ETV Bharat / sports

জান বাজি রেখে লড়ব, মন্ত্রীর কুর্শিতে বসে বার্তা মনোজের - মন্ত্রীর কুর্শিতে বসে বার্তা মনোজের

ক্রিকেট ব্যক্তিত্ব হিসেবে মানুষের ভালবাসা পেয়েছেন ৷ বাংলার এই তারকা ডানহাতি ব্যাটসম্যান এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের 43 জনের মন্ত্রিসভার একজন ৷

Manoj Tiwary
Manoj Tiwary
author img

By

Published : May 12, 2021, 10:11 PM IST

কলকাতা, 12 মে : রাজনৈতিক কেরিয়ারে স্বপ্নের অভিষেক ৷ রাজনীতিতে পা দিয়েই নেমেছিলেন ভোটের লড়াইয়ে ৷ এরপর বিপুল ভোটে জয়ী হয়ে শিবপুরের বিধায়ক এবং পরে মন্ত্রিত্ব ৷ বিগত দুটি মাস মনোজ তিওয়ারির জীবনের অন্যতম সেরা সময় ৷ মানুষের ভালবাসায় আপ্লুত মনোজ মন্ত্রীর আসনে বসেই আম জনতাকে আশ্বাস দিয়েছেন ৷ বলছেন, সাধারণ মানুষের জন্য জান প্রাণ লড়িয়ে দেবেন ৷

ক্রিকেট ব্যক্তিত্ব হিসেবে মানুষের ভালোবাসা পেয়েছেন ৷ বাংলার এই তারকা ডানহাতি ব্যাটসম্যান এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের 43 জনের মন্ত্রিসভার একজন ৷ আজ নতুন অফিসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কুর্শিতে বসে হাসিমুখের একটি ছবি টুইট করেছেন মনোজ ৷ লিখেছেন, "মাথা উঁচু করে, মা-মাটি-মানুষের আশীর্বাদ, ভালবাসাকে সঙ্গে নিয়ে শুরু নতুন পথ চলা ৷ শিবপুরের মানুষ, গোটা বাংলার মানুষের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ । আপনাদের জন্য জান বাজি রেখে লড়ব, কথা দিলাম ।" মনোজের মাথার পিছনে জ্বলজ্বল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ৷

  • মাথা উঁচু করে, মা-মাটি-মানুষের আশীর্ব্বাদ-ভালোবাসাকে সঙ্গে নিয়ে শুরু নতুন পথ চলা... 💚

    শিবপুরের মানুষ, গোটা বাংলার মানুষের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের জন্য জান বাজি রেখে লড়ব, কথা দিলাম। জয় বাংলা! pic.twitter.com/tLKN2hRfww

    — MANOJ TIWARY (@tiwarymanoj) May 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : নিঃশব্দে মানবসেবা, নার্সদের কুর্নিশ জানিয়ে টুইটারের ডিপি বদলালেন সচিন

পোস্টের তলায় কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ৷ প্রচুর মানুষ শুভেচ্ছা জানিয়েছন ৷ কেউ নিজের এলাকার সমস্যার কথা তুলে ধরে সমাধান চেয়েছেন ৷ অনেকে স্কুল পর্যায়ে শারীর শিক্ষা এবং খেলাধুলোকে জোর দেওয়ার আবেদন করেছেন ৷ মনোজের অনুরাগীরা বলছেন, আশা করব আপনি এই ইনিংসটাও দারুণভাবে খেলবেন ৷

কলকাতা, 12 মে : রাজনৈতিক কেরিয়ারে স্বপ্নের অভিষেক ৷ রাজনীতিতে পা দিয়েই নেমেছিলেন ভোটের লড়াইয়ে ৷ এরপর বিপুল ভোটে জয়ী হয়ে শিবপুরের বিধায়ক এবং পরে মন্ত্রিত্ব ৷ বিগত দুটি মাস মনোজ তিওয়ারির জীবনের অন্যতম সেরা সময় ৷ মানুষের ভালবাসায় আপ্লুত মনোজ মন্ত্রীর আসনে বসেই আম জনতাকে আশ্বাস দিয়েছেন ৷ বলছেন, সাধারণ মানুষের জন্য জান প্রাণ লড়িয়ে দেবেন ৷

ক্রিকেট ব্যক্তিত্ব হিসেবে মানুষের ভালোবাসা পেয়েছেন ৷ বাংলার এই তারকা ডানহাতি ব্যাটসম্যান এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের 43 জনের মন্ত্রিসভার একজন ৷ আজ নতুন অফিসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কুর্শিতে বসে হাসিমুখের একটি ছবি টুইট করেছেন মনোজ ৷ লিখেছেন, "মাথা উঁচু করে, মা-মাটি-মানুষের আশীর্বাদ, ভালবাসাকে সঙ্গে নিয়ে শুরু নতুন পথ চলা ৷ শিবপুরের মানুষ, গোটা বাংলার মানুষের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ । আপনাদের জন্য জান বাজি রেখে লড়ব, কথা দিলাম ।" মনোজের মাথার পিছনে জ্বলজ্বল করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ৷

  • মাথা উঁচু করে, মা-মাটি-মানুষের আশীর্ব্বাদ-ভালোবাসাকে সঙ্গে নিয়ে শুরু নতুন পথ চলা... 💚

    শিবপুরের মানুষ, গোটা বাংলার মানুষের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ। আপনাদের জন্য জান বাজি রেখে লড়ব, কথা দিলাম। জয় বাংলা! pic.twitter.com/tLKN2hRfww

    — MANOJ TIWARY (@tiwarymanoj) May 12, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : নিঃশব্দে মানবসেবা, নার্সদের কুর্নিশ জানিয়ে টুইটারের ডিপি বদলালেন সচিন

পোস্টের তলায় কমেন্টের বন্যা বয়ে গিয়েছে ৷ প্রচুর মানুষ শুভেচ্ছা জানিয়েছন ৷ কেউ নিজের এলাকার সমস্যার কথা তুলে ধরে সমাধান চেয়েছেন ৷ অনেকে স্কুল পর্যায়ে শারীর শিক্ষা এবং খেলাধুলোকে জোর দেওয়ার আবেদন করেছেন ৷ মনোজের অনুরাগীরা বলছেন, আশা করব আপনি এই ইনিংসটাও দারুণভাবে খেলবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.