ETV Bharat / sports

World T-20 I : টি-20 আয়োজন নিয়ে ভারতীয় বোর্ডের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আইসিসি - টি-20 আয়োজন নিয়ে ভারতীয় বোর্ডের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আইসিসি

প্রসঙ্গত ভারতে আইপিএল 2021-র খেলা স্থগিত রাখতে হয় ৷ কারণ দিল্লি ও আমেদাবাদের বায়োবাবলে ক্রিকেটাররা সংক্রমিত হন ৷ তারপর বিসিসিআই ঘোষণা করে টুর্নামেন্টের বাকি অংশ আরব আমিরশাহিতে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে হবে ৷

আইসিসি
আইসিসি
author img

By

Published : Jun 15, 2021, 10:16 AM IST

নয়াদিল্লি, 15 জুন : টি-20 বিশ্বকাপ 2021 নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (Board of Control for Cricket in India ) ফাইনাল সিদ্ধান্তের দিকে তাকিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷ সোমবার একথা জানান আইসিসির (International Cricket Council) অন্তবর্তী সিইও জিওফ অ্যালারডাইস ৷ তিনি বলেন, ‘‘করোনা প্যানডেমিকের কারণে ভারতে ট্রাভেল ব্যান পরিস্থিতি বিশ্বকাপ আয়োজনে আরও জটিলতা তৈরি করেছে ৷’’

টি-20 বিশ্বকাপ 2021-র আয়োজক ভারত ৷ চলতি বছরের অক্টোবর ও নভেম্বর মাসে এই বিশ্বকাপ হওয়ার কথা ৷ তবে ভারতজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ হানা দিয়েছে ৷ এই পরিস্থিতিতে টি-20 বিশ্বকাপ আয়োজন করা যথেষ্ট ঝুঁকি সাপেক্ষ ৷ তাই বার্ষিক সভার পর ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার জন্য 28 জুন পর্যন্ত সময় নিয়েছে বিসিসিআই ৷ পরিবর্তে ব্যাকআপ হিসেবে উঠে আসছে আরব আমিরশাহি ও ওমানের নাম ৷

প্রসঙ্গত ভারতে আইপিএল 2021-র খেলা স্থগিত রাখতে হয় ৷ কারণ দিল্লি ও আমেদাবাদের বায়োবাবলে ক্রিকেটাররা সংক্রমিত হন ৷ তারপর বিসিসিআই ঘোষণা করে টুর্নামেন্টের বাকি অংশ আরব আমিরশাহিতে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে হবে ৷

আরও পড়ুন : EURO 2020: সুযোগ মিসের খেসারত, সুইডেনের বিরুদ্ধে গোল শূন্য ড্র স্পেনের

সংবাদ সংস্থা পিটিআই, জিওফ অ্যালারডাইসকে উদ্ধৃত করে বলেছে, পরিকল্পনা করার দিক থেকে আমাদের নিশ্চয়তা চাই ৷ কিন্তু যেটা বর্তমানে জটিলতা আরও বাড়াচ্ছে সেটা হল কোভিড-19 সম্বন্ধীয় বিধিনিষেধ ৷ এখন অন্যদেশে প্রবেশ-সহ হোটেল ও অনান্য বিধিনিষেধ আছে ৷ তবে যাই সিদ্ধান্ত নেওয়া হোক সেটা আইসিসি বোর্ডে নেবে, যার প্রতিনিধি সমস্ত সদস্য দেশ ৷

নয়াদিল্লি, 15 জুন : টি-20 বিশ্বকাপ 2021 নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (Board of Control for Cricket in India ) ফাইনাল সিদ্ধান্তের দিকে তাকিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷ সোমবার একথা জানান আইসিসির (International Cricket Council) অন্তবর্তী সিইও জিওফ অ্যালারডাইস ৷ তিনি বলেন, ‘‘করোনা প্যানডেমিকের কারণে ভারতে ট্রাভেল ব্যান পরিস্থিতি বিশ্বকাপ আয়োজনে আরও জটিলতা তৈরি করেছে ৷’’

টি-20 বিশ্বকাপ 2021-র আয়োজক ভারত ৷ চলতি বছরের অক্টোবর ও নভেম্বর মাসে এই বিশ্বকাপ হওয়ার কথা ৷ তবে ভারতজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ হানা দিয়েছে ৷ এই পরিস্থিতিতে টি-20 বিশ্বকাপ আয়োজন করা যথেষ্ট ঝুঁকি সাপেক্ষ ৷ তাই বার্ষিক সভার পর ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার জন্য 28 জুন পর্যন্ত সময় নিয়েছে বিসিসিআই ৷ পরিবর্তে ব্যাকআপ হিসেবে উঠে আসছে আরব আমিরশাহি ও ওমানের নাম ৷

প্রসঙ্গত ভারতে আইপিএল 2021-র খেলা স্থগিত রাখতে হয় ৷ কারণ দিল্লি ও আমেদাবাদের বায়োবাবলে ক্রিকেটাররা সংক্রমিত হন ৷ তারপর বিসিসিআই ঘোষণা করে টুর্নামেন্টের বাকি অংশ আরব আমিরশাহিতে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে হবে ৷

আরও পড়ুন : EURO 2020: সুযোগ মিসের খেসারত, সুইডেনের বিরুদ্ধে গোল শূন্য ড্র স্পেনের

সংবাদ সংস্থা পিটিআই, জিওফ অ্যালারডাইসকে উদ্ধৃত করে বলেছে, পরিকল্পনা করার দিক থেকে আমাদের নিশ্চয়তা চাই ৷ কিন্তু যেটা বর্তমানে জটিলতা আরও বাড়াচ্ছে সেটা হল কোভিড-19 সম্বন্ধীয় বিধিনিষেধ ৷ এখন অন্যদেশে প্রবেশ-সহ হোটেল ও অনান্য বিধিনিষেধ আছে ৷ তবে যাই সিদ্ধান্ত নেওয়া হোক সেটা আইসিসি বোর্ডে নেবে, যার প্রতিনিধি সমস্ত সদস্য দেশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.