ETV Bharat / sports

ICC World Cup 2023: অনলাইন স্ট্রিমিংয়ে নয়া নজির! ডিজনি+হটস্টারে ভারত-পাক ম্যাচ দেখল সাড়ে 3 কোটি মানুষ

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 15, 2023, 4:35 PM IST

Disney+Hotstar Records: দর্শক সংখ্যায় নয়া রেকর্ড গড়ল ডিজনি প্লাস হটস্টার ৷ গতকাল আমেদাবাদে ভারত-পাক ক্রিকেট যুদ্ধে দর্শক সংখ্যা এই নয়া নজির করে ৷ এই রের্কডের আশি ভাগই রোহিত শর্মার অবদান ৷ তাঁর দুরন্ত ব্যাটিং এই অনলাইন স্ট্রিমিংয়ের দর্শক সংখ্যা হাইলেভেলে বাড়িয়ে দেয় ৷ ডিজনি প্লাস হটস্টারে বাইশ গজের ভারত-পাক যুদ্ধ দেখেন প্রায় সাড়ে 3 কোটি মানুষ ৷

ভারত-পাক ম্যাচের মুহূর্ত
ICC World Cup 2023

নয়াদিল্লি, 15 অক্টোবর: দিন যত যচ্ছে টিভির তুলনায় মোবাইল বা স্মার্ট টিভিতে দেখতেই স্বাচ্ছন্দ্য হচ্ছে মানুষ। সঙ্গে ভারত-পাক ম্যাচ মানেই আলাদা উন্মাদনা। সেই সুবাদে বড় নজির গড়ে ফেলল হটস্টার। শনিবাসরীয় লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বীর বিক্রমে জয় চেটেপুটে উপভোগ করল ক্রিকেটবিশ্ব। আর সেই ম্যাচেই দর্শক সমাগমে নতুন রেকর্ড গড়ল অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার।

শনিবার মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোহিত শর্মা যখন ব্যাট করছিলেন সেসময় দর্শকসংখ্যায় পুরনো সব রেকর্ড ভেঙে দিল ডিজনি প্লাস হটস্টারের দর্শকসংখ্যা। একসঙ্গে প্রায় সাড়ে 3 কোটি মানুষ ওই ওটিটি প্ল্যাটফর্মে চোখ রেখেছিলেন 'হিটম্যানে'র ব্যাটিং দেখতে। এর আগে কোনও ক্রিকেটীয় ইভেন্টে একইসময়ে এত দর্শক হয়নি। শনিবার ম্য়াচজুড়ে দর্শকসংখ্যা ছিল সবসময় 2 কোটির উপরেই ছিল।

ভারতের কোনও আন্তর্জাতিক ম্য়াচ চলাকালীন এটাই অনলাইনে সবচেয়ে বেশি দর্শক সংখ্যার নজির ৷ এর আগে এই রেকর্ড ছিল জিও সিনেমা অ্যাপটির দখলে। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে এই প্রথম কোনও লাইভ স্ট্রিমিংয়ে এত দর্শক সমাগম, সৌজন্যে চলতি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ ৷ এর আগে দর্শক সংখ্যার রেকর্ড ছিল...

চলতি বছরের লাইভ স্ট্রিমিংয়ের রেকর্ড:

  • এ বছর শুরুতে আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটানসের ফাইনাল ম্যাচে রেকর্ড ছিল 3.2 কোটি ৷ সেই নজির ভেঙে গেল শনিবার ৷
  • তারও আগে এশিয়া কাপে, ভারত-পাকিস্তান ম্যাচে দর্শক সংখ্যার রেকর্ড ছিল 2.8 কোটি ৷
  • আর 2019-এর আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে সেমিফাইনাল ম্যাচে, দর্শকসংখ্যা ছুঁয়েছিল 2.53 কোটি ৷

ডিজিটাল ছাড়াও ভারত-পাকিস্তান ম্যাচ টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টসে লাইভ সম্প্রচার করা হয় ৷ কিন্তু টেলিভিশন দর্শকদের পরিমাপ সংস্থা ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (বিএআরসি) এক সপ্তাহ পরে দর্শক সংখ্যা প্রকাশ করবে। ভারতের ডিজনি+ হটস্টারের প্রধান সজিথ শিবানন্দন সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, "আমরা ডিজনি প্লাস হটস্টারে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য টিউন ইন করা সমস্ত ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। খেলার প্রতি আপনাদের ভালোবাসাই ডিজনি প্লাস হটস্টার-এর জন্য সমস্ত ক্রিকেট ফরম্যাটে আগের সমস্ত রেকর্ড ভেঙে দেওয়া এবং প্রায় 3.5 কোটি দর্শক সংখ্যায় শীর্ষে পৌঁছে দেওয়া সম্ভব করেছে।"

আরও পড়ুন: তাঁকে খেলতে কেন ব্যর্থ হলেন পাক ব্যাটাররা, খোলসা করলেন কুলদীপ

নয়াদিল্লি, 15 অক্টোবর: দিন যত যচ্ছে টিভির তুলনায় মোবাইল বা স্মার্ট টিভিতে দেখতেই স্বাচ্ছন্দ্য হচ্ছে মানুষ। সঙ্গে ভারত-পাক ম্যাচ মানেই আলাদা উন্মাদনা। সেই সুবাদে বড় নজির গড়ে ফেলল হটস্টার। শনিবাসরীয় লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বীর বিক্রমে জয় চেটেপুটে উপভোগ করল ক্রিকেটবিশ্ব। আর সেই ম্যাচেই দর্শক সমাগমে নতুন রেকর্ড গড়ল অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টার।

শনিবার মোতেরার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রোহিত শর্মা যখন ব্যাট করছিলেন সেসময় দর্শকসংখ্যায় পুরনো সব রেকর্ড ভেঙে দিল ডিজনি প্লাস হটস্টারের দর্শকসংখ্যা। একসঙ্গে প্রায় সাড়ে 3 কোটি মানুষ ওই ওটিটি প্ল্যাটফর্মে চোখ রেখেছিলেন 'হিটম্যানে'র ব্যাটিং দেখতে। এর আগে কোনও ক্রিকেটীয় ইভেন্টে একইসময়ে এত দর্শক হয়নি। শনিবার ম্য়াচজুড়ে দর্শকসংখ্যা ছিল সবসময় 2 কোটির উপরেই ছিল।

ভারতের কোনও আন্তর্জাতিক ম্য়াচ চলাকালীন এটাই অনলাইনে সবচেয়ে বেশি দর্শক সংখ্যার নজির ৷ এর আগে এই রেকর্ড ছিল জিও সিনেমা অ্যাপটির দখলে। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে এই প্রথম কোনও লাইভ স্ট্রিমিংয়ে এত দর্শক সমাগম, সৌজন্যে চলতি বিশ্বকাপের ভারত-পাকিস্তান ম্যাচ ৷ এর আগে দর্শক সংখ্যার রেকর্ড ছিল...

চলতি বছরের লাইভ স্ট্রিমিংয়ের রেকর্ড:

  • এ বছর শুরুতে আইপিএলে চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটানসের ফাইনাল ম্যাচে রেকর্ড ছিল 3.2 কোটি ৷ সেই নজির ভেঙে গেল শনিবার ৷
  • তারও আগে এশিয়া কাপে, ভারত-পাকিস্তান ম্যাচে দর্শক সংখ্যার রেকর্ড ছিল 2.8 কোটি ৷
  • আর 2019-এর আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে সেমিফাইনাল ম্যাচে, দর্শকসংখ্যা ছুঁয়েছিল 2.53 কোটি ৷

ডিজিটাল ছাড়াও ভারত-পাকিস্তান ম্যাচ টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টসে লাইভ সম্প্রচার করা হয় ৷ কিন্তু টেলিভিশন দর্শকদের পরিমাপ সংস্থা ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (বিএআরসি) এক সপ্তাহ পরে দর্শক সংখ্যা প্রকাশ করবে। ভারতের ডিজনি+ হটস্টারের প্রধান সজিথ শিবানন্দন সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, "আমরা ডিজনি প্লাস হটস্টারে ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য টিউন ইন করা সমস্ত ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। খেলার প্রতি আপনাদের ভালোবাসাই ডিজনি প্লাস হটস্টার-এর জন্য সমস্ত ক্রিকেট ফরম্যাটে আগের সমস্ত রেকর্ড ভেঙে দেওয়া এবং প্রায় 3.5 কোটি দর্শক সংখ্যায় শীর্ষে পৌঁছে দেওয়া সম্ভব করেছে।"

আরও পড়ুন: তাঁকে খেলতে কেন ব্যর্থ হলেন পাক ব্যাটাররা, খোলসা করলেন কুলদীপ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.