কলকাতা, 9 নভেম্বর: সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে সোনালি ট্রফিজয়ের দাবিদার হিসেবে টিম ইন্ডিয়াই সবচেয়ে এগিয়ে, কিন্তু নকআউট অনেক সমীকরণ বদলে দেয় ৷ সুতরাং, ভারতীয় দলকে ছন্দ হারালে চলবে না ৷ 'রোহিত অ্য়ান্ড কোম্পানি'কে পারফরম্যান্সটা ধরে রাখতে হবে প্রতিযোগিতার শেষ পর্যন্ত ৷ নবনির্মিত সিএবি'র লাউঞ্জে বসে গড়গড় করে ইটিভি ভারতের প্রতিনিধিকে কথাগুলো বলে যাচ্ছিলেন দিলীপ দোশী৷
পাকিস্তানের সঙ্গে প্রথম ওয়ান-ডে ম্যাচে সেরার পুরস্কার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান-ডে'তে ম্যাচ সেরার তাজ সবই গিয়েছিন বর্ষীয়ান এই প্রাক্তন ক্রিকেটারের ঝুলিতে ৷ বাংলার হয়ে সাফল্যের সঙ্গে প্রতিনিধিত্ব করা এই ক্রিকেটার বিষেণ সিং বেদী পরবর্তী সময়ে জাতীয় দলের স্পিন বিভাগের উজ্বল নক্ষত্র ৷ বর্তমানে বেশিরভাগ সময় বিলেতে থাকলেও দেশের মাটিতে বিশ্বকাপের সাক্ষী হতে ফিরেছেন দোশী ৷ আপাতত তিনি কলকাতায় ৷ আগামিকাল ইডেনে ইংল্যান্ড বনাম পাক দ্বৈরথ দেখতে আসতে পারেন ৷ নন্দনকাননে ভারত-পাকিস্তান সেমিফাইনাল হলে আসবেন কি না, সে বিষয়েই সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এদিন দীর্ঘক্ষণ আলোচনা সারলেন বাংলার প্রাক্তন অধিনায়ক ৷
তারই ফাঁকে চলতি বিশ্বকাপ নিয়ে জানালেন নানা কথা ৷ অধ্যাপকসুলভ চেহারায় শুধু কোহলিদের নয়, সব দলেরই পারফরম্যান্স গ্রাফ ধরা পড়ল দিলীপ দোশীর কথায় ৷ তাঁর ভিত্তিতেই টিম ইন্ডিয়াকে তিনি এগিয়ে রাখছেন। তবে দোশী মনে করেন, নকআউটে ভারতীয় দলের আসল পরীক্ষা হবে। আফগানিস্তানের বিরুদ্ধে গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবিক ইনিংস নিয়েও শ্রদ্ধা ঝরে পড়ল তাঁর গলায় ৷ দোশী বললেন, "অস্ট্রেলিয়া এক মহান স্পোর্টিং নেশন ৷ ওদের কখনোই হিসেবের বাইরে রাখা যায় না ৷"
দেশের মাটিতে দারুণ ছন্দে ভারতীয় দলের পেস আক্রমণ ৷ শামি-সিরাজ-বুমরা সমৃদ্ধ টিম ইন্ডিয়ার পেস আক্রমণকে 'গ্রহের সেরা' বলতেও কার্পণ্য করলেন না দেশের জার্সিতে 33টি টেস্ট খেলা প্রাক্তন ক্রিকেটার ৷ এ প্রসঙ্গে তাঁদের সময়ে সিলেকশন পদ্ধতি নিয়েও হতাশা ব্যক্ত করেন দোশী ৷ জানান, সে সময় বোলিং বিভাগে স্পিনারদের আধিক্য থাকায় ভারতীয় দলে জোরে বোলাররা সুযোগ কম পেত ৷
পাশাপাশি দোশীর মতে, রেকর্ড ক্রিকেট জগতে একজনেরই। তিনি হলেন ডন ব্র্যাডম্যান। বাকিদের সবকিছুই মাইলস্টোন। বিরাট কোহলির 49তম ওয়ান ডে সেঞ্চুরি করে সচিনকে স্পর্শ করা তেমনই এক মাইলস্টোন।
আরও পড়ুন: