ETV Bharat / sports

Ind vs Pak WC : 'পাক বধ' করে বিশ্বকাপে শুভারম্ভ মিতালিদের - পাক বধ করে বিশ্বকাপে শুভারম্ভ মিতালিদের 108 রানে ম্যাচ জিতল ভারত

পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত (Ind vs Pak WC) ৷ 107 রানে ম্যাচ জিতল ভারত ৷

Ind vs Pak WC
'পাক বধ' করে বিশ্বকাপে শুভারম্ভ মিতালিদের, 108 রানে ম্যাচ জিতল ভারত
author img

By

Published : Mar 6, 2022, 1:25 PM IST

Updated : Mar 6, 2022, 2:49 PM IST

মাউন্ট মাউনগানুই, 6 মার্চ : আজ পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত (Ind vs Pak WC) ৷ নিউজিল্যান্ডের মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালের মাঠে যখন টস করতে নামেন মিতালি রাজ ও পাক অধিনায়ক বিসমা মারুফ, তখন অর্ধেক দেশবাসী ঘুমের জগতে ৷ চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মিতালি ৷ প্রথমে ব্যাট করে 7 উইকেটের বিনিময়ে 244 রান তোলেন মিতালি রাজরা ৷ জবাবে ব্যাট করতে নেমে 137 রানে অলআউট হয়ে যায় পাকিস্তানের মহিলা ক্রিকেট দল ৷ 107 রানে ম্যাচ জেতে ভারত ৷

ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে কুপোকাত পাকিস্তানের মহিলা ক্রিকেট দল ৷ চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে 2022 বিশ্বকাপের শুভ সূচনা করল ভারত ৷ আজ মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে পাকিস্তানের মেয়েদের রানের বড় ব্যবধানে হারিয়ে শুরুটা দারুণ করেছে মিতালি অ্যান্ড কোং ৷ স্মৃতি মান্ধানা, পূজা বস্ত্রকারদের অর্ধশতরানে 244 রান তুলেছিল মিতালির দল ৷ রান তাড়া করতে নেমে পাক মহিলা দল দেড়শোও অতিক্রম করতে পারল না ৷ 67 রান করে ম্যাচের সেরা পূজা বস্ত্রকার ৷ 53 রান করে অপরাজিত থাকেন স্নেহা রানা ৷ পাকিস্তান মহিলা দলের কেউই অর্ধশতরান করতে পারেননি ৷ 10 ওভার বল করে 26 রান দিয়ে 2টি উইকেট নেন ঝুলন গোস্বামী ৷

আরও পড়ুন: রবিবাসরীয় কাপ যুদ্ধে মুখোমুখি ভারত-পাকিস্তান, অর্ধশতরান স্মৃতির

2000 সালে নিউজিল্যান্ড বিশ্বকাপে ভারতীয় দলের অংশ ছিলেন মিতালি ৷ দুই দশক পর সেই একই দেশে বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে নেমেছেন তিনি ৷ এই 22 বছরের মধ্যে মিতালির নেতৃত্বে ভারত দু'বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে ৷ 2005 ও 2017 সালে ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে 2017 সালে ট্রফির খুব কাছে গিয়েও ফিরে আসতে হয়েছিল ভারতকে ৷ অন্যদিকে শেষবার 2018 সালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান ৷ সেই ম্যাচে মিতালি রাজের ব্যাটে ভর করে ‘পাক বধ’ করেছিল ভারত ৷

মাউন্ট মাউনগানুই, 6 মার্চ : আজ পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত (Ind vs Pak WC) ৷ নিউজিল্যান্ডের মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালের মাঠে যখন টস করতে নামেন মিতালি রাজ ও পাক অধিনায়ক বিসমা মারুফ, তখন অর্ধেক দেশবাসী ঘুমের জগতে ৷ চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মিতালি ৷ প্রথমে ব্যাট করে 7 উইকেটের বিনিময়ে 244 রান তোলেন মিতালি রাজরা ৷ জবাবে ব্যাট করতে নেমে 137 রানে অলআউট হয়ে যায় পাকিস্তানের মহিলা ক্রিকেট দল ৷ 107 রানে ম্যাচ জেতে ভারত ৷

ভারতীয় স্পিনারদের ঘূর্ণিতে কুপোকাত পাকিস্তানের মহিলা ক্রিকেট দল ৷ চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে 2022 বিশ্বকাপের শুভ সূচনা করল ভারত ৷ আজ মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালে পাকিস্তানের মেয়েদের রানের বড় ব্যবধানে হারিয়ে শুরুটা দারুণ করেছে মিতালি অ্যান্ড কোং ৷ স্মৃতি মান্ধানা, পূজা বস্ত্রকারদের অর্ধশতরানে 244 রান তুলেছিল মিতালির দল ৷ রান তাড়া করতে নেমে পাক মহিলা দল দেড়শোও অতিক্রম করতে পারল না ৷ 67 রান করে ম্যাচের সেরা পূজা বস্ত্রকার ৷ 53 রান করে অপরাজিত থাকেন স্নেহা রানা ৷ পাকিস্তান মহিলা দলের কেউই অর্ধশতরান করতে পারেননি ৷ 10 ওভার বল করে 26 রান দিয়ে 2টি উইকেট নেন ঝুলন গোস্বামী ৷

আরও পড়ুন: রবিবাসরীয় কাপ যুদ্ধে মুখোমুখি ভারত-পাকিস্তান, অর্ধশতরান স্মৃতির

2000 সালে নিউজিল্যান্ড বিশ্বকাপে ভারতীয় দলের অংশ ছিলেন মিতালি ৷ দুই দশক পর সেই একই দেশে বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে নেমেছেন তিনি ৷ এই 22 বছরের মধ্যে মিতালির নেতৃত্বে ভারত দু'বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে ৷ 2005 ও 2017 সালে ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে 2017 সালে ট্রফির খুব কাছে গিয়েও ফিরে আসতে হয়েছিল ভারতকে ৷ অন্যদিকে শেষবার 2018 সালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান ৷ সেই ম্যাচে মিতালি রাজের ব্যাটে ভর করে ‘পাক বধ’ করেছিল ভারত ৷

Last Updated : Mar 6, 2022, 2:49 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.