দুবাই, 6 জুলাই: কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ে যাচ্ছেন বিরাট কোহলি ৷ যার প্রভাব এ বার আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়েও ৷ 6 বছর পর আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) দশের নিচে নেমে গেলেন এক সময়ে বিশ্বের 1 নম্বর ব্যাটার ৷ এজবাস্টন টেস্টও ব্যর্থ হওয়ার পর 13 নম্বরে নেমে গেলেন কোহলি (Virat Kohli Drops Out of Top Ten in Test After Six Years) ৷
অন্যদিকে, কেরিয়ারের সেরা টেস্ট ব়্যাঙ্কিংয়ে উঠে এলেন ঋষভ পন্থ ৷ এজবাস্টন টেস্টে শতরান ও অর্ধ-শতরান করার সুবাদে তিনি আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে 5 নম্বরে উঠে এসেছেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটার ৷
এজবাস্টন টেস্টে দু’টি ইনিংসে 11 এবং 20 রান করেন বিরাট কোহলি ৷ তবে, ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্ট ম্যাচ নয়, বিরাটের ব্যাটে খরা বেশ দীর্ঘ ৷ 2019 সালে ইডেনে খেলা ভারতের প্রথম পিঙ্ক বল টেস্টে শেষ শতরান করেছিলেন তিনি ৷ যার পর একাধিক অর্ধ-শতরান করলেও, তিন অংকের ইনিংস বিরাটের ব্যাট থেকে আসেনি ৷ এমনকি বিদেশের মাঠে অধিকাংশ ইনিংসে সেট হয়েও আউট হয়ে গিয়েছেন ৷ দীর্ঘ আড়াই বছরের বেশি টেস্টে বড় ইনিংস না-থাকার ফল এ বার ভুগতে হল আধুনিক ক্রিকেটের গ্রেট ব্যাটারকে ৷
আরও পড়ুন: একাদশে অশ্বিন নেই কেন, এজবাস্টনে করুণ আত্মসমর্পণের পর কারণ দর্শালেন দ্রাবিড়
ঠিক উলটো গাঁথা ভারতীয় ক্রিকেটের আরেক তরুণ তুর্কীর ৷ উইকেট-কিপার ব্যাটার পন্থ ৷ টেস্টেও তাঁর আগ্রাসী ক্রিকেটে খেলার সমালোচনা হলেও, আক্রমণাত্মক ব্যাটিংয়ে বিশ্বাস রেখে ইংল্যান্ডের বিরুদ্ধে 111 বলে 146 রান করেছেন ঋষভ ৷ দ্বিতীয় ইনিংসেও 57 রানের ইনিংস খেলেন তিনি ৷ ব্যাট হাতে রান পাওয়ার উপহারও পেলেন তিনি ৷ টেস্ট কেরিয়ারে সেরা ব্যাটিং ব়্যাঙ্কিংয়ে উঠে এসেছেন পন্থ ৷ তিনি এই মুহূর্তে টেস্ট ব়্যাঙ্কিংয়ে 5 নম্বরে রয়েছেন ৷ তিনি 6 ধাপ উঠে এসেছেন ৷ দুর্দান্ত ফর্মে থাকার সুবাদে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে উঠে এসেছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ৷