ETV Bharat / sports

ICC World Cup 2023: দ্বিতীয় ম্যাচেই থামল বাংলাদেশের 'অশ্বমেধ যাত্রা'! 137 রানে জয় ব্রিটিশদের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের পর মঙ্গলবার ধরমশালায় জয়ে ফিরল ব্রিটিশ বাহিনি ৷ 137 রানে বাংলা টাইগারদের নাস্তানাবুদ করে এদিন প্রথম পয়েন্ট ঘরে তুললেন তাঁরা ৷

ICC World Cup 2023
ধরমশালায় জয়ে ফিরল ব্রিটিশরা
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 10, 2023, 7:20 PM IST

ধরমশালা, 10 অক্টোবর: বিশ্বকাপের সপ্তম ম্যাচে বাংলাদেশকে 137 রানে হারিয়ে জয়ে ফিরল ইংল্যান্ড ৷ ধরমশালার মাঠ নিয়ে এর আগে প্রশ্ন তুলে দিয়েছিলেন ইংরেজ অধিনায়ক জস বাটলার ৷ তবে মঙ্গলবার সেই মাঠেই বিশাল জয় পেল ইংরেজ বাহিনী ৷ ম্যাচের প্রথম ইনিংসে ডেভিড মালানের 140 রান এবং জো রুটের 82 রানের ইনিংসের সৌজন্যে 364 রান (9 উইকেট) তোলে ইংল্যান্ড ৷ জবাবে ব্যাট করতে নেমে মাত্র 227 রানেই অলআউট হয়ে যায় 'টাইগার'রা ৷ রিকি টপলে এবং ক্রিস ওকসের আগুনের বোলিংয়ের সামনে লিটন দাস এবং মুশফিকুর রহিম ছাড়া আর কেউই তেমনভাবে দাঁড়াতে পারেননি ৷

সপ্রতিভ হয়ে নিজের খেলাটুকু খেললেন একমাত্র লিটনই ৷ ক্রমাগত উইকেট পতনের মাঝেও লড়ে যান তিনি ৷ মাত্র 66 বলে 7টি চার এবং 2টি ছয় দিয়ে সাজানো 76 রানের ইনিংস উপহার দেন বাংলাদেশি ওপেনার ৷ কিন্তু লিটনের ইনিংসের মাঝেই অন্যদিকে একের পর এক বাংলাদেশি ব্যাটার ঘরে ফিরিয়ে দেন টপলে ৷

রিকি এদিন ফিরিয়ে দেন তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত এবং শাকিব আল হাসানকে ৷ দলের হাল ধরার চেষ্টা করেছিলেন অভিজ্ঞ মুশফিকুর ৷ 64 বলে 51 রানের ইনিংস খেলে দলকে কিছুটা চাপ মুক্ত করার চেষ্টা করলেও শেষমেশ জয় এনে দিতে পারেননি তিনি ৷ পাশাপাশি ক্রিস ওকসও এদিন দারুণ সঙ্গ দিলেন রিকির ৷ তিনি এদিন তুলে নিলেন দু'টি উইকেট ৷ ফিরিয়ে দিলেন লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজকে ৷

আরও পড়ুন: কুশলের পর শতরান সাদিরার, পাক পেসারদের শাসন করে 345 রান তুলল শ্রীলঙ্কা

আর এরপর মুশফিকুর রহিমকে ফিরিয়ে কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন রিকিই ৷ মাত্র 43 রান খরচ করে এদিন 4 উইকেট শিকার করেন রিকি ৷ 1টি করে উইকেট পান স্যাম কুরান, আদিল রশিদ, মার্ক উড এবং লিয়াম লিভিংস্টোন ৷ এই জয় যে আগামিদিনে যে ইংল্যান্ডকে নেট রানরেটের ক্ষেত্রে বড় সাহায্য় করবে তা বলাই বাহুল্য ৷

ধরমশালা, 10 অক্টোবর: বিশ্বকাপের সপ্তম ম্যাচে বাংলাদেশকে 137 রানে হারিয়ে জয়ে ফিরল ইংল্যান্ড ৷ ধরমশালার মাঠ নিয়ে এর আগে প্রশ্ন তুলে দিয়েছিলেন ইংরেজ অধিনায়ক জস বাটলার ৷ তবে মঙ্গলবার সেই মাঠেই বিশাল জয় পেল ইংরেজ বাহিনী ৷ ম্যাচের প্রথম ইনিংসে ডেভিড মালানের 140 রান এবং জো রুটের 82 রানের ইনিংসের সৌজন্যে 364 রান (9 উইকেট) তোলে ইংল্যান্ড ৷ জবাবে ব্যাট করতে নেমে মাত্র 227 রানেই অলআউট হয়ে যায় 'টাইগার'রা ৷ রিকি টপলে এবং ক্রিস ওকসের আগুনের বোলিংয়ের সামনে লিটন দাস এবং মুশফিকুর রহিম ছাড়া আর কেউই তেমনভাবে দাঁড়াতে পারেননি ৷

সপ্রতিভ হয়ে নিজের খেলাটুকু খেললেন একমাত্র লিটনই ৷ ক্রমাগত উইকেট পতনের মাঝেও লড়ে যান তিনি ৷ মাত্র 66 বলে 7টি চার এবং 2টি ছয় দিয়ে সাজানো 76 রানের ইনিংস উপহার দেন বাংলাদেশি ওপেনার ৷ কিন্তু লিটনের ইনিংসের মাঝেই অন্যদিকে একের পর এক বাংলাদেশি ব্যাটার ঘরে ফিরিয়ে দেন টপলে ৷

রিকি এদিন ফিরিয়ে দেন তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত এবং শাকিব আল হাসানকে ৷ দলের হাল ধরার চেষ্টা করেছিলেন অভিজ্ঞ মুশফিকুর ৷ 64 বলে 51 রানের ইনিংস খেলে দলকে কিছুটা চাপ মুক্ত করার চেষ্টা করলেও শেষমেশ জয় এনে দিতে পারেননি তিনি ৷ পাশাপাশি ক্রিস ওকসও এদিন দারুণ সঙ্গ দিলেন রিকির ৷ তিনি এদিন তুলে নিলেন দু'টি উইকেট ৷ ফিরিয়ে দিলেন লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজকে ৷

আরও পড়ুন: কুশলের পর শতরান সাদিরার, পাক পেসারদের শাসন করে 345 রান তুলল শ্রীলঙ্কা

আর এরপর মুশফিকুর রহিমকে ফিরিয়ে কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন রিকিই ৷ মাত্র 43 রান খরচ করে এদিন 4 উইকেট শিকার করেন রিকি ৷ 1টি করে উইকেট পান স্যাম কুরান, আদিল রশিদ, মার্ক উড এবং লিয়াম লিভিংস্টোন ৷ এই জয় যে আগামিদিনে যে ইংল্যান্ডকে নেট রানরেটের ক্ষেত্রে বড় সাহায্য় করবে তা বলাই বাহুল্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.