দুবাই, 16 জুলাই : জমে যাবে কুড়ি-বিশের বিশ্বকাপের লড়াই ৷ যখন গ্রুপ পর্বে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত ও পাকিস্তান ৷ আজ টি-20 বিশ্বকাপের গ্রুপ বিন্যাস ঘোষণা করেছে আইসিসি ৷ একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান ৷ শেষবার ইংল্যান্ডে 2019 ওয়ানডে বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুটি দেশ ৷ দু'বছর পর আইসিসি ইভেন্টে ফের মুখোমুখি হতে চলেছে যুযুধান দুই দল ৷
2021 সালের 20 মার্চের ক্রমতালিকা অনুযায়ী টিমের গ্রুপ বেছে নেওয়া হয়েছে ৷ গ্রুপ ওয়ানে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ় ৷ ক্যারিবিয়ানদের সঙ্গে একই গ্রুপে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ৷ পরে রাউন্ড ওয়ানের যোগ্যতা অর্জনকারী দুটি দল তাদের সঙ্গে যোগ দেবে ৷ গ্রুপ 2-তে রয়েছে ভারত ও পাকিস্তান ৷ সঙ্গে নিউজ়িল্যান্ড, আফগানিস্তান এবং প্রথম রাউন্ডের যোগ্যতা অর্জনকারী দুটি দল ৷ প্রথম রাউন্ডে আটটি দল বিশ্বকাপের মূলপর্বে ওঠার জন্য লড়বে ৷ তাদের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ ৷
আরও পড়ুন : Tokyo Olympics : মালেশ্বরীর ইতিহাস ফেরানোর টার্গেট নিয়ে টোকিয়ো গেলেন চানু
-
All you need to know right here 👉 https://t.co/lQK0sX5xv5#T20WorldCup https://t.co/fJnbCJdHDD
— ICC (@ICC) July 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">All you need to know right here 👉 https://t.co/lQK0sX5xv5#T20WorldCup https://t.co/fJnbCJdHDD
— ICC (@ICC) July 16, 2021All you need to know right here 👉 https://t.co/lQK0sX5xv5#T20WorldCup https://t.co/fJnbCJdHDD
— ICC (@ICC) July 16, 2021
গ্রুপ এ-তে শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া ৷ গ্রুপ বি-তে বাংলাদেশের মুখোমুখি হবে ওমান, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউ গিনি ৷ আইসিসি-র চিফ এক্সিকিউটিভ জিওফ অ্যালারডিস বলেছেন, "নিঃসন্দেহে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের লড়াই দেখা যাবে ৷" বিসিসিআই সচিব জয় শাহের কথায়, "গ্রুপ বিন্যাস ঘোষণার সঙ্গে সঙ্গে আইসিসি টি-20 বিশ্বকাপের কাউন্ট ডাউন শুরু হয়ে গেল ৷ দুটি গ্রুপেই দারুণ দারুণ দল রয়েছে ৷ ক্ষুদ্রতম ফরম্যাটের এই বিশ্বকাপে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে ৷ আমি নিশ্চিত বেশ কয়েকটি উত্তেজনাপূর্ণ ম্যাচের সাক্ষী হতে পারব ৷"