কলকাতা, 29 সেপ্টেম্বর: অক্ষর প্যাটেলের চোটমুক্ত হতে এখনও প্রায় তিন সপ্তাহ ৷ তাই বিশ্বকাপের চূড়ান্ত 15 জনের দলে রবিচন্দ্রন অশ্বিনের নাম জুড়ে দিয়েছে জাতীয় নির্বাচক কমিটি ৷ 37 বছরের অভিজ্ঞ অফস্পিনারের অন্তর্ভুক্তিতে ভারতীয় ক্রিকেটের প্রতি ভালোবাসা ও আবেগ রয়েছে, এমন সমর্থকদের অধিকাংশই খুশি হয়েছেন ৷ কিন্তু, প্রশ্ন হল কীভাবে এই পট-পরিবর্তন ? ঠিক কোন পরিস্থিতি ঘোষিত স্কোয়াডে গুরুত্বপূর্ণ এই বদল আনতে হল ?
কাগজ-কলমের তথ্য উল্লেখ করলে, গত 5 সেপ্টেম্বর ভারতের বিশ্বকাপের 15 জনের দল ঘোষণা করা হয় ৷ সেখানে রবীন্দ্র জাদেজার পর দ্বিতীয় স্পিনিং অল-রাউন্ডার হিসেবে দলে রাখা হয় অক্ষর প্যাটেলকে ৷ কিন্তু, এর পরেই সমীকরণ বদলাতে শুরু করে ৷ এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে 15 সেপ্টেম্বর হঠাৎই চোট পান অক্ষর ৷ চিকিৎসা শাস্ত্রের ভাষায় যার নাম, ‘লেফট কোয়াড্রিসেপস স্ট্রেইন’ ৷ বাংলায় ভেঙে বললে, তাঁর বাঁ-পায়ের থাইয়ের হাড়ের উপরের মাংসপেশীতে চোট লাগে ৷ তবে, সেটি শুধুই চোট, নাকি পেশি ছিঁড়ে গিয়েছে ? তা জানা যায়নি ৷
নামপ্রকাশে অনিচ্ছুক বিসিসিআই-এর এক নির্ভরযোগ্য সূত্র ইটিভি ভারতকে বলেছেন, ‘‘অশ্বিনের কাছে ফিরে যাওয়া ছাড়া, এখানে আর দ্বিতীয় কোনও বিকল্প ছিল না ৷ যাঁর কাছে বড় মঞ্চে সেরা দলগুলির বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে ৷’’ তবে, ওই সূত্র এও জানিয়েছেন, অশ্বিনকে বিশ্বকাপ দলে যোগ করার চিন্তাভাবনা শুরু হয়েছিল এশিয়া কাপের শেষ মুহূর্তে ৷ আর তার জন্য ঘরের মাঠে তিন ম্যাচের অস্ট্রেলিয়া সিরিজ দেওয়া হয়েছিল অশ্বিনকে ৷
আরও পড়ুন: বিশ্বকাপের অফলাইন টিকিটের আশায় ক্রিকেটপ্রেমীরা, অত্যাধুনিক পরিকাঠামোয় প্রস্তুত ধরমশালা
বিসিসিআই সূত্রের মতে, ‘‘ভারত অধিনায়ক রোহিত শর্মা প্রথম অশ্বিনকে ফোন করেন (রোহিত নিজেও একথা জানিয়েছিলেন সাংবাদিকদের) এটা জানতে, যে তাঁকে জাতীয় দলে পাওয়া যাবে কি না ৷ কিন্তু, অশ্বিন তাঁর কাছে কয়েকদিন চেয়েছিলেন ম্যাচ-ফিট হওয়ার জন্য ৷ আর তার পরেই অশ্বিনকে বিশ্বকাপের 15 জনের দলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায় ৷ আর তাই বন্ধঘরের আড়ালে হিসেবে নিকেশ শুরু হয়ে যায় ৷ এখন দলটা একেবারে তৈরি ৷ যেখানে একজন অফ-স্পিনার এবং একজন বাঁ-হাতি স্পিনার রয়েছে, চার পেসারের পাশাপাশি ৷’’
আরও পড়ুন: অক্ষরের বদলি অশ্বিন, বিশ্বকাপে ‘বুড়ো হাড়ের ভেলকি’ই ভরসা ভারতের
সূত্রের বক্তব্য অনুযায়ী, অশ্বিনের থেকে বিশ্বকাপ দলে অনেক বেশি যোগ্য অক্ষর ৷ অন্তত প্রথম বল থেকে আক্রমণে যাওয়ার নিরিখে ৷ তিনি বলেন, ‘‘নির্বাচকরা অক্ষর প্যাটেলের নাম ভেবেছিলেন কারণ, তিনি ক্রিজে গিয়ে শুরু থেকে বল হিট করতে পারেন এবং অবশ্যই ফিল্ডিংয়ে অশ্বিনের থেকে অক্ষর অনেক ভালো ৷ নির্বাচকরা এই দিকগুলিই দল বাছাইয়ের সময় চিন্তাভাবনা করেছিলেন ৷’’ ভারত 8 অক্টোবর চেন্নাইয়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন (1987, 1999, 2003, 2007 এবং 2015) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করছে ৷
ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব ৷