ধরমশালা, 28 অক্টোবর: টানা দ্বিতীয় হার কিউয়িবাহিনীর ৷ ধরমশালায় শনিবার অজি বোলিংয়ের বিরুদ্ধে সমানতালে লড়াই চালিয়েও শেষমেশ 5 রানে হারল নিউজিল্যান্ড ৷ ম্যাচ জিততে হলে এদিন বিশ্বকাপের সর্বোচ্চ রান তাড়া করতে হতো কিউয়িব্রিগেডকে ৷ যদিও সেই রেকর্ড ছুঁতে পারলেন না ড্যারেল মিচেল, রাচিন রবীন্দ্র, জিমি নিশামরা ৷ তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 389 রান তাড়া করতে নেমেও যে দুঃসাহসী ভঙ্গিতে ব্যাটিং করেন কিউয়ি ব্যাটাররা তা নতুন দৃষ্টান্ত নিশ্চয় তৈরি করল চলতি বিশ্বকাপে ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
দুই ইনিংস মিলিয়ে ধরমশালার ব্যাটিং স্বর্গে খেলোয়াড়রা উপহার দিলেন 771 রান ৷ 389 রানের পাহাড় প্রমাণ টার্গেট তাড়া করতে নেমে 61 রানের পার্টনারশিপ গড়ে কিউয়ি ওপেনিং জুটি ৷ তবে ভালো শুরু করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন ডেভন কনওয়ে এবং উইল ইয়ং ৷ তবে অজি বোলিংকে শাসন করতে কোনও কসুর করেননি রাচিন ৷ মাত্র 89 বলে তিনি করেন 116 রান ৷ সৌজন্য 9টি চার এবং 5টি ছক্কা ৷
-
By the barest of margins...#CWC23 #AUSvNZhttps://t.co/xOJ9RrhTfN pic.twitter.com/yiIsB4QgGO
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 28, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">By the barest of margins...#CWC23 #AUSvNZhttps://t.co/xOJ9RrhTfN pic.twitter.com/yiIsB4QgGO
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 28, 2023By the barest of margins...#CWC23 #AUSvNZhttps://t.co/xOJ9RrhTfN pic.twitter.com/yiIsB4QgGO
— ICC Cricket World Cup (@cricketworldcup) October 28, 2023
পাশাপাশি অর্ধশতরান করলেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান ড্যারেলও ৷ এদিন 54 রানের ইনিংস উপহার দেন এই ডানহাতি ব্যাটার ৷ কিন্তু দলকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যেতে পারেননি কেউই ৷ শেষ পর্বে ভালো লড়াই দেন জিমি নিশাম ৷ অন্য়প্রান্তে ক্রমাগত উইকেট পতনের মাঝেও তিনি এদিন করেন গুরুত্বপূর্ণ 58 রান ৷ কার্যত তাঁর দৌলতেই শেষ ওভার পর্যন্ত ম্য়াচে টিকেছিল নিউজিল্যান্ড ৷ কিন্তু তিনি রান আউট হতেই ব্ল্যাক ক্যাপসদের জয়ের আশা শেষ হয়ে যায় ৷ শেষ বলে ওভার বাউন্ডারি মেরে দলকে জয় এনে দিতে পারেননি লকি ফার্গুসন ৷ উল্লেখ করতে হবে অজি ফিল্ডারদের ফিল্ডিংয়ের কথাও ৷ শেষ ওভারেও বেশকিছু নিশ্চিত বাউন্ডারি বাঁচান অস্ট্রেলিয়ান ফিল্ডাররা ৷ তার জেরেই এদিন জয়ের জন্য় প্রয়োজনীয় 5 রান তুলতে ব্যর্থ হল কিউয়িবাহিনী ৷
আরও পড়ুন: ইডেনে বিশ্বকাপের বোধনে আড়াইশোর আগেই গুটিয়ে গেল ডাচরা
এদিন ধরমশালায় প্রথম ব্যাটিং করে 389 রানের বিরাট লক্ষ্য়মাত্রা দেয় অস্ট্রেলিয়া ৷ ট্রাভিস হেডের দুরন্ত শতরান এবং ডেভিড ওয়ার্নারের 87 রানের সৌজন্য 388 রান করে ক্যাঙারুবাহিনী ৷ কামব্যাক ম্যাচে মাত্র 67 বলে 109 রান করেন ট্রাভিস ৷ আর শেষ পর্বে ফের একবার অস্ট্রেলিয়ার ভরসা হয়ে ওঠেন গ্লেন ম্যাক্সওয়েল ৷ তাঁর ব্যাট থেকে আসে 24 বলে 41 রান ৷ জস ইংলিশ এবং প্যাট কামিন্সও দুরন্ত ব্যাটিং করে দলকে বিশাল রানের পাহাড় গড়তে সাহায্য় করেন ৷ এই জয়ের জেরে আপাতত লিগ টেবিলে চতুর্থ স্থানে রইল অস্ট্রেলিয়া ৷