ETV Bharat / sports

ICC Test Rankings: 6 বছর পর টেস্ট ব়্যাঙ্কিংয়ে 'বিরাট' পতন, কেরিয়ারের সেরা 5 নম্বরে পন্থ

বুধাবার আইসিসি ক্রিকেটারদের টেস্ট ব়্যাঙ্কিং (ICC Test Rankings) প্রকাশ করেছে ৷ যেখানে টেস্ট ক্রিকেটে বহু বছর পর 10 এর নিচে নেমে গেলেন বিরাট কোহলি (Virat Kohli Drops Out of Top Ten in Test After Six Years) ৷ অন্যদিকে, টেস্ট কেরিয়ারের সেরা ব্যাটিং ব়্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ঋষভ পন্থ ৷

ICC Test Rankings Virat Kohli Drops Out of Top Ten in Test After Six Years
ICC Test Rankings Virat Kohli Drops Out of Top Ten in Test After Six Years
author img

By

Published : Jul 6, 2022, 6:07 PM IST

দুবাই, 6 জুলাই: কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ে যাচ্ছেন বিরাট কোহলি ৷ যার প্রভাব এ বার আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়েও ৷ 6 বছর পর আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) দশের নিচে নেমে গেলেন এক সময়ে বিশ্বের 1 নম্বর ব্যাটার ৷ এজবাস্টন টেস্টও ব্যর্থ হওয়ার পর 13 নম্বরে নেমে গেলেন কোহলি (Virat Kohli Drops Out of Top Ten in Test After Six Years) ৷

অন্যদিকে, কেরিয়ারের সেরা টেস্ট ব়্যাঙ্কিংয়ে উঠে এলেন ঋষভ পন্থ ৷ এজবাস্টন টেস্টে শতরান ও অর্ধ-শতরান করার সুবাদে তিনি আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে 5 নম্বরে উঠে এসেছেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটার ৷

এজবাস্টন টেস্টে দু’টি ইনিংসে 11 এবং 20 রান করেন বিরাট কোহলি ৷ তবে, ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্ট ম্যাচ নয়, বিরাটের ব্যাটে খরা বেশ দীর্ঘ ৷ 2019 সালে ইডেনে খেলা ভারতের প্রথম পিঙ্ক বল টেস্টে শেষ শতরান করেছিলেন তিনি ৷ যার পর একাধিক অর্ধ-শতরান করলেও, তিন অংকের ইনিংস বিরাটের ব্যাট থেকে আসেনি ৷ এমনকি বিদেশের মাঠে অধিকাংশ ইনিংসে সেট হয়েও আউট হয়ে গিয়েছেন ৷ দীর্ঘ আড়াই বছরের বেশি টেস্টে বড় ইনিংস না-থাকার ফল এ বার ভুগতে হল আধুনিক ক্রিকেটের গ্রেট ব্যাটারকে ৷

আরও পড়ুন: একাদশে অশ্বিন নেই কেন, এজবাস্টনে করুণ আত্মসমর্পণের পর কারণ দর্শালেন দ্রাবিড়

ঠিক উলটো গাঁথা ভারতীয় ক্রিকেটের আরেক তরুণ তুর্কীর ৷ উইকেট-কিপার ব্যাটার পন্থ ৷ টেস্টেও তাঁর আগ্রাসী ক্রিকেটে খেলার সমালোচনা হলেও, আক্রমণাত্মক ব্যাটিংয়ে বিশ্বাস রেখে ইংল্যান্ডের বিরুদ্ধে 111 বলে 146 রান করেছেন ঋষভ ৷ দ্বিতীয় ইনিংসেও 57 রানের ইনিংস খেলেন তিনি ৷ ব্যাট হাতে রান পাওয়ার উপহারও পেলেন তিনি ৷ টেস্ট কেরিয়ারে সেরা ব্যাটিং ব়্যাঙ্কিংয়ে উঠে এসেছেন পন্থ ৷ তিনি এই মুহূর্তে টেস্ট ব়্যাঙ্কিংয়ে 5 নম্বরে রয়েছেন ৷ তিনি 6 ধাপ উঠে এসেছেন ৷ দুর্দান্ত ফর্মে থাকার সুবাদে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে উঠে এসেছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ৷

দুবাই, 6 জুলাই: কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ে যাচ্ছেন বিরাট কোহলি ৷ যার প্রভাব এ বার আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়েও ৷ 6 বছর পর আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে (ICC Test Rankings) দশের নিচে নেমে গেলেন এক সময়ে বিশ্বের 1 নম্বর ব্যাটার ৷ এজবাস্টন টেস্টও ব্যর্থ হওয়ার পর 13 নম্বরে নেমে গেলেন কোহলি (Virat Kohli Drops Out of Top Ten in Test After Six Years) ৷

অন্যদিকে, কেরিয়ারের সেরা টেস্ট ব়্যাঙ্কিংয়ে উঠে এলেন ঋষভ পন্থ ৷ এজবাস্টন টেস্টে শতরান ও অর্ধ-শতরান করার সুবাদে তিনি আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে 5 নম্বরে উঠে এসেছেন টিম ইন্ডিয়ার উইকেটকিপার ব্যাটার ৷

এজবাস্টন টেস্টে দু’টি ইনিংসে 11 এবং 20 রান করেন বিরাট কোহলি ৷ তবে, ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্ট ম্যাচ নয়, বিরাটের ব্যাটে খরা বেশ দীর্ঘ ৷ 2019 সালে ইডেনে খেলা ভারতের প্রথম পিঙ্ক বল টেস্টে শেষ শতরান করেছিলেন তিনি ৷ যার পর একাধিক অর্ধ-শতরান করলেও, তিন অংকের ইনিংস বিরাটের ব্যাট থেকে আসেনি ৷ এমনকি বিদেশের মাঠে অধিকাংশ ইনিংসে সেট হয়েও আউট হয়ে গিয়েছেন ৷ দীর্ঘ আড়াই বছরের বেশি টেস্টে বড় ইনিংস না-থাকার ফল এ বার ভুগতে হল আধুনিক ক্রিকেটের গ্রেট ব্যাটারকে ৷

আরও পড়ুন: একাদশে অশ্বিন নেই কেন, এজবাস্টনে করুণ আত্মসমর্পণের পর কারণ দর্শালেন দ্রাবিড়

ঠিক উলটো গাঁথা ভারতীয় ক্রিকেটের আরেক তরুণ তুর্কীর ৷ উইকেট-কিপার ব্যাটার পন্থ ৷ টেস্টেও তাঁর আগ্রাসী ক্রিকেটে খেলার সমালোচনা হলেও, আক্রমণাত্মক ব্যাটিংয়ে বিশ্বাস রেখে ইংল্যান্ডের বিরুদ্ধে 111 বলে 146 রান করেছেন ঋষভ ৷ দ্বিতীয় ইনিংসেও 57 রানের ইনিংস খেলেন তিনি ৷ ব্যাট হাতে রান পাওয়ার উপহারও পেলেন তিনি ৷ টেস্ট কেরিয়ারে সেরা ব্যাটিং ব়্যাঙ্কিংয়ে উঠে এসেছেন পন্থ ৷ তিনি এই মুহূর্তে টেস্ট ব়্যাঙ্কিংয়ে 5 নম্বরে রয়েছেন ৷ তিনি 6 ধাপ উঠে এসেছেন ৷ দুর্দান্ত ফর্মে থাকার সুবাদে আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে প্রথম দশে উঠে এসেছেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.