মাউন্ট মাউনগানুই, 6 মার্চ : বিশ্বের একপ্রান্তে চলছে জোর যুদ্ধ ৷ গোলাগুলি, বোমাবর্ষণ আর রক্তক্ষয় ৷ সেই আবহের মধ্যেই বাইজ গজে শুরু হয়েছে কাপ যুদ্ধ ৷ নিউজিল্যান্ডে চলছে আইসিসি মহিলা বিশ্বকাপ 2022 ৷ আজ পাকিস্তানের বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত ৷
নিউজিল্যান্ডের মাউন্ট মাউনগানুইয়ের বে ওভালের মাঠে যখন টস করতে নামেন মিতালি রাজ ও পাক অধিনায়ক বিসমা মারুফ, তখন অর্ধেক দেশবাসী ঘুমের জগতে ৷ চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মিতালি ৷ 23 বছরের লম্বা ক্রিকেট কেরিয়ার বিশ্বকাপ জয়ের গৌরব নিয়েই শেষ করতে চান ৷ সম্প্রতি একটি সাক্ষাৎকারে মনের কথা জানিয়েছিলেন 39 বছরের এই ব্যাটার ৷ শুরু থেকেই সেই লক্ষ্যে ঝাঁপিয়েছে মিতালি অ্যান্ড কোং ৷ এদিন মাঠে নেমেই ইতিহাস গড়েছেন মিতালি ৷ মহিলা বিশ্বকাপের ষষ্ঠতম সংস্করণ খেলা প্রথম ক্রিকেটার তিনি ৷
2000 সালে নিউজিল্যান্ড বিশ্বকাপে ভারতীয় দলের অংশ ছিলেন মিতালি ৷ দুই দশক পর সেই একই দেশে ফিরেছেন বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে ৷ এই 22 বছরের মধ্যে মিতালির নেতৃত্বে ভারত দু'বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে ৷ 2005 ও 2017 সালে ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে 2017 সালে ট্রফির খুব কাছে গিয়েও ফিরে আসতে হয়েছিল ভারতকে ৷ অন্যদিকে শেষবার 2018 সালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান ৷ সেই ম্যাচে মিতালি রাজের ব্যাটে ভর করে ‘পাক বধ’ করেছিল ভারত ৷
এই প্রতিবেদন লেখা পর্যন্ত 24.1 ওভারে 3 উইকেট হারিয়ে ভারতের স্কোর 98 রান ৷ ম্যাচের শুরুতেই শেফালি বর্মার উইকেট হারায় ভারত ৷ 75 বলে 52 রানের ইনিংস খেলে আউট হন স্মৃতি মান্ধানা ৷ 57 বলে 40 রান দীপ্তি শর্মার ৷ ক্রিজে রয়েছেন অধিনায়ক মিতালি রাজ এবং হরমনপ্রীত কৌর ৷
আরও পড়ুন : Wriddhiman Saha controversy : হুমকি দেওয়া সাংবাদিকের নাম বিসিসিআইয়ের গড়া কমিটিকে জানালেন ঋদ্ধি
ভারতের একাদশ : শেফালি বর্মা, স্মৃতি মান্ধানা, মিতালি রাজ (ক্যাপ্টেন), হরমনপ্রীত কৌর, রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, স্নেহ রানা, ঝুলন গোস্বামী, মেঘনা সিং, পূজা বস্ত্রকার, রাজেশ্বরী গায়কোয়াড়