ETV Bharat / sports

India vs England Final : ছোটদের বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনাল, টস হারল ভারত - অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ফাইনাল

অ্যান্টিগায় আজ ভারত-ইংল্যান্ড অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ফাইনাল ৷ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক টম প্রিস্ট ৷

India vs England Final
India vs England Final
author img

By

Published : Feb 5, 2022, 6:30 PM IST

Updated : Feb 5, 2022, 7:00 PM IST

অ্যান্টিগা, 5 ফেব্রুয়ারি : কাপ যুদ্ধের লড়াইয়ে দেশের ছোটরা ৷ আজ অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হাইভোল্ডেজ ফাইনাল ৷ ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড ৷ গতবার ফাইনালে পৌঁছেও কাপ ঘরে আনতে পারেননি প্রিয়ম গর্গ, যশস্বী জয়সওয়ালরা ৷ এবার দেশে কাপ ফিরিয়ে আনাই লক্ষ্য যশ ধুলের নেতৃত্বাধীন ভারতীয় দলের ৷ ইতিমধ্যেই টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক টম প্রেস্ট ৷

ফাইনালের যুদ্ধে পরিসংখ্যানে ইংল্যান্ডের থেকে অনেকটাই এগিয়ে ভারত ৷ শেষ চারবার অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে জুনিয়র টিম ইন্ডিয়া ৷ শেষ তিনবারের মধ্যে একবার চ্যাম্পিয়ন হলেও হেরেছে দু'বার ৷ 2020 সালে বাংলাদেশের কাছে তিন উইকেট হারে ভারত ৷ তার আগে অর্থাৎ 2018 সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে অনূর্ধ্ব 19 দল ৷ পরিসংখ্যান বলছে, 13বার অনূর্ধ্ব 19 বিশ্বকাপের মধ্যে সাতবার ফাইনালে উঠেছে মেন ইন ব্লু ৷ এর মধ্যে চারবার চ্যাম্পিয়ন হয়েছে জুনিয়র টিম ইন্ডিয়া ৷

সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত ৷ স্বাভাবিকভাবেই কাপ ফের ভারতে নিয়ে আসার স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছে ৷ ফাইনালের আগে বিরাট কোহলির পরামর্শ পেয়েছে দেশের ছোটরা ৷ বিরাট-মন্ত্রে উজ্জ্বীবিত যশ ধুল, কুশল তাম্বেদের দিকে তাকিয়ে পুরো দেশ ৷ 2019 সালের ওডিআই বিশ্বকাপের পর গতবছর টি-20 বিশ্বকাপের আসর থেকেও খালি হাতে ফিরেছেন বিরাট কোহলিরা ৷ বড়দের আক্ষেপ ছোটরা পূরণ করতে পারে কি না সেটাই দেখার ৷

আরও পড়ুন : Justin Langer Resigns : চুক্তির মেয়াদ নিয়ে অখুশি, অস্ট্রেলিয়ার কোচের পদে ইস্তফা ল্যাঙ্গারের

অন্যদিকে ইংল্যান্ডের অনূর্ধ্ব 19 ক্রিকেট 24 বছর পরে ফাইনালে ৷ অধিনায়ক টমাস প্রেস্ট বলছেন, তারা ভারতীয়দের সামলাতে তৈরি ৷ ইংল্যান্ডকে ফাইনালে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন কেভিন পিটারসেনের ভক্ত অধিনায়ক প্রেস্ট ৷ তাই তিন নম্বরে ব্যাট করতে নামা প্রেস্টের চওড়া ব্যাটে ভর দিয়ে জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ডও ।

ভারতের একাদশ : অঙ্গকৃষ রঘুবংশী, হারনুর সিং, শেখ রশিদ, যশ ধুল (অধিনায়ক), নিশান্ত সিধু, রাজবর্ধন হ্যাংগারগেকার, দীনেশ বানা (উইকেটকিপার), কুশাল তাম্বে, রাজ বাওয়া, ভিকি অসওয়াল এবং রবি কুমার ৷

অ্যান্টিগা, 5 ফেব্রুয়ারি : কাপ যুদ্ধের লড়াইয়ে দেশের ছোটরা ৷ আজ অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে হাইভোল্ডেজ ফাইনাল ৷ ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড ৷ গতবার ফাইনালে পৌঁছেও কাপ ঘরে আনতে পারেননি প্রিয়ম গর্গ, যশস্বী জয়সওয়ালরা ৷ এবার দেশে কাপ ফিরিয়ে আনাই লক্ষ্য যশ ধুলের নেতৃত্বাধীন ভারতীয় দলের ৷ ইতিমধ্যেই টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক টম প্রেস্ট ৷

ফাইনালের যুদ্ধে পরিসংখ্যানে ইংল্যান্ডের থেকে অনেকটাই এগিয়ে ভারত ৷ শেষ চারবার অনূর্ধ্ব 19 বিশ্বকাপের ফাইনালে জুনিয়র টিম ইন্ডিয়া ৷ শেষ তিনবারের মধ্যে একবার চ্যাম্পিয়ন হলেও হেরেছে দু'বার ৷ 2020 সালে বাংলাদেশের কাছে তিন উইকেট হারে ভারত ৷ তার আগে অর্থাৎ 2018 সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে অনূর্ধ্ব 19 দল ৷ পরিসংখ্যান বলছে, 13বার অনূর্ধ্ব 19 বিশ্বকাপের মধ্যে সাতবার ফাইনালে উঠেছে মেন ইন ব্লু ৷ এর মধ্যে চারবার চ্যাম্পিয়ন হয়েছে জুনিয়র টিম ইন্ডিয়া ৷

সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত ৷ স্বাভাবিকভাবেই কাপ ফের ভারতে নিয়ে আসার স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছে ৷ ফাইনালের আগে বিরাট কোহলির পরামর্শ পেয়েছে দেশের ছোটরা ৷ বিরাট-মন্ত্রে উজ্জ্বীবিত যশ ধুল, কুশল তাম্বেদের দিকে তাকিয়ে পুরো দেশ ৷ 2019 সালের ওডিআই বিশ্বকাপের পর গতবছর টি-20 বিশ্বকাপের আসর থেকেও খালি হাতে ফিরেছেন বিরাট কোহলিরা ৷ বড়দের আক্ষেপ ছোটরা পূরণ করতে পারে কি না সেটাই দেখার ৷

আরও পড়ুন : Justin Langer Resigns : চুক্তির মেয়াদ নিয়ে অখুশি, অস্ট্রেলিয়ার কোচের পদে ইস্তফা ল্যাঙ্গারের

অন্যদিকে ইংল্যান্ডের অনূর্ধ্ব 19 ক্রিকেট 24 বছর পরে ফাইনালে ৷ অধিনায়ক টমাস প্রেস্ট বলছেন, তারা ভারতীয়দের সামলাতে তৈরি ৷ ইংল্যান্ডকে ফাইনালে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছেন কেভিন পিটারসেনের ভক্ত অধিনায়ক প্রেস্ট ৷ তাই তিন নম্বরে ব্যাট করতে নামা প্রেস্টের চওড়া ব্যাটে ভর দিয়ে জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ডও ।

ভারতের একাদশ : অঙ্গকৃষ রঘুবংশী, হারনুর সিং, শেখ রশিদ, যশ ধুল (অধিনায়ক), নিশান্ত সিধু, রাজবর্ধন হ্যাংগারগেকার, দীনেশ বানা (উইকেটকিপার), কুশাল তাম্বে, রাজ বাওয়া, ভিকি অসওয়াল এবং রবি কুমার ৷

Last Updated : Feb 5, 2022, 7:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.