ETV Bharat / sports

Angelo Mathews: 'তোমারও সময় শেষ', শাকিবকে ফিরিয়ে মধুর প্রতিশোধ ম্যাথিউজের

টাইমড-আউটের শিকার হয়ে কোনও বল খেলার আগেই আউট হয়ে মাঠ ছেড়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৷ প্রশ্ন উঠেছিল বিপক্ষীয় দলনেতা শাকিব আল হাসানের স্পোর্টসম্যান স্পিরিট নিয়েও ৷ তবে এদিনই হাতে নাতে তাঁকে জবাবটা দিয়ে দেন ম্যাথিউজ ৷ শাকিবকে সাজঘরে পাঠানোর পর ইঙ্গিত করেন হাতঘড়ির দিকে ৷

Angelo Mathews
শাকিবকে ফিরিয়ে মধুর প্রতিশোধ ম্যাথিউজের
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2023, 9:44 PM IST

Updated : Nov 6, 2023, 10:21 PM IST

নয়াদিল্লি, 6 নভেম্বর: একেই বোধহয় বলে মধুর প্রতিশোধ! বিশ্বকাপের মঞ্চে আন্তর্জাতিক সোমবার প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট-এর শিকার হন শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৷ শ্রীলঙ্কার চতুর্থ উইকেট পড়ার পর ক্রিজে আসার কথা ছিল ম্যাথিউজের ৷ কিন্তু হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ার কারণে সময় মতো মাঠে পৌঁছতে পারেননি তিনি ৷ তার জেরেই আইসিসির নিয়ম মেনে আউট দেওয়া হয় তাঁকে ৷ এক্ষেত্রে তাঁকে বাঁচানোর সুযোগ ছিল বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানের কাছে ৷ আবেদন না-করলে অ্যাঞ্জেলো মাঠে নামতে পারতেন ৷ কিন্তু শাকিব তা করেননি ৷ আর সেই ম্যাচেই তাঁকে সাজঘরে পাঠিয়ে জবাব দিলেন ম্যাথিউজও ৷

শাকিব চলতি বিশ্বকাপে তেমন ফর্মে না থাকলেও এই ম্যাচে ব্যাট হাতে অধিনায়কোচিত ইনিংস খেলেন শাকিব ৷ 65 বলে করেন 82 রান ৷ কিন্তু তাঁর এই ইনিংসের থেকেও বেশি ভাইরাল হয় তাঁর আউট হওয়ার দৃশ্যটি ৷ তিনি এদিন আউট হন ম্যাথিউজের একটি সুন্দর স্লোয়ার বলে ৷ বলটি বুঝতে না পেরে দ্রুত ব্যাট চালিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক ৷ ফলে ব্যাটের কানায় লেগে উপরে উঠে যায় বল ৷ সেই ক্যাচ তালুবন্দি করতে কোনও ভুল করেননি চরিথ আশালঙ্কা ৷

আরও পড়ুন: প্রথম ব্যাটার হিসেবে 'টাইমড আউট' ম্যাথিউজ, শাকিবের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে প্রশ্ন

আউট করার পর নিজের হাতঘড়ি দেখিয়ে শাকিবকে ইঙ্গিত করেন ম্যাথিউজ ৷ অর্থাৎ পরিষ্কার বুঝিয়ে দেন 'তোমারও সময় শেষ ৷' প্রসঙ্গত, সাজঘরে ফেরার আগে চতুর্থ উইকেটে নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে এদিন 169 রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন শাকিব ৷ মারেন 12টি চার ও 2টি ছয় ৷ এরপরে শান্তকেও ফিরিয়ে দেন তিনিই ৷

যদিও শেষরক্ষা হয়নি ৷ সোমবার বিশ্বকাপের দ্বিতীয় জয়টা তুলে নিতে কোনও অসুবিধা হয়নি বাংলাদেশের ৷ শান্তর 90 রান এবং শাকিবের 82 রানের দৌলতে 3 উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলা টাইগাররা ৷ তাও 8.5 ওভার বাকি থাকতেই ৷ প্রথমে ব্যাট করে বাংলা টাইগারদের সামনে 280 রানের টার্গেট রাখেন কুশল মেন্ডিসরা ৷ যদিও ব্যাটাররা অনেকেই এদিন তেমন রান পাননি তবে অন্যদের ব্যর্থতা একাই ঢেকে দেন চরিথ আশালঙ্কা ৷ 105 বলে 108 রান করে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন তিনি ৷ সেই স্কোরও যথেষ্ট ছিল না দিল্লিতে জয় তুলে নেওয়ার জন্য ৷

নয়াদিল্লি, 6 নভেম্বর: একেই বোধহয় বলে মধুর প্রতিশোধ! বিশ্বকাপের মঞ্চে আন্তর্জাতিক সোমবার প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট-এর শিকার হন শ্রীলঙ্কার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ ৷ শ্রীলঙ্কার চতুর্থ উইকেট পড়ার পর ক্রিজে আসার কথা ছিল ম্যাথিউজের ৷ কিন্তু হেলমেটের স্ট্র্যাপ ছিঁড়ে যাওয়ার কারণে সময় মতো মাঠে পৌঁছতে পারেননি তিনি ৷ তার জেরেই আইসিসির নিয়ম মেনে আউট দেওয়া হয় তাঁকে ৷ এক্ষেত্রে তাঁকে বাঁচানোর সুযোগ ছিল বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসানের কাছে ৷ আবেদন না-করলে অ্যাঞ্জেলো মাঠে নামতে পারতেন ৷ কিন্তু শাকিব তা করেননি ৷ আর সেই ম্যাচেই তাঁকে সাজঘরে পাঠিয়ে জবাব দিলেন ম্যাথিউজও ৷

শাকিব চলতি বিশ্বকাপে তেমন ফর্মে না থাকলেও এই ম্যাচে ব্যাট হাতে অধিনায়কোচিত ইনিংস খেলেন শাকিব ৷ 65 বলে করেন 82 রান ৷ কিন্তু তাঁর এই ইনিংসের থেকেও বেশি ভাইরাল হয় তাঁর আউট হওয়ার দৃশ্যটি ৷ তিনি এদিন আউট হন ম্যাথিউজের একটি সুন্দর স্লোয়ার বলে ৷ বলটি বুঝতে না পেরে দ্রুত ব্যাট চালিয়ে দেন বাংলাদেশ অধিনায়ক ৷ ফলে ব্যাটের কানায় লেগে উপরে উঠে যায় বল ৷ সেই ক্যাচ তালুবন্দি করতে কোনও ভুল করেননি চরিথ আশালঙ্কা ৷

আরও পড়ুন: প্রথম ব্যাটার হিসেবে 'টাইমড আউট' ম্যাথিউজ, শাকিবের স্পোর্টসম্যান স্পিরিট নিয়ে প্রশ্ন

আউট করার পর নিজের হাতঘড়ি দেখিয়ে শাকিবকে ইঙ্গিত করেন ম্যাথিউজ ৷ অর্থাৎ পরিষ্কার বুঝিয়ে দেন 'তোমারও সময় শেষ ৷' প্রসঙ্গত, সাজঘরে ফেরার আগে চতুর্থ উইকেটে নাজমুল হাসান শান্তকে সঙ্গে নিয়ে এদিন 169 রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন শাকিব ৷ মারেন 12টি চার ও 2টি ছয় ৷ এরপরে শান্তকেও ফিরিয়ে দেন তিনিই ৷

যদিও শেষরক্ষা হয়নি ৷ সোমবার বিশ্বকাপের দ্বিতীয় জয়টা তুলে নিতে কোনও অসুবিধা হয়নি বাংলাদেশের ৷ শান্তর 90 রান এবং শাকিবের 82 রানের দৌলতে 3 উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলা টাইগাররা ৷ তাও 8.5 ওভার বাকি থাকতেই ৷ প্রথমে ব্যাট করে বাংলা টাইগারদের সামনে 280 রানের টার্গেট রাখেন কুশল মেন্ডিসরা ৷ যদিও ব্যাটাররা অনেকেই এদিন তেমন রান পাননি তবে অন্যদের ব্যর্থতা একাই ঢেকে দেন চরিথ আশালঙ্কা ৷ 105 বলে 108 রান করে দলকে সম্মানজনক স্কোরে পৌঁছে দেন তিনি ৷ সেই স্কোরও যথেষ্ট ছিল না দিল্লিতে জয় তুলে নেওয়ার জন্য ৷

Last Updated : Nov 6, 2023, 10:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.