পুনে, 9 নভেম্বর: বিশ্বকাপে খেতাব দখল থেকে ছিটকে গিয়ে স্বপ্নভঙ্গ হয়েছে অনেক আগেই। পরপর পাঁচটি ম্যাচ হারের মুখ দেখার পর জয়ের মুখ দেখল গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গতকাল, বুধবার পুনেতে নেদারল্যান্ডসকে 160 রানে হারালেন জস বাটলারের দল। তাতেই চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড়ে টিকে থাকল ইংল্যান্ড ৷ ফর্মে ফিরে শতরান হাঁকালেন স্টোকস। গতকালের জয়ের পর পয়েন্ট তালিকায় দশ থেকে একেবারে সাতে উঠে এল ইংল্যান্ড। চলতি বিশ্বকাপে আটটি ম্যাচের 2টো'তে জিতে পয়েন্ট সংখ্যা 4 ৷
স্টোকস এদিন 6টি চার ও 6টি ছয়ের সাহায্যে 84 বলে 108 রান করেন। 74 বলে 87 রান করে রান আউট হন ডেভিড মালান। 85 বলে 51 রান করেন ক্রিস ওকস। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড করে 9 উইকেটে 339 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে কোনও সময়ই দানা বাধেনি নেদারল্যান্ডসের ইনিংস। পুনের 22 গজে প্রয়োজনীয় জুটি তৈরি করতে পারেননি স্কট এডওয়ার্ডসরা। রান তোলার গতিও ছিল প্রয়োজনের তুলনায় অনেক কম।ইংল্যান্ডের বোলারদের মধ্যে সেরা মইন আলি 42 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। 54 রান দিয়ে 3 উইকেট আদিল রশিদ। মূলত ইংল্যান্ডের দুই স্পিনারের সামনে টিকতে পারেন না নেদারল্যান্ডসের ব্যাটাররা। বুধবারের 160 রানে জয়ের ফলে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে গত বারের বিশ্বজয়ীদের খেলার সম্ভাবনা কিছুটা বৃদ্ধি পেল। 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে চলতি বিশ্বকাপের সাতটি দল ৷ সেই সঙ্গে আয়োজক দেশ হিসেবে থাকবে পাকিস্তান।
-
Ben Stokes's scintillating century was backed by the bowlers to secure a thumping England victory ✌
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Details 👇#CWC23 | #ENGvNEDhttps://t.co/Ro2T6wn6MV
">Ben Stokes's scintillating century was backed by the bowlers to secure a thumping England victory ✌
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 8, 2023
Details 👇#CWC23 | #ENGvNEDhttps://t.co/Ro2T6wn6MVBen Stokes's scintillating century was backed by the bowlers to secure a thumping England victory ✌
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 8, 2023
Details 👇#CWC23 | #ENGvNEDhttps://t.co/Ro2T6wn6MV
8টি ম্যাচে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতে এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পাকিস্তান রয়েছে পাঁচে। নেট রান রেটে এগিয়ে থাকার সুবাদে কিছুটা ভালো অবস্থায় রয়েছে তারা। ফলে ইংল্যান্ড যদি পাকিস্তানকে হারায় তাহলে পৌঁছে যাবে 6 পয়েন্টে। আর এই 6 পয়েন্টে পৌঁছলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিত হয়ে যাবে ইংল্যান্ডের। ইংল্যান্ড চলতি বিশ্বকাপে শনিবার শেষ ম্যাচ খেলবে ইডেন গার্ডেন্সে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলতে আজ কলকাতায় যাচ্ছেন জস বাটলাররা।
আরও পড়ুন: নিয়মরক্ষার ম্যাচে শতরান স্টোকসের, নেদারল্যান্ডসের বিরুদ্ধে রানের পাহাড়ে ইংরেজরা