ETV Bharat / sports

ICC World Cup 2023: গিলক্রিস্টের ভক্ত স্কট এডওয়ার্ডস, খেলা দেখতে ইডেনে হাজির দাদা ক্রিস

ভাইয়ের খেলা দেখতে ইডেনে হাজির স্কট এডওয়ার্ডসের দাদা ক্রিস এডওয়ার্ডস ৷ সঙ্গে রয়েছে তাঁর পরিবারও ৷ এদিনও ভাইয়ের দুরন্ত ইনিংসের সামনে থেকে দেখার সুযোগ পান তিনি ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2023, 8:32 PM IST

ICC World Cup 2023
খেলা দেখতে ইডেনে হাজির স্কট এডওয়ার্ডসের দাদা

কলকাতা, 28 অক্টোবর: ভাইয়ের খেলা দেখতে ইডেনে দাদা। চলতি বিশ্বকাপে ইডেনে প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে নেদারল্যান্ডস । শনিবার সেই ম্যাচ দেখতে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের দাদা ক্রিস এডওয়ার্ডস ৷ ভাইয়ের খেলা দেখতে পরিবারের সঙ্গে এদিন ইডেনে হাজির হন ক্রিস । তিনি জানান, ভাই স্কট প্রাক্তন অজি কিপার অ্যডাম গিলক্রিস্টের বড় ভক্ত । তাঁকেই নায়ক মনে করে স্কট ৷ কারণ, গিলক্রিস্টের আক্রমণাত্মক ব্যাটিং ওর খুবই ভালো লাগত।

নেদারল্যান্ডসের মানুষ ক্রিকেটের খবর খুব বেশি না-রাখলেও, ভারতের ক্রিকেট উন্মাদনার কথা তাদের অজানা নয় ৷ এদিনও তাও জানান ক্রিস। সচিন তেন্ডুলকর, এমএস ধোনির খেলা দেখেছেন তিনি । মূলত ফুটবল পাগল দেশ হলেও নেদারল্যান্ডসে ক্রিকেট ক্রমশ জনপ্রিয় হচ্ছে। ক্রিকেট বিশ্বে নেদারল্যান্ডস এখনও শক্তিশালী দেশ নয় । তবে তাদের পারফরম্যান্সের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমূখী। চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে ডাচরা ৷

শনিবারের বারবেলায় ক্রিকেটের নন্দনকাননেও অধিনায়কোচিত ইনিংস উপহার দেন স্কট ৷ অধিনায়কে 68 রানে ভর করে বাংলাদেশের সামনে লড়াকু স্কোর খাড়া করে ডাচরা । তবে ডাচ অধিনায়ক তিনবার জীবনদান পেয়েছেন বাংলাদেশ ফিল্ডারদের বদান্যতায় । স্কট ছাড়াও ওয়েসলি বারেসিও 41 রান করেন ৷ তবে মিডল-অর্ডারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেন অধিনায়কই ৷

আরও পড়ুন: ইডেনে বিশ্বকাপের বোধনে আড়াইশোর আগেই গুটিয়ে গেল ডাচরা

এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও 78 রানের ইনিংস খেলেছিলেন ডাচ কিপার-ব্যাটার ৷ সেদিন তাঁর ব্যাট থেকে এসেছিল 10টি চার ও একটি ছক্কা ৷ আর ইডেনে বাইশ গজে তাঁর ব্যাট থেকে এল 6টি চোখ ধাঁধানো বাউন্ডারি ৷ আর তাঁর দৌলতেই টাইগারদের সামনে 230 রানের টার্গেট রাখে নেদারল্যান্ডস ৷ যদিও কোজাগরী লক্ষীপূজোর দিন ক্রিকেটপ্রেমীরা সেভাবে ইডেনমুখী হয়নি। বিশ্বকাপের ম্যাচ দেখতে ইডেনের গ্যালারি এত ফাঁকা যে তা কবে শেষ দেখা গিয়েছে মনে করা যাচ্ছে না।

কলকাতা, 28 অক্টোবর: ভাইয়ের খেলা দেখতে ইডেনে দাদা। চলতি বিশ্বকাপে ইডেনে প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে নেদারল্যান্ডস । শনিবার সেই ম্যাচ দেখতে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডসের দাদা ক্রিস এডওয়ার্ডস ৷ ভাইয়ের খেলা দেখতে পরিবারের সঙ্গে এদিন ইডেনে হাজির হন ক্রিস । তিনি জানান, ভাই স্কট প্রাক্তন অজি কিপার অ্যডাম গিলক্রিস্টের বড় ভক্ত । তাঁকেই নায়ক মনে করে স্কট ৷ কারণ, গিলক্রিস্টের আক্রমণাত্মক ব্যাটিং ওর খুবই ভালো লাগত।

নেদারল্যান্ডসের মানুষ ক্রিকেটের খবর খুব বেশি না-রাখলেও, ভারতের ক্রিকেট উন্মাদনার কথা তাদের অজানা নয় ৷ এদিনও তাও জানান ক্রিস। সচিন তেন্ডুলকর, এমএস ধোনির খেলা দেখেছেন তিনি । মূলত ফুটবল পাগল দেশ হলেও নেদারল্যান্ডসে ক্রিকেট ক্রমশ জনপ্রিয় হচ্ছে। ক্রিকেট বিশ্বে নেদারল্যান্ডস এখনও শক্তিশালী দেশ নয় । তবে তাদের পারফরম্যান্সের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমূখী। চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে ডাচরা ৷

শনিবারের বারবেলায় ক্রিকেটের নন্দনকাননেও অধিনায়কোচিত ইনিংস উপহার দেন স্কট ৷ অধিনায়কে 68 রানে ভর করে বাংলাদেশের সামনে লড়াকু স্কোর খাড়া করে ডাচরা । তবে ডাচ অধিনায়ক তিনবার জীবনদান পেয়েছেন বাংলাদেশ ফিল্ডারদের বদান্যতায় । স্কট ছাড়াও ওয়েসলি বারেসিও 41 রান করেন ৷ তবে মিডল-অর্ডারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেন অধিনায়কই ৷

আরও পড়ুন: ইডেনে বিশ্বকাপের বোধনে আড়াইশোর আগেই গুটিয়ে গেল ডাচরা

এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও 78 রানের ইনিংস খেলেছিলেন ডাচ কিপার-ব্যাটার ৷ সেদিন তাঁর ব্যাট থেকে এসেছিল 10টি চার ও একটি ছক্কা ৷ আর ইডেনে বাইশ গজে তাঁর ব্যাট থেকে এল 6টি চোখ ধাঁধানো বাউন্ডারি ৷ আর তাঁর দৌলতেই টাইগারদের সামনে 230 রানের টার্গেট রাখে নেদারল্যান্ডস ৷ যদিও কোজাগরী লক্ষীপূজোর দিন ক্রিকেটপ্রেমীরা সেভাবে ইডেনমুখী হয়নি। বিশ্বকাপের ম্যাচ দেখতে ইডেনের গ্যালারি এত ফাঁকা যে তা কবে শেষ দেখা গিয়েছে মনে করা যাচ্ছে না।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.