হ্যামিলটন, 9 মার্চ : চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে বড় ব্যবধানে হারানোর আত্মবিশ্বাসকে সঙ্গী করেই হ্যামিলটনে নেমেছিল 'উইমেন ইন ব্লু' | কিন্তু দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল হরমনপ্রীত সিং, স্মৃতি মান্ধানারা ৷ প্রাক-বিশ্বকাপ সিরিজের ধারা বজায় রেখেই ‘ভারত বধ’ করল নিউজিল্যান্ড (New Zealand beat India in World Cup) ৷ 62 রানে ঝুলনদের হারাল কিউয়ি বাহিনী ৷
এদিন টসে জিতে প্রথম ব্যাট করতে নেমেছিল সোফি ডিভাইনের দল (ICC Womens WC 2022) ৷ দলের স্কোর দু'অঙ্ক পেরোনোর আগেই প্যাভিলিয়নে ফিরেছিলেন ওপেনার সুজি বেটস ৷ যদিও প্রাথমিক ধাক্কা কাটিয়ে রানের পাহাড় গড়ে কিউয়িরা ৷ অ্যামি স্যাটার্থওয়েট (75), অ্যামেলিয়া কের (50), সোফি ডিভাইন (35), ক্যাটি মার্টিনের (41) ব্যাটে ভর করে নির্ধারিত পঞ্চাশ ওভারে 260 রান তোলে নিউজিল্যান্ড ৷ 34 রান খরচ করে 4 উইকেট নেন পূজা বস্ত্রকর ৷
রান তাড়া করতে নেমে শুরুতেই স্মৃতি মান্ধানা এবং দীপ্তি শর্মার উইকেট হারায় ভারত ৷ স্বস্তিকা ভাটিয়া এবং মিতালি রাজ ক্রিজে থাকার চেষ্টা করলেও বড় রান করতে ব্যর্থ ৷ ব্যক্তিগত 28 রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন ভারতীয় ওপেনার, মিতালি ফেরেন 31 রানে ৷ সেখান থেকে একা লড়াই করলেন হরমনপ্রীত কৌর ৷ 63 বলে 71 রান করেন তিনি ৷ শেষ পর্যন্ত 198 রানে থামে ভারতের ইনিংস ৷ বল হাতে সফল অ্যামেলিয়া কের (3 উইকেট), লিয়া তাহুহু (3 উইকেট), হাইলি জেনসেন (2 উইকেট) ৷
-
7⃣1⃣ Runs
— BCCI Women (@BCCIWomen) March 10, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
6⃣3⃣ Balls
6⃣ Fours
2⃣ Sixes#TeamIndia vice-captain @ImHarmanpreet departs but not before she played a fine knock. 👍 👍
Follow the match ▶️ https://t.co/zZzFTtBxPb#CWC22 | #NZvIND pic.twitter.com/hTizx4GfUC
">7⃣1⃣ Runs
— BCCI Women (@BCCIWomen) March 10, 2022
6⃣3⃣ Balls
6⃣ Fours
2⃣ Sixes#TeamIndia vice-captain @ImHarmanpreet departs but not before she played a fine knock. 👍 👍
Follow the match ▶️ https://t.co/zZzFTtBxPb#CWC22 | #NZvIND pic.twitter.com/hTizx4GfUC7⃣1⃣ Runs
— BCCI Women (@BCCIWomen) March 10, 2022
6⃣3⃣ Balls
6⃣ Fours
2⃣ Sixes#TeamIndia vice-captain @ImHarmanpreet departs but not before she played a fine knock. 👍 👍
Follow the match ▶️ https://t.co/zZzFTtBxPb#CWC22 | #NZvIND pic.twitter.com/hTizx4GfUC
আরও পড়ুন : মোহালির পারফরম্যান্সের জের, পাঁচ বছর পর ফের শীর্ষে 'জাড্ডু'
জয়ের ধারা বজায় রেখে বিশ্বকাপের পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাওয়াই লক্ষ্য ছিল হরমনপ্রীত সিং, স্মৃতি মান্ধনাদের ৷ আইসিসি ইভেন্টে ফের নিউজিল্যান্ড-গাঁটে আটকাল ভারত ৷ বিশ্বকাপে ভারতের পরের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৷ প্রস্তুতি ম্যাচে বড় রানের ব্যবধানে ক্যারিবিয়ানদের হারিয়েছিল ভারত ৷ দ্রুত নিউজিল্যান্ড ম্যাচের স্মৃতি ভুলে মাঠে নামাই এখন লক্ষ্য স্মৃতিদের ৷