ETV Bharat / sports

'সবকা বদলা লেগা রে তেরা রোহিত', হিটম্যানই কি হবেন ফাইনালের ফয়জল ? - নওয়াজউদ্দিন সিদ্দিকী

Craze For Rohit Sharma: হিটম্যান কি হয়ে হয়ে উঠবেন বিশ্বকাপ ফাইনালের নতুন ফয়জল? নওয়াজউদ্দিন সিদ্দিকীর 'গ্যাংস অফ ওয়াসিপুর' ছবির সংলাপ এখন ব্যবহৃত হতে শুরু করেছে রোহিত শর্মার নামে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 17, 2023, 8:32 PM IST

Updated : Nov 18, 2023, 8:28 AM IST

হায়দরাবাদ, 17 নভেম্বর: 'গ্যাংস অফ ওয়াসিপুর' ওটিটি-র দুনিয়ায় আজকাল মিথ হিসাবেই পরিচিত ৷ ছবির বিভিন্ন সংলাপ আজও ঘুরে বেড়ায় মিমসের দুনিয়ায় ৷ তারই মধ্যে একটি হল 'বাপ কা, দাদা কা, ভাই কা সবকা বদলা লেগা রে তেরা ফয়জল' ৷ নওয়াজউদ্দিন সিদ্দিকীর এই বিখ্যাত সংলাপ নানাভাবে রং বদলে আইকনিক হয়ে উঠেছে মিমের দুনিয়ায় ৷ নেটপাড়ায় অনেকেই পরিচিত এই ডায়লগটির সঙ্গে ৷ টিম ইন্ডিয়ার দুয়ারে এখন বিশ্বকাপ জয়ের হাতছানি ৷ প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার জয়রথ আরেকবার থামাতে পারলেই চ্যাম্পিয়ন পালক রোহিত শর্মার মুকুটে ৷ এহেন পরিস্থিতিতে নেটপাড়ার নতুন স্লোগান, "গাঙ্গুলি কা, দ্রাবিড় কা, জাহির কা সবকা বদলা লেগা রে তেরা রোহিত ৷"

প্রথম এই পোস্ট করেন আরজে অগ্নি ৷ তারপর সোশাল মিডিয়া রীতিমতো মেতে উঠেছে এই সংলাপে ৷ গল্পের তারটা জুড়তে গেলে ফ্ল্যাশব্যাকে পিছিয়ে যেতে হবে প্রায় 20 বছর ৷ সালটা 2003 ৷ আর দিনটা 23 মার্চ ৷ অস্ট্রেলিয়ার কাছে গ্রুপ লিগে হারের পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল ফাইনালে পৌঁছেছিল ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো মহারথীদের হারিয়ে ৷ কিন্তু ফাইনালে এসে অস্ট্রেলিয়ার সামনে খেই হারিয়ে ফেলে 'মেন ইন ব্লু' ৷ 124 রানে হেরে জোহানেসবার্গের মাটিতে শেষ হয়ে যায় ভারতের বিশ্বজয়ের স্বপ্ন ৷

Craze For Rohit Sharma
হিটম্যানই কি হবেন ফাইনালের ফয়জল?

ঠিক দু'দশক পর ভারতের সামনে রয়েছে 'বদলার' সুযোগ ৷ এবার ঘরের মাটিতে রূপকথা লেখার সামনে দাঁড়িয়ে রোহিতরা ৷ মাত্র একটা ম্যাচ ৷ সেবার গোটা টুর্নামেন্টে অজেয় ছিল অস্ট্রেলিয়া ৷ এবার অজেয় ভারত ৷ টানা 10 ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছেন বিরাট কোহলি-মহম্মদ শামিরা ৷ যদিও লিগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছেও বিশাল ব্যবধানে হেরেছিল অজিবাহিনী ৷ কিন্তু নক-আউটে সেই দক্ষিণ আফ্রিকাকেই হারিয়ে ফাইনালে পৌঁছেছে প্যাট কামিন্সের দল ৷ তাই লিগের ম্যাচে ক্যাঙারুবাহিনীর বিরুদ্ধে রোহিতদের মনোবল জোগালেও তাদের বর্তমান ফর্ম নিশ্চই চিন্তা বাড়াচ্ছে অনেকেরই ৷

2007 সালে টি-20 বিশ্বকাপজয়ী দলে ছিলেন রোহিত ৷ কিন্তু 2011 সালের ওডিআই বিশ্বজয়ী দলে তাঁর জায়গা হয়নি ৷ তাই একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জয়ের মেডেল নেই তাঁর ক্যাবিনেটে ৷ অন্যদিকে, কোচ রাহুল দ্রাবিড়ও খেলোয়াড় হিসাবে বিশ্বকাপ জয় করতে পারেননি ৷ 2003 সালে রানার্স আপ মেডেল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে ৷ অধিনায়ক হিসাবে 2007 সালেও সুযোগ ছিল তাঁর কাছে ৷ কিন্তু জঘন্য পারফরম্যান্সের জেরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যায় টিম ইন্ডিয়া ৷ এবার কি দ্রাবিড়িয় সভ্যতার দামামা বাজবে আমেদাবাদে ৷ অপেক্ষায় সকলেই ৷

রোহিতের কথাও আলাদা করে উল্লেখ করতেই হয় ৷ 2019 সালে বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন এই ভারতীয় ওপেনার ৷ কিন্তু সেমিফাইনালের ব্যর্থতার জেরে ছিটকে যায় ভারত ৷ এবার অধিনায়ক হিসাবে কিন্তু নিজেকে একেবারে বদলে ফেলেছেন রোহিত ৷ আক্ষরিক অর্থেই তিনি হয়ে উঠেছেন হিটম্যান ৷ কার্যত সুইসাইড বম্বারের মতোই বিপক্ষকে ধ্বংস করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি ৷ তাঁর খেলার ধরণ দেখেই হয়তো ফয়জলের সংলাপ মনে পড়ে যাচ্ছে অনেকেরই ৷ অনেকেই বলছেন, "গাঙ্গুলি কা, দ্রাবিড় কা, জাহির কা সবকা বদলা লেগা রে তেরা রোহিত ৷"

আরও পড়ুন:

  1. 'শান্ত থাক, নতুন পরীক্ষা-নীরিক্ষার প্রয়োজন নেই', অজি মহরণের আগে 'পেপটক' শাস্ত্রীর
  2. ফাইনালে ভারত-অজি দ্বৈরথ, রোহিতদের রোখা কঠিন; মত সৌরভের

হায়দরাবাদ, 17 নভেম্বর: 'গ্যাংস অফ ওয়াসিপুর' ওটিটি-র দুনিয়ায় আজকাল মিথ হিসাবেই পরিচিত ৷ ছবির বিভিন্ন সংলাপ আজও ঘুরে বেড়ায় মিমসের দুনিয়ায় ৷ তারই মধ্যে একটি হল 'বাপ কা, দাদা কা, ভাই কা সবকা বদলা লেগা রে তেরা ফয়জল' ৷ নওয়াজউদ্দিন সিদ্দিকীর এই বিখ্যাত সংলাপ নানাভাবে রং বদলে আইকনিক হয়ে উঠেছে মিমের দুনিয়ায় ৷ নেটপাড়ায় অনেকেই পরিচিত এই ডায়লগটির সঙ্গে ৷ টিম ইন্ডিয়ার দুয়ারে এখন বিশ্বকাপ জয়ের হাতছানি ৷ প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার জয়রথ আরেকবার থামাতে পারলেই চ্যাম্পিয়ন পালক রোহিত শর্মার মুকুটে ৷ এহেন পরিস্থিতিতে নেটপাড়ার নতুন স্লোগান, "গাঙ্গুলি কা, দ্রাবিড় কা, জাহির কা সবকা বদলা লেগা রে তেরা রোহিত ৷"

প্রথম এই পোস্ট করেন আরজে অগ্নি ৷ তারপর সোশাল মিডিয়া রীতিমতো মেতে উঠেছে এই সংলাপে ৷ গল্পের তারটা জুড়তে গেলে ফ্ল্যাশব্যাকে পিছিয়ে যেতে হবে প্রায় 20 বছর ৷ সালটা 2003 ৷ আর দিনটা 23 মার্চ ৷ অস্ট্রেলিয়ার কাছে গ্রুপ লিগে হারের পর সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল ফাইনালে পৌঁছেছিল ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো মহারথীদের হারিয়ে ৷ কিন্তু ফাইনালে এসে অস্ট্রেলিয়ার সামনে খেই হারিয়ে ফেলে 'মেন ইন ব্লু' ৷ 124 রানে হেরে জোহানেসবার্গের মাটিতে শেষ হয়ে যায় ভারতের বিশ্বজয়ের স্বপ্ন ৷

Craze For Rohit Sharma
হিটম্যানই কি হবেন ফাইনালের ফয়জল?

ঠিক দু'দশক পর ভারতের সামনে রয়েছে 'বদলার' সুযোগ ৷ এবার ঘরের মাটিতে রূপকথা লেখার সামনে দাঁড়িয়ে রোহিতরা ৷ মাত্র একটা ম্যাচ ৷ সেবার গোটা টুর্নামেন্টে অজেয় ছিল অস্ট্রেলিয়া ৷ এবার অজেয় ভারত ৷ টানা 10 ম্যাচ জিতে ফাইনালে পৌঁছেছেন বিরাট কোহলি-মহম্মদ শামিরা ৷ যদিও লিগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছেও বিশাল ব্যবধানে হেরেছিল অজিবাহিনী ৷ কিন্তু নক-আউটে সেই দক্ষিণ আফ্রিকাকেই হারিয়ে ফাইনালে পৌঁছেছে প্যাট কামিন্সের দল ৷ তাই লিগের ম্যাচে ক্যাঙারুবাহিনীর বিরুদ্ধে রোহিতদের মনোবল জোগালেও তাদের বর্তমান ফর্ম নিশ্চই চিন্তা বাড়াচ্ছে অনেকেরই ৷

2007 সালে টি-20 বিশ্বকাপজয়ী দলে ছিলেন রোহিত ৷ কিন্তু 2011 সালের ওডিআই বিশ্বজয়ী দলে তাঁর জায়গা হয়নি ৷ তাই একদিনের ক্রিকেটে বিশ্বকাপ জয়ের মেডেল নেই তাঁর ক্যাবিনেটে ৷ অন্যদিকে, কোচ রাহুল দ্রাবিড়ও খেলোয়াড় হিসাবে বিশ্বকাপ জয় করতে পারেননি ৷ 2003 সালে রানার্স আপ মেডেল নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে ৷ অধিনায়ক হিসাবে 2007 সালেও সুযোগ ছিল তাঁর কাছে ৷ কিন্তু জঘন্য পারফরম্যান্সের জেরে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে যায় টিম ইন্ডিয়া ৷ এবার কি দ্রাবিড়িয় সভ্যতার দামামা বাজবে আমেদাবাদে ৷ অপেক্ষায় সকলেই ৷

রোহিতের কথাও আলাদা করে উল্লেখ করতেই হয় ৷ 2019 সালে বিশ্বকাপে পাঁচটি সেঞ্চুরি করেছিলেন এই ভারতীয় ওপেনার ৷ কিন্তু সেমিফাইনালের ব্যর্থতার জেরে ছিটকে যায় ভারত ৷ এবার অধিনায়ক হিসাবে কিন্তু নিজেকে একেবারে বদলে ফেলেছেন রোহিত ৷ আক্ষরিক অর্থেই তিনি হয়ে উঠেছেন হিটম্যান ৷ কার্যত সুইসাইড বম্বারের মতোই বিপক্ষকে ধ্বংস করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন তিনি ৷ তাঁর খেলার ধরণ দেখেই হয়তো ফয়জলের সংলাপ মনে পড়ে যাচ্ছে অনেকেরই ৷ অনেকেই বলছেন, "গাঙ্গুলি কা, দ্রাবিড় কা, জাহির কা সবকা বদলা লেগা রে তেরা রোহিত ৷"

আরও পড়ুন:

  1. 'শান্ত থাক, নতুন পরীক্ষা-নীরিক্ষার প্রয়োজন নেই', অজি মহরণের আগে 'পেপটক' শাস্ত্রীর
  2. ফাইনালে ভারত-অজি দ্বৈরথ, রোহিতদের রোখা কঠিন; মত সৌরভের
Last Updated : Nov 18, 2023, 8:28 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.