বিশাখাপত্তনম, 24 নভেম্বর: শেষ ওভারে 7 রান দরকার ৷ অস্ট্রেলিয়ার হয়ে বলহাতে শিন অ্যাবট এবং উলটোদিকে স্ট্রাইকে আইপিএলের ওয়ান্ডার বয় রিংকু সিং ৷ টি-20 ক্রিকেট যাঁরা ফলো করেন, তাঁরা ভালোই আন্দাজ করতে পারেন ম্যাচের ফল কোনও দিকে যেতে পারে ৷ হয়েছেও তাই ৷ কিন্তু, ততটা সহজ ছিল না, যা অন্যান্য সময় রিংকু করে থাকেন ৷ কিন্তু, তিনি আত্মবিশ্বাসী ছিলেন ৷ ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে সেকথাই জানিয়ে গেলেন ভারতের উঠতি এই প্রতিভা ৷
শেষ ওভারে 7 রান বাকি থাকতে, প্রথম বলেই ব্যাকওয়ার্ড পয়েন্টের পাশ দিয়ে চার মারেন রিংকু ৷ ফলে শেষ 5 বলে 3 রান দরকার ছিল ৷ আর রিংকু স্ট্রাইকে থাকায় তা খুব সহজেই হয়ে যাওয়ার কথা ৷ কিন্তু, তেমনটা হয়নি ৷ দ্বিতীয় বলে একরান নেন রিংকু ৷ কিন্তু, বড় শট খেলে ম্যাচ শেষ করার আশায় উইকেট হারান অক্ষর ৷ কিন্তু, পরের বলেই রবি বিষ্ণোই রান-আউট হন ৷ তবে, ভারতের জন্য স্বস্তি ছিল রিংকু স্ট্রাইকে ৷ এখানেও বড় শট নিতে ব্যর্থ হয়ে রিংকু 2 রানের জন্য কল করেন ৷ প্রথম রান পুরো হলেও, দ্বিতীয় রান নিতে গিয়ে আউট হন আর্শদীপ ৷
-
The MSD touch 🧊 behind Rinku Singh's ice cool finish 💥
— BCCI (@BCCI) November 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Do not miss the 𝙍𝙞𝙣𝙠𝙪 𝙍𝙚𝙘𝙖𝙥 that includes a perfect GIF describing #TeamIndia's win 😉
WATCH 🎥🔽 - By @28anand | #INDvAUShttps://t.co/MbyHYkiCco
">The MSD touch 🧊 behind Rinku Singh's ice cool finish 💥
— BCCI (@BCCI) November 24, 2023
Do not miss the 𝙍𝙞𝙣𝙠𝙪 𝙍𝙚𝙘𝙖𝙥 that includes a perfect GIF describing #TeamIndia's win 😉
WATCH 🎥🔽 - By @28anand | #INDvAUShttps://t.co/MbyHYkiCcoThe MSD touch 🧊 behind Rinku Singh's ice cool finish 💥
— BCCI (@BCCI) November 24, 2023
Do not miss the 𝙍𝙞𝙣𝙠𝙪 𝙍𝙚𝙘𝙖𝙥 that includes a perfect GIF describing #TeamIndia's win 😉
WATCH 🎥🔽 - By @28anand | #INDvAUShttps://t.co/MbyHYkiCco
এই পরিস্থিতিতে শেষ বলে 1 রান দরকার ছিলেন ভারতের ৷ শিন অ্যাবট রিংকুর সামনে ইয়র্করের লেন্থ মিস করেন ৷ ফুললেন্থে থাকা বল লং-অনের উপর দিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন রিংকু ৷ সঙ্গে ভারতের জয় নিশ্চিত করে দেন ৷ কিন্তু, সেই ছক্কা রিংকু বা ভারতের রানে যোগ হয়নি ৷ অ্যাবট নো-বল করায় অতিরিক্ত রানটাই যোগ হয় স্কোরবোর্ডে ৷ ফলে ভারত 1 বল বাকি থাকতে 2 উইকেটে ম্যাচ জেতে ৷ তবে, একের পর এক উইকেট যখন উলটো দিক থেকে যাচ্ছিল, তখন কী ভাবছিলেন রিংকু ?
ম্যাচ শেষ করে ফেরা রিংকু বলেন, ‘‘নিজের খেলার প্রতি আমার বিশ্বাস ছিল ৷ আইপিএলে ওই পাঁচটা ছয় মারার পর, নিজের উপর বিশ্বাস আরও বেড়েছে ৷ আর এখানে জানতাম, একটা সুযোগ অবশ্যই আসবে ৷ তাই নিজের ক্ষমতার উপর বিশ্বাস রেখেছিলাম ৷ আর শেষ বলটা ব্যাটে আসে ৷ তাই কাজটা খুব একটা কঠিন হয়নি ৷’’ তবে, ছয় রানটা পাননি রিংকু এবং ভারতীয় দল ৷ যা নিয়ে কোনও আক্ষেপ নেই রিংকুর ৷ তিনি শেষ পর্যন্ত ম্যাচ শেষ করে ফিরেছেন, সেটাই বড় প্রাপ্তি উত্তরপ্রদেশের এই তরুণের ৷
-
Well said @DineshKarthik. Skills+hard work+hunger+humility. That’s @rinkusingh235. Couldn’t be happier for you. God bless. @KKRiders https://t.co/4Ht9WnVae2
— Venky Mysore (@VenkyMysore) November 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Well said @DineshKarthik. Skills+hard work+hunger+humility. That’s @rinkusingh235. Couldn’t be happier for you. God bless. @KKRiders https://t.co/4Ht9WnVae2
— Venky Mysore (@VenkyMysore) November 24, 2023Well said @DineshKarthik. Skills+hard work+hunger+humility. That’s @rinkusingh235. Couldn’t be happier for you. God bless. @KKRiders https://t.co/4Ht9WnVae2
— Venky Mysore (@VenkyMysore) November 24, 2023
শেষ ওভারে শান্ত থাকার রহস্যও ভেদ করেছেন রিংকু ৷ বিসিসিআই টিভিকে দেওয়া সাক্ষাৎকারে রিংকু তাঁর চাপ সামলানোর দক্ষতার জন্য প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে কৃতিত্ব দিয়েছেন ৷ ধোনির পরামর্শ মেনেই তিনি শেষের দিকে চাপ সামলানোর কৌশল শিখেছেন ৷ রিংকু বলেন, ‘‘আমার শান্ত থাকার রহস্য হল, আমি মাহি ভাইয়ের সঙ্গে এ নিয়ে আলোচনা করেছিলাম ৷ কীভাবে তিনি শেষ ওভারে চাপের মুখে শান্ত থাকতেন ? প্রশ্ন করেছিলাম ৷ তিনি আমাকে বলেছিলেন, চেষ্টা করতে যতটা নিজের মাথা ঠান্ডা রাখা যায় এবং বোলারের দিকে সোজা তাকাতে পরামর্শ দিয়েছিলেন তিনি ৷ আর সেভাবেই ম্যাচে আমি শান্ত থাকার চেষ্টা করি ৷’’
রিংকু ম্যাচ শেষে ফেরার পথে বাউন্ডারি-লাইনে ধারাভাষ্যকার অভিষেক নায়ার তাঁকে জড়িয়ে ধরেন ৷ কলকাতা নাইট রাইডার্সের ব্যাটিং কোচ অভিষেক ৷ তিনি খুব কাছ থেকে রিংকুর ওঠা-পড়া দেখেছেন ৷ তাই 26 বছরের এক তরুণের এমন কীর্তিতে কোচ হিসেবে, খুশি তো হবেনই অভিষেক নায়ার ৷ আর সেই দৃশ্য দেখে কিছুটা আবেগ তাড়িত হয়ে পড়েন প্রাক্তন নাইট অধিনায়ক দীনেশ কার্তিক ৷ যিনি তিনটে বছর কেকেআরের সঙ্গে ছিলেন ৷ তিনিও রিংকুর সফরের সাক্ষী থেকেছেন ৷ আবেগে গা ভাসিয়ে দেন কেকেআরের সিইও ভেঙ্কি মাইসর ৷ তিনি ডিকের পোস্ট রিটুইট করে লেখেন, ‘‘খুবভালো বলেছ ডিকে ৷ স্কিল+কঠোর পরিশ্রম+খিদে+নম্রতা, এটাই রিংকু সিং ৷ তোমার জন্য আমাদের এর থেকে বেশি খুশি কী হতে পারে ! ঈশ্বর তোমার মঙ্গল করুন ৷’’
আরও পড়ুন: