ETV Bharat / sports

বিশ্বকাপ জিতলেই ভারতীয় দলের ক্রিকেটাররা পাবেন জমি! ঘোষণা বিজেপি নেতার

World Cup Final 2023: বিশ্বকাপ জিতলেই ভারতীয় দলের ক্রিকেটাররা প্রত্যেকে পাবেন একটি করে প্লট ৷ বাদ যাবেন না কোচও ৷ এমনটাই ঘোষণা করলেন রাজকোটের বিজেপি নেতা ৷

BJP leader Keur Dholariya
রাজকোটের বিজেপি নেতা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 18, 2023, 6:25 PM IST

রাজকোট, 18 নভেম্বর: ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে বাকি আর কয়েক ঘণ্টা ৷ এখন তারই অপেক্ষায় দেশবাসী ৷ উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে সকলে ৷ এর থেকে পিছিয়ে নেই গুজরাতের রাজকোটের ক্রিকেটপ্রেমীরা ৷ তাদের মধ্যেও দেখা যাচ্ছে বিশ্বকাপকে ঘিরে চরম উন্মাদনা । বিগত সবকটা ম্যাচে চমৎকার পারফরম্যান্স করেছে ভারতীয় দল ৷ তার কারণে ভারতীয় ক্রিকেট দলকে বিশ্বচ্যাম্পিয়ন হিসাবে দেখতে চায় দেশবাসী ।

তাই বিশ্বকাপ যদি ভারতের হাতে আসে তাহলে অভিনব উপহার দেওয়ার ঘোষণা করলেন রাজকোটের বিজেপি নেতা কেয়ুর ধোলারিয়া ৷ তিনি ঘোষণা করেছেন, ভারতীয় দল বিশ্বকাপ জিতলে 15 জন খেলোয়াড় এবং একজন কোচ-সহ 16 সদস্যকে একটি করে প্লট দেওয়া হবে । ভায়াসার-কাথরোট শিবম জেমিন ইন্ডাস্ট্রিজ জোনে 251 বারের প্লট দেওয়া হবে ।

তিনি বলেন, "আমরা রাজকোটের কাছে লোথরা ইন্ডাস্ট্রিজ জোনের 50 একর জমিতে শিবম ইন্ডাস্ট্রিজ জোন তৈরি করছি । সেখানে সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে । যেখানে খেলোয়াড়দের প্লট দেওয়া হবে । যেখানে এই খেলোয়াড়দের দেওয়া একটি প্লটের দাম ধরা হয়েছে 10 লক্ষ টাকা । আমরা ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় ক্রিকেটারদের এই প্লট দিতে যাচ্ছি । এরপর যদি কোনও ক্রিকেটার তাঁর পরিবারের সদস্যদের কাছে এই প্লট হস্তান্তর করতে চান, আমরা তা করব । আমাদের শিল্প এলাকায় 230টি প্লট রয়েছে । এছাড়াও আমরা সমস্ত খেলোয়াড়দের জন্য 16টি প্লট সংরক্ষিত করেছি ।"

রবিবার বিশ্বকাপ ফাইনাল ৷ ভারত ও অস্ট্রেলিয়া দলের মধ্যে এই বড় ম্যাচ অনুষ্ঠিত হবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ গতকালের ম্যাচে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরাও ।

আরও পড়ুন:

  1. 'মিশন আমেদাবাদ' সফল করতে ছোট ছোট লড়াই জিততে হবে রোহিতদের, দেখুন এক নজরে
  2. অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রীকে নিয়ে রোহিত-কামিন্সদের মহারণে হাজির থাকবেন মোদি

রাজকোট, 18 নভেম্বর: ক্রিকেট বিশ্বকাপ ফাইনালে বাকি আর কয়েক ঘণ্টা ৷ এখন তারই অপেক্ষায় দেশবাসী ৷ উচ্ছ্বাসের জোয়ারে ভাসছে সকলে ৷ এর থেকে পিছিয়ে নেই গুজরাতের রাজকোটের ক্রিকেটপ্রেমীরা ৷ তাদের মধ্যেও দেখা যাচ্ছে বিশ্বকাপকে ঘিরে চরম উন্মাদনা । বিগত সবকটা ম্যাচে চমৎকার পারফরম্যান্স করেছে ভারতীয় দল ৷ তার কারণে ভারতীয় ক্রিকেট দলকে বিশ্বচ্যাম্পিয়ন হিসাবে দেখতে চায় দেশবাসী ।

তাই বিশ্বকাপ যদি ভারতের হাতে আসে তাহলে অভিনব উপহার দেওয়ার ঘোষণা করলেন রাজকোটের বিজেপি নেতা কেয়ুর ধোলারিয়া ৷ তিনি ঘোষণা করেছেন, ভারতীয় দল বিশ্বকাপ জিতলে 15 জন খেলোয়াড় এবং একজন কোচ-সহ 16 সদস্যকে একটি করে প্লট দেওয়া হবে । ভায়াসার-কাথরোট শিবম জেমিন ইন্ডাস্ট্রিজ জোনে 251 বারের প্লট দেওয়া হবে ।

তিনি বলেন, "আমরা রাজকোটের কাছে লোথরা ইন্ডাস্ট্রিজ জোনের 50 একর জমিতে শিবম ইন্ডাস্ট্রিজ জোন তৈরি করছি । সেখানে সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে । যেখানে খেলোয়াড়দের প্লট দেওয়া হবে । যেখানে এই খেলোয়াড়দের দেওয়া একটি প্লটের দাম ধরা হয়েছে 10 লক্ষ টাকা । আমরা ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় ক্রিকেটারদের এই প্লট দিতে যাচ্ছি । এরপর যদি কোনও ক্রিকেটার তাঁর পরিবারের সদস্যদের কাছে এই প্লট হস্তান্তর করতে চান, আমরা তা করব । আমাদের শিল্প এলাকায় 230টি প্লট রয়েছে । এছাড়াও আমরা সমস্ত খেলোয়াড়দের জন্য 16টি প্লট সংরক্ষিত করেছি ।"

রবিবার বিশ্বকাপ ফাইনাল ৷ ভারত ও অস্ট্রেলিয়া দলের মধ্যে এই বড় ম্যাচ অনুষ্ঠিত হবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৷ গতকালের ম্যাচে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরাও ।

আরও পড়ুন:

  1. 'মিশন আমেদাবাদ' সফল করতে ছোট ছোট লড়াই জিততে হবে রোহিতদের, দেখুন এক নজরে
  2. অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রীকে নিয়ে রোহিত-কামিন্সদের মহারণে হাজির থাকবেন মোদি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.