দুবাই, 4 অক্টোবর : করোনা প্যানডেমিকের মধ্যে সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানে সবচেয়ে বড় ইভেন্ট আয়োজিত হতে চলেছে ৷ আইপিএলের পর 17 অক্টোবর থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপ ৷ স্টেডিয়ামে দর্শকদের উপস্থিতিতে বিশ্বকাপ জয়ের লড়াইয়ে নামবে ভারত, পাকিস্তান-সহ বাকি দেশগুলি ৷
মাঠে বসে প্রিয় দলের জন্য গলা ফাটানোর সুযোগ কেড়ে নিয়েছে করোনা ৷ ফাঁকা স্টেডিয়ামে ম্যাচ খেলা গা সওয়া হয়ে গিয়েছে ক্রিকেটারদের ৷ তবে বিদেশে মাটিতে করোনাবিধি মেনে স্বল্প সংখ্যক দর্শক প্রবেশে অনুমতি দেওয়া হয়েছে ৷ করোনা সংক্রমণের দিক থেকে বাকি দেশগুলির চেয়ে অনেকটাই নিরাপদ সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান ৷ তাই টি-20 বিশ্বকাপে 70 শতাংশ দর্শক প্রবেশের সিদ্ধান্ত নিল আইসিসি ৷ সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত হতে চলা টি-20 বিশ্বকাপের আয়োজক বিসিসিআই ৷
আইসিসি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীর সবকটি ভেনুতেই কমপক্ষে 70 শতাংশ দর্শক থাকবে ৷ এই বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বিবৃতি দিয়ে জানিয়েছে, "মাঠে দর্শক প্রবেশের সংখ্যা নিয়ে বিসিসিআই ও আইসিসি মিলে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করেছে ৷ আলোচনার পর আমরা দর্শক সংখ্যা নিয়ে সিদ্ধান্ত নিয়েছি ৷ এরই সঙ্গে প্রতিটি স্টেডিয়ামে কড়া করোনাবিধি পালন করা হবে ৷"
টিকিট বিক্রি শুরু
টি-20 বিশ্বকাপের জন্য ইতিমধ্যেই টিকিট বিক্রি শুরু হয়ে গিয়েছে ৷ রবিবার থেকে অনলাইনে শুরু হয়েছে টিকিট বিক্রি ৷ আবু ধাবি স্টেডিয়ামে সোশ্যাল ডিসট্যান্সিং পডস তৈরি করা হয়েছে ৷ একটি পডে চারজন দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে ৷ এছাড়া ওমান ক্রিকেট অ্যাকাডেমিতে অস্থায়ী গ্যালারি তৈরি করা হয়েছে ৷ যেখানে তিনহাজার দর্শক বসে খেলা দেখতে পারবেন ৷
আগামী 17 অক্টোবর থেকে 14 নভেম্বর পর্যন্ত টি-20 বিশ্বকাপ খেলা হবে ৷ 12টি চূড়ান্ত দলকে নিয়ে দু’টি গ্রুপ তৈরি করেছে আইসিসি ৷ যেখানে ভারত ও পাকিস্তান 2নং গ্রুপে রয়েছে ৷ আর তার পর থেকেই গ্রুপ পর্যায়ে এই দুই দেশের ম্যাচ সবার আকর্ষণের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে ৷ প্রসঙ্গত, মার্চ 2021’র টি-20 ব়্যাঙ্কিংয়ের উপর নির্ভর করে এই গ্রুপ তৈরি করা হয়েছে ৷ যেখানে গত টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা গ্রুপ ওয়ানে রয়েছে ৷
আরও পড়ুন : Bengal scorer in T20 WC : বনগাঁর মাঠ থেকে টি-20 বিশ্বকাপ ! আমিরশাহী যাচ্ছেন বাংলার স্কোরার তনয়
অন্যদিকে, গ্রুপ-2’তে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং আফগানিস্তান রয়েছে ৷ সেখানেও রাউন্ড ওয়ান থেকে 2 টি দল গ্রুপ-2’তে মূলপর্বে প্রবেশ করবে ৷ প্রসঙ্গত, রাউন্ড ওয়ানে মোট আটটি দল প্রতিযোগিতা করবে ৷ যেখানে শ্রীলঙ্কা এবং বাংলাদেশও অংশ নিয়েছে ৷ তবে, এই দু’টি দেশ 2019 টি-20 বিশ্বকাপ কোয়ালিফায়ার খেলে ইতিমধ্যে মূলপর্বে পৌঁছে গিয়েছে ৷ তবে, বাকি দলগুলিকে মূলপর্বে আসতে হলে রাউন্ড ওয়ানের দু’টি গ্রুপের প্রথম দু’য়ের মধ্যে থাকতে হবে ৷ যেখানে রাউন্ড ওয়ান পর্বের গ্রুপ এ-তে রয়েছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নামিবিয়া এবং শ্রীলঙ্কা ৷ অন্যদিকে, গ্রুপ বি-তে রয়েছে ওমান, পাপুয়া নিউগিনি, স্কটল্যান্ড এবং বাংলাদেশ ৷
পাকিস্তানের পর 31 অক্টোবর দুবাইয়ে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত ৷ এরপর ভারতীয় দল আবু ধাবি যাবে ৷ সেখানে আফগানিস্তানের বিরুদ্ধে 3 নভেম্বর মুখোমুখি হবে বিরাট অ্যান্ড কোং ৷ সুপার 12-এর সবকটি ম্যাচ দুবাই এবং আবুধাবিতে খেলবে ভারত ৷ 17 অক্টোবর টুর্নামেন্ট শুরু হবে প্রথম রাউন্ডে গ্রুপ বি-তে থাকা ওমান ও পাপুয়া নিউ গিনির ম্যাচ দিয়ে ৷ সেদিনই স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ৷
আরও পড়ুন : T-20 World Cup: কোহলিদের হারাবেন বাবররা, আত্মবিশ্বাসী ওয়াকার