘাত হানলেন শামি ৷ একই ওভারে কেন উইলিয়ামসন এবং টম ল্যাথামকে আউট করে ভারতকে ম্যাচে ফেরালেন বঙ্গ পেসার ৷

20:23 November 15

  • প্রাথমিক ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড । অর্ধ-শতরান করলেন ড্যারেল মিচেল ও কেন উইলিয়ামসনের ।

19:05 November 15

  • ওয়াংখেড়েতে শামি ম্যাজিক । দুরন্ত বোলিংয়ে ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্রকে তুলে নিলেন বাংলার পেসার ।

19:05 November 15

  • ব্যাট করতে নামল নিউজিল্যান্ড ।

17:51 November 15

  • ওয়াংখেড়েতে রেকর্ডের ছড়াছড়ি । কিউয়িদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে 397 রানের বিরাট ইনিংস গড়ল 'টিম ইন্ডিয়া' ।

17:39 November 15

  • বিশ্বকাপে দ্বিতীয় শতরান করে ফেললেন শ্রেয়স আইয়ার ।

17:21 November 15

  • আউট কোহলি । টিম সাউদির বলে ব্যক্তিগত 117 রান করে ফিরলেন বিরাট । ইনিংস সাজানো 9টি চার ও দু'টি ছয়ে ।
  • পাশাপাশি সচিনের বিশ বছরের একটি পুরনো নজিরও ভেঙে দিলেন বিরাট ৷ বিশ্বকাপের একটি সংস্করণে সর্বাধিক রানের মালিক হলেন ভারতীয় ক্রিকেটের 'পোস্টার বয়' ৷

17:11 November 15

  • শতরান কোহলির । ওডিআই ক্রিকেটে 50তম সেঞ্চুরি করে সচিনকে টপকে গেলেন বিরাট ।

17:00 November 15

  • শতরানের পথে রানমেশিন ।

16:54 November 15

ICC WC 2023
সচিন তেন্ডুলকরকে টপকে গেলেন বিরাট
  • এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের নিরিখে সচিন তেন্ডুলকরকে টপকে গেলেন বিরাট কোহলি । 2003 বিশ্বকাপে 673 রান করেছিলেন মাস্টার ব্লাস্টার ।

16:45 November 15

  • অর্ধ-শতরান করলেন শ্রেয়স আইয়ার ।

15:51 November 15

ICC WC 2023
ওয়াংখেড়ে ভরে গিয়েছে নীল জার্সিতে
  • 200 পেরল ভারত ।

15:45 November 15

  • আহত হয়ে মাঠ ছাড়লেন গিল । শুভমনের বদলে নামলেন শ্রেয়স আইয়ার । 79 রান করে মাঠের বাইরে গিল ।

15:15 November 15

  • অর্ধ-শতরান শুভমন গিলের । ওডিআই ক্রিকেটে নিজের 13তম হাফ-সেঞ্চুরি করে ফেললেন পঞ্জাব তনয় ।

15:02 November 15

  • আউট রোহিত শর্মা । বড় শট হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে বসলেন হিটম্যান । অধিনায়ক ফিরলেন ব্যক্তিগত 47 রানে ।

14:54 November 15

গেইল'কে টপকালেন হিটম্যান

  • ক্রিস্টোফার হেনরি গেইলকে ছাপিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ছক্কা হাঁকালেন রোহিত ৷ 49টি ছক্কা মেরে এতদিন রেকর্ডটা দখলে রেখেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ৷ এদিন ম্যাচের পঞ্চম ওভারে ট্রেন্ট বোল্টের ডেলিভারি গ্যালারিতে পাঠিয়ে সেই রেকর্ড নিজের নামে করে নেন ভারত অধিনায়ক ৷

14:53 November 15

রোহিতের 'বিরাট' নজির

  • সম্ভাবনাকে সত্যি করে বিশ্বকাপের মঞ্চে আরও এক নজির ছুঁয়ে ফেললেন রোহিত শর্মা ৷ লিগের শেষ ম্যাচে ডাচদের বিরুদ্ধে এবি ডি'ভিলিয়ার্সকে ছাপিয়ে একটি ক্যালেন্ডার ইয়ারে গড়েছিলেন সর্বাধিক ছক্কার নজির ৷ আর বুধবার সেমিফাইনালের শুরুতেই আরও এক ছক্কার নজিরে নাম লেখালেন 'হিটম্যান' ৷

14:52 November 15

  • ভালো শুরু রোহিত শর্মা ও শুভমন গিলের ।

14:51 November 15

সঙ্গ দিচ্ছে না ইতিহাস

  • ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ভারতের ইতিহাস ইতিবাচক নয় ৷ 36 বছর আগে অর্থাৎ, 1987 বিশ্বকাপে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে হারতে হয়েছিল ভারতকে ৷
  • কপিল দেবের নেতৃত্বাধীন ভারতের ব্যাটিং-অর্ডার সেই ম্যাচে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ৷ গ্রাহাম গুচের 115 রান ও অধিনায়ক মাইক গেটিংয়ের 56 রানের সুবাদে ব্রিটিশরা 50 ওভারে 6 উইকেট হারিয়ে 254 রান তুলেছিল ৷
  • ভারতের ইনিংস 45.3 ওভারে 219 রানের থেমে গিয়েছিল সেদিন ৷ শ্রীকান্ত (56) ও সিধুর (55) ব্যাটিংয়ে ভারতের মন্থর ইনিংস পরে মহম্মদ আজহারউদ্দিন (64), চন্দ্রকান্ত পণ্ডিত (24) এবং কপিল দেব (30) শেষ চেষ্টা করলেও, জয় অধরা থেকে গিয়েছিল সেবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৷

14:51 November 15

  • কিউয়ি শিবিরে, উইলিয়ামসনের মতো মহারথী এবং তরুণ রাচিন রবীন্দ্রের মতো প্রতিভা থাকলেও, নক-আউটে বড় রান তাড়া করতে হলে, তার চাপ মারাত্মক ৷ এই ওয়াংখেড়ের মাঠেই 12 বছর আগে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি তুলেছিল ৷ 12 বছর পর ওয়াংখেড়েতে বিশ্বকাপ জয়ের দিকে আরও একধাপ এগনোর সুযোগ ৷

14:50 November 15

  • স্টেডিয়ামে একসঙ্গে উপস্থিত ক্রিকেট ও ফুটবলের দুই কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং ডেভিড বেকহ্যাম ৷

14:50 November 15

  • ভারতের মাটি বিশ্বকাপের ম্যাচে টসের গুরুত্ব অপরিসীম ৷ ওয়াংখেড়েতে তাই টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷

14:39 November 15

চার বছর আগে 2019 বিশ্বকাপের সেমিফাইনালে এই কিউয়িদের কাছেই থেমে গিয়েছিল ভারতের যাত্রা ৷ ওয়াংখেড়েতে কড়ায় গণ্ডায় যাবতীয় আক্ষেপ মিটিয়ে নিল 'মেন ইন ব্লু' ।

বদলার সেমি-ফাইনাল

  • আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৷ চলতি টুর্নামেন্টের অপরাজেয় ভারত ৷ আর উলটোদিকে লিগে শেষ মুহূর্তে সেমিফাইনালে প্রবেশ করা নিউজিল্যান্ড ৷

22:40 November 15

  • বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম 50 উইকেটের মালিক হলেন বঙ্গপেসার । বিশ্বকাপে এক ইনিংসে 5 উইকেট নেওয়ার নিরিখে টপকে গেলেন মিচেল স্টার্ককে । এই নিয়ে 4 বার এক ইনিংসে 5 উইকেট নিলেন শামি ।

22:39 November 15

  • ওয়াংখেড়েতে সেমি-ফাইনালে জয়ের নায়ক মহম্মদ শামি । ভারতকে খাদের কিনারা থেকে ফাইনালেই তুললেন না, একাধিক রেকর্ড গড়ে বুঝিয়ে দিলেন বল হাতে তিনিই সম্রাট ।

22:29 November 15

  • মহম্মদ শামি । বাংলার পেসারের দৌলতে ফাইনালে ভারত ।

22:10 November 15

  • অষ্টম উইকেট হারাল নিউজিল্যান্ড । 134 রান করে আউট ড্যারেল মিচেল । ওয়াংখেড়েতে জয়ের পথে 'মেন ইন ব্লু' ।

22:09 November 15

  • তিনশো পেরিয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস ।

21:32 November 15

  • আড়াইশো রান পেরল নিউজিল্যান্ড ।

21:07 November 15

ICC World Cup Live
শামির উচ্ছ্বাস
  • 35 ওভার শেষে নিউজিল্যান্ডের রান 4 উইকেটে 224 ৷

21:03 November 15

  • ফের কিউয়ি শিবিরে আঘাত হানলেন শামি ৷ একই ওভারে কেন উইলিয়ামসন এবং টম ল্যাথামকে আউট করে ভারতকে ম্যাচে ফেরালেন বঙ্গ পেসার ৷

20:23 November 15

  • প্রাথমিক ধাক্কা সামলে ঘুরে দাঁড়াচ্ছে নিউজিল্যান্ড । অর্ধ-শতরান করলেন ড্যারেল মিচেল ও কেন উইলিয়ামসনের ।

19:05 November 15

  • ওয়াংখেড়েতে শামি ম্যাজিক । দুরন্ত বোলিংয়ে ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্রকে তুলে নিলেন বাংলার পেসার ।

19:05 November 15

  • ব্যাট করতে নামল নিউজিল্যান্ড ।

17:51 November 15

  • ওয়াংখেড়েতে রেকর্ডের ছড়াছড়ি । কিউয়িদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে 397 রানের বিরাট ইনিংস গড়ল 'টিম ইন্ডিয়া' ।

17:39 November 15

  • বিশ্বকাপে দ্বিতীয় শতরান করে ফেললেন শ্রেয়স আইয়ার ।

17:21 November 15

  • আউট কোহলি । টিম সাউদির বলে ব্যক্তিগত 117 রান করে ফিরলেন বিরাট । ইনিংস সাজানো 9টি চার ও দু'টি ছয়ে ।
  • পাশাপাশি সচিনের বিশ বছরের একটি পুরনো নজিরও ভেঙে দিলেন বিরাট ৷ বিশ্বকাপের একটি সংস্করণে সর্বাধিক রানের মালিক হলেন ভারতীয় ক্রিকেটের 'পোস্টার বয়' ৷

17:11 November 15

  • শতরান কোহলির । ওডিআই ক্রিকেটে 50তম সেঞ্চুরি করে সচিনকে টপকে গেলেন বিরাট ।

17:00 November 15

  • শতরানের পথে রানমেশিন ।

16:54 November 15

ICC WC 2023
সচিন তেন্ডুলকরকে টপকে গেলেন বিরাট
  • এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের নিরিখে সচিন তেন্ডুলকরকে টপকে গেলেন বিরাট কোহলি । 2003 বিশ্বকাপে 673 রান করেছিলেন মাস্টার ব্লাস্টার ।

16:45 November 15

  • অর্ধ-শতরান করলেন শ্রেয়স আইয়ার ।

15:51 November 15

ICC WC 2023
ওয়াংখেড়ে ভরে গিয়েছে নীল জার্সিতে
  • 200 পেরল ভারত ।

15:45 November 15

  • আহত হয়ে মাঠ ছাড়লেন গিল । শুভমনের বদলে নামলেন শ্রেয়স আইয়ার । 79 রান করে মাঠের বাইরে গিল ।

15:15 November 15

  • অর্ধ-শতরান শুভমন গিলের । ওডিআই ক্রিকেটে নিজের 13তম হাফ-সেঞ্চুরি করে ফেললেন পঞ্জাব তনয় ।

15:02 November 15

  • আউট রোহিত শর্মা । বড় শট হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে বসলেন হিটম্যান । অধিনায়ক ফিরলেন ব্যক্তিগত 47 রানে ।

14:54 November 15

গেইল'কে টপকালেন হিটম্যান

  • ক্রিস্টোফার হেনরি গেইলকে ছাপিয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বাধিক ছক্কা হাঁকালেন রোহিত ৷ 49টি ছক্কা মেরে এতদিন রেকর্ডটা দখলে রেখেছিলেন ক্যারিবিয়ান কিংবদন্তি ৷ এদিন ম্যাচের পঞ্চম ওভারে ট্রেন্ট বোল্টের ডেলিভারি গ্যালারিতে পাঠিয়ে সেই রেকর্ড নিজের নামে করে নেন ভারত অধিনায়ক ৷

14:53 November 15

রোহিতের 'বিরাট' নজির

  • সম্ভাবনাকে সত্যি করে বিশ্বকাপের মঞ্চে আরও এক নজির ছুঁয়ে ফেললেন রোহিত শর্মা ৷ লিগের শেষ ম্যাচে ডাচদের বিরুদ্ধে এবি ডি'ভিলিয়ার্সকে ছাপিয়ে একটি ক্যালেন্ডার ইয়ারে গড়েছিলেন সর্বাধিক ছক্কার নজির ৷ আর বুধবার সেমিফাইনালের শুরুতেই আরও এক ছক্কার নজিরে নাম লেখালেন 'হিটম্যান' ৷

14:52 November 15

  • ভালো শুরু রোহিত শর্মা ও শুভমন গিলের ।

14:51 November 15

সঙ্গ দিচ্ছে না ইতিহাস

  • ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ভারতের ইতিহাস ইতিবাচক নয় ৷ 36 বছর আগে অর্থাৎ, 1987 বিশ্বকাপে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে হারতে হয়েছিল ভারতকে ৷
  • কপিল দেবের নেতৃত্বাধীন ভারতের ব্যাটিং-অর্ডার সেই ম্যাচে তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল ৷ গ্রাহাম গুচের 115 রান ও অধিনায়ক মাইক গেটিংয়ের 56 রানের সুবাদে ব্রিটিশরা 50 ওভারে 6 উইকেট হারিয়ে 254 রান তুলেছিল ৷
  • ভারতের ইনিংস 45.3 ওভারে 219 রানের থেমে গিয়েছিল সেদিন ৷ শ্রীকান্ত (56) ও সিধুর (55) ব্যাটিংয়ে ভারতের মন্থর ইনিংস পরে মহম্মদ আজহারউদ্দিন (64), চন্দ্রকান্ত পণ্ডিত (24) এবং কপিল দেব (30) শেষ চেষ্টা করলেও, জয় অধরা থেকে গিয়েছিল সেবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের ৷

14:51 November 15

  • কিউয়ি শিবিরে, উইলিয়ামসনের মতো মহারথী এবং তরুণ রাচিন রবীন্দ্রের মতো প্রতিভা থাকলেও, নক-আউটে বড় রান তাড়া করতে হলে, তার চাপ মারাত্মক ৷ এই ওয়াংখেড়ের মাঠেই 12 বছর আগে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি তুলেছিল ৷ 12 বছর পর ওয়াংখেড়েতে বিশ্বকাপ জয়ের দিকে আরও একধাপ এগনোর সুযোগ ৷

14:50 November 15

  • স্টেডিয়ামে একসঙ্গে উপস্থিত ক্রিকেট ও ফুটবলের দুই কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং ডেভিড বেকহ্যাম ৷

14:50 November 15

  • ভারতের মাটি বিশ্বকাপের ম্যাচে টসের গুরুত্ব অপরিসীম ৷ ওয়াংখেড়েতে তাই টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷

14:39 November 15

চার বছর আগে 2019 বিশ্বকাপের সেমিফাইনালে এই কিউয়িদের কাছেই থেমে গিয়েছিল ভারতের যাত্রা ৷ ওয়াংখেড়েতে কড়ায় গণ্ডায় যাবতীয় আক্ষেপ মিটিয়ে নিল 'মেন ইন ব্লু' ।

বদলার সেমি-ফাইনাল

  • আইসিসি ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৷ চলতি টুর্নামেন্টের অপরাজেয় ভারত ৷ আর উলটোদিকে লিগে শেষ মুহূর্তে সেমিফাইনালে প্রবেশ করা নিউজিল্যান্ড ৷
Last Updated : Nov 15, 2023, 11:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.