ETV Bharat / sports

নামে বিভ্রান্তি ! আইসিসি-র নিষেধাজ্ঞার মুখে সনৎ - আইসিসি-র নিষেধাজ্ঞার মুখে সনৎ

আইসিসির দুর্নীতি বিরোধী আইন ভাঙার অপরাধে শ্রীলঙ্কার প্রাক্তন পারফরম্যান্স অ্যানালিস্ট সনৎ জয়সুন্দরাকে সাত বছরের নির্বাসন দিয়েছে আইসিসি ৷

jaysurya
jaysurya
author img

By

Published : Jul 6, 2021, 4:37 PM IST

দুবাই, 6 জুলাই : দেশের ক্রীড়ামন্ত্রীকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ ৷ আইসিসির দুর্নীতি বিরোধী আইন ভাঙার অপরাধে শ্রীলঙ্কার প্রাক্তন পারফরম্যান্স অ্যানালিস্ট সনৎ জয়সুন্দরাকে সাত বছরের নির্বাসন দিয়েছে আইসিসি ৷ নামের সাদৃশ্য থাকায় অনেকেই ভেবে বসল নিষেধাজ্ঞার মুখে পড়া ব্যক্তিটি দ্বীপরাষ্ট্রের প্রাক্তন অধিনায়ক সনৎ জয়সূর্য ৷ এমনিতেই ব্যক্তিগত কারণে গত একমাস ধরে বিতর্কের মধ্যে রয়েছেন জয়সূর্য ৷ তার মধ্য়ে নামের বিভ্রান্তিতে হইচই পড়ে যায় ৷

অভিযোগ, 2019 সালে শ্রীলঙ্কা এ সফরের দল নির্বাচন নিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন পারফরম্যান্স অ্যানালিস্ট সনৎ জয়সুন্দরা ৷ তিনি নাকি তৎকালীন ক্রীড়ামন্ত্রী হরিন ফার্নান্দোকে ঘুষ দেওয়ার চেষ্টাও করেন ৷ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট ৷ তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় গতকালই জয়সুন্দরাকে 7 বছরের নির্বাসন দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷

এই বিষয়ে আইসিসি জানিয়েছে, "জয়সুন্দরা তার দেশের ক্রীড়ামন্ত্রীকে ঘুষ দিতে গিয়েছিলেন ৷ খুব হতাশাজনক ঘটনা এটা ৷ ক্রিকেটে কোনওরকম দুর্নীতি আমরা মেনে নেব না ৷ যারা ভুল পথ অনুসরণ করছে তাদের কাছে এই শাস্তি উদাহরণ হয়ে থাকবে ৷" তবে এই শাস্তির সময়টা 2019 সাল থেকে ধরা হবে ৷ তদন্ত শুরুর সময় থেকেই জয়সুন্দরা সাসপেন্ড ছিলেন ৷

আরও পড়ুন : হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে ফিরলেন আজহার

আর এসবের মধ্য়ে শিরোনামে উঠে এসেছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সনৎ জয়সূর্য ৷ সদ্য নির্বাসিত সনৎ জয়সুন্দরার সঙ্গে তাঁর নামের সাদৃশ্য থাকায় ভুল বোঝেন নেটিজেনরা ৷ এমনিতেই বিভিন্ন কারণে বিতর্কের মধ্যে থাকেন জয়সূর্য ৷ দুর্নীতিতে সরাসরি যুক্তি না থাকলেও তদন্তে সাহায্য না করার অপরাধে বছর দুয়েক আগে জয়সূর্যকে নির্বাসন দিয়েছিল আইসিসি ৷ গতমাসে তাঁর নির্বাসনের মেয়াদ শেষ হয়েছে ৷ শাস্তি শেষে কোচ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন শ্রীলঙ্কার এই প্রাক্তন অলরাউন্ডার ৷ তার আগেই এই বিপত্তি ৷

তবে মাস খানেক ধরে ব্যক্তিগত কারণে বিতর্কের মধ্যে রয়েছেন জয়সূর্য ৷ 2017 সালে জয়সূর্যর তখনকার বান্ধবীর একটি সেক্স টেপ লিক হয় ৷ অভিযোগ, এর পিছনে জয়সূর্যর হাত রয়েছে ৷ বান্ধবীর উপর বদলা নিতেই নাকি এ-ধরনের কাজ করেছেন তিনি ৷

দুবাই, 6 জুলাই : দেশের ক্রীড়ামন্ত্রীকে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগ ৷ আইসিসির দুর্নীতি বিরোধী আইন ভাঙার অপরাধে শ্রীলঙ্কার প্রাক্তন পারফরম্যান্স অ্যানালিস্ট সনৎ জয়সুন্দরাকে সাত বছরের নির্বাসন দিয়েছে আইসিসি ৷ নামের সাদৃশ্য থাকায় অনেকেই ভেবে বসল নিষেধাজ্ঞার মুখে পড়া ব্যক্তিটি দ্বীপরাষ্ট্রের প্রাক্তন অধিনায়ক সনৎ জয়সূর্য ৷ এমনিতেই ব্যক্তিগত কারণে গত একমাস ধরে বিতর্কের মধ্যে রয়েছেন জয়সূর্য ৷ তার মধ্য়ে নামের বিভ্রান্তিতে হইচই পড়ে যায় ৷

অভিযোগ, 2019 সালে শ্রীলঙ্কা এ সফরের দল নির্বাচন নিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন পারফরম্যান্স অ্যানালিস্ট সনৎ জয়সুন্দরা ৷ তিনি নাকি তৎকালীন ক্রীড়ামন্ত্রী হরিন ফার্নান্দোকে ঘুষ দেওয়ার চেষ্টাও করেন ৷ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট ৷ তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় গতকালই জয়সুন্দরাকে 7 বছরের নির্বাসন দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ৷

এই বিষয়ে আইসিসি জানিয়েছে, "জয়সুন্দরা তার দেশের ক্রীড়ামন্ত্রীকে ঘুষ দিতে গিয়েছিলেন ৷ খুব হতাশাজনক ঘটনা এটা ৷ ক্রিকেটে কোনওরকম দুর্নীতি আমরা মেনে নেব না ৷ যারা ভুল পথ অনুসরণ করছে তাদের কাছে এই শাস্তি উদাহরণ হয়ে থাকবে ৷" তবে এই শাস্তির সময়টা 2019 সাল থেকে ধরা হবে ৷ তদন্ত শুরুর সময় থেকেই জয়সুন্দরা সাসপেন্ড ছিলেন ৷

আরও পড়ুন : হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি পদে ফিরলেন আজহার

আর এসবের মধ্য়ে শিরোনামে উঠে এসেছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সনৎ জয়সূর্য ৷ সদ্য নির্বাসিত সনৎ জয়সুন্দরার সঙ্গে তাঁর নামের সাদৃশ্য থাকায় ভুল বোঝেন নেটিজেনরা ৷ এমনিতেই বিভিন্ন কারণে বিতর্কের মধ্যে থাকেন জয়সূর্য ৷ দুর্নীতিতে সরাসরি যুক্তি না থাকলেও তদন্তে সাহায্য না করার অপরাধে বছর দুয়েক আগে জয়সূর্যকে নির্বাসন দিয়েছিল আইসিসি ৷ গতমাসে তাঁর নির্বাসনের মেয়াদ শেষ হয়েছে ৷ শাস্তি শেষে কোচ হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন শ্রীলঙ্কার এই প্রাক্তন অলরাউন্ডার ৷ তার আগেই এই বিপত্তি ৷

তবে মাস খানেক ধরে ব্যক্তিগত কারণে বিতর্কের মধ্যে রয়েছেন জয়সূর্য ৷ 2017 সালে জয়সূর্যর তখনকার বান্ধবীর একটি সেক্স টেপ লিক হয় ৷ অভিযোগ, এর পিছনে জয়সূর্যর হাত রয়েছে ৷ বান্ধবীর উপর বদলা নিতেই নাকি এ-ধরনের কাজ করেছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.