ETV Bharat / sports

Homage to Salim Durani: 'ভালো মানুষ ছিলেন', সেলিম দুরানির প্রয়াণে শোকপ্রকাশ সচিন-লক্ষ্মণদের - Sachin Tendulkar

সেলিম দুরানির প্রয়াণে শোকপ্রকাশ করলেন সচিন তেন্ডুলকর ৷ সোশাল মিডিয়ায় তাঁর আত্মার শান্তি কামনায় পোস্ট করলেন ভিভিএস লক্ষ্মণ, রবি শাস্ত্রী, জয় শাহরাও ৷

Homage to Salim Durani ETV BHARAT
সেলিম দুরানি
author img

By

Published : Apr 2, 2023, 3:41 PM IST

মুম্বই, 2 এপ্রিল: গুজরাতের জামনগরের বাড়িতে রবিবার প্রয়াত হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সেলিম দুরানি ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ এবং শ্রদ্ধাজ্ঞাপন করলেন সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, রবি শাস্ত্রী এবং জয় শাহরা ৷ আজ সকালে সেলিম দুরানির পরিবারের এক নিকট আত্মীয় তাঁর মৃত্যুর খবর প্রকাশ করেন ৷ এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুরানির প্রয়াণে শোকপ্রকাশ করে একাধিক টুইট করেন ৷

কিংবদন্তী ক্রিকেটারের প্রয়াণে মাস্টার ব্লাস্টার শোকপ্রকাশ করেছেন সোশাল মিডিয়ায় ৷ সেখানে তিনি লিখেছেন, "সেলিম দুরানি জি-র প্রয়াণের খবরে খুবই মর্মাহত হয়েছি ৷ তিনি খুবই ভালো মানুষ ছিলেন ৷ এই কঠিন সময়ে তাঁর পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা জানাই ৷ তাঁর আত্মা শান্তি পাক ৷"

  • Deeply saddened to hear about the passing of Salim Durani ji. A really warm and loving person. My thoughts and prayers are with his family during this difficult time.
    Rest in peace.

    — Sachin Tendulkar (@sachin_rt) April 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণও ৷ তিনি লেখেন, "অর্জুন পুরস্কারজয়ী প্রথম ভারতীয় ক্রিকেটার এবং যিনি দর্শকদের আবদারে ছয় মারতেন, সেই সেলিম দুরানি প্রয়াত ৷ ওম শান্তি ! এই কঠিন সময়ে আমার হৃদয়ের অন্তর থেকে তাঁর পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের সমবেদনা জানাই ৷"

  • India’s first Arjuna Award winning cricketer and a man who hit sixes on public demand, Salim Durani.

    Om Shanti. Heartfelt Condolences to his family , friends and loved ones. pic.twitter.com/DwdKamlxjy

    — VVS Laxman (@VVSLaxman281) April 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাক্তন ভারতীয় অধিনায়ক রবি শাস্ত্রী একটি শোকবার্তায় লিখেছেন, "স্বাভাবিকভাবেই সবচেয়ে রঙিন একজন ভারতীয় ক্রিকেটার ছিলেন সেলিম দুরানি ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷ ওম শান্তি !"

  • Easily one of the most colourful cricketers of India - Salim Durani.

    Rest in Peace. ॐ शांति 🙏 pic.twitter.com/d5RUST5G9n

    — Ravi Shastri (@RaviShastriOfc) April 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ তাঁর টুইটারে একটি শোকবার্তা প্রকাশ করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন, "প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা অন্যতম কিংবদন্তি সেলিম দুরানির মৃত্যুর খবর শুনে বিস্মিত হলাম ৷ আজ আমরা ভারতীয় ক্রিকেটের একটি রত্নকে হারালাম ৷ তাঁর পরিবারকে আমার সমবেদনা জানাই ৷ আপনার আত্মার শান্তি কামনা করি সেলিম দুরানি জি ৷"

  • Gutted to hear about the passing away of one of Team India legends Salim Durani. Today, we have lost one of Indian cricket's crown jewels. Condolences to his family. RIP Salim Durani ji.

    — Jay Shah (@JayShah) April 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: প্রয়াত ভারতীয় ক্রিকেটের 'সুদর্শন পুরুষ' সেলিম দুরানি, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমলও এদিন শোকপ্রকাশ করে একটি টুইট করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন, "অর্জুন পুরস্কার জয়ী সেলিম দুরানি জি-র মৃত্যুতে শোকাহত হলাম ৷ তাঁর পরিবার, পরিজন বন্ধু এবং অনুরাগীদের প্রতি এই কঠিন সময়ে আমার সমবেদনা জানাই ৷"

  • Heartfelt condolences to family, friends and all the fans of legendary cricketer and Arjuna Awardee Salim Durani. May his soul rest in peace.

    ओम् शांति 🙏 pic.twitter.com/lqTo9TK5tc

    — Thakur Arun Singh (@ThakurArunS) April 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, 60 এর দশকে ভারতীয় ক্রিকেটের এই সদা রঙিন ব্যক্তিত্ব যে কোনও বলিউড তারকাকে হার মানাতেন ৷ সেই সময় তাঁর স্টাইল স্টেটমেন্ট যে কোনও অভিনেতার সঙ্গে তুলনাযোগ্য ছিল ৷ তবে, ক্রিকেটার হিসেবেও তেমনই প্রভাবিত করেছিলেন ৷ 1961-62 সালে 5 ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ঘরের মাঠে 2-0 হারিয়েছিল ভারত ৷ সেই দুই ম্যাচে কলকাতা এবং তৎকালীন মাদ্রাজ টেস্টে যথাক্রমে 8 ও 10 উইকেট নিয়েছিলেন সেলিম দুরানি ৷

মুম্বই, 2 এপ্রিল: গুজরাতের জামনগরের বাড়িতে রবিবার প্রয়াত হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সেলিম দুরানি ৷ তাঁর প্রয়াণে শোকপ্রকাশ এবং শ্রদ্ধাজ্ঞাপন করলেন সচিন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণ, রবি শাস্ত্রী এবং জয় শাহরা ৷ আজ সকালে সেলিম দুরানির পরিবারের এক নিকট আত্মীয় তাঁর মৃত্যুর খবর প্রকাশ করেন ৷ এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুরানির প্রয়াণে শোকপ্রকাশ করে একাধিক টুইট করেন ৷

কিংবদন্তী ক্রিকেটারের প্রয়াণে মাস্টার ব্লাস্টার শোকপ্রকাশ করেছেন সোশাল মিডিয়ায় ৷ সেখানে তিনি লিখেছেন, "সেলিম দুরানি জি-র প্রয়াণের খবরে খুবই মর্মাহত হয়েছি ৷ তিনি খুবই ভালো মানুষ ছিলেন ৷ এই কঠিন সময়ে তাঁর পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার সমবেদনা জানাই ৷ তাঁর আত্মা শান্তি পাক ৷"

  • Deeply saddened to hear about the passing of Salim Durani ji. A really warm and loving person. My thoughts and prayers are with his family during this difficult time.
    Rest in peace.

    — Sachin Tendulkar (@sachin_rt) April 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইটে শোকপ্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণও ৷ তিনি লেখেন, "অর্জুন পুরস্কারজয়ী প্রথম ভারতীয় ক্রিকেটার এবং যিনি দর্শকদের আবদারে ছয় মারতেন, সেই সেলিম দুরানি প্রয়াত ৷ ওম শান্তি ! এই কঠিন সময়ে আমার হৃদয়ের অন্তর থেকে তাঁর পরিবার, বন্ধু এবং প্রিয়জনদের সমবেদনা জানাই ৷"

  • India’s first Arjuna Award winning cricketer and a man who hit sixes on public demand, Salim Durani.

    Om Shanti. Heartfelt Condolences to his family , friends and loved ones. pic.twitter.com/DwdKamlxjy

    — VVS Laxman (@VVSLaxman281) April 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাক্তন ভারতীয় অধিনায়ক রবি শাস্ত্রী একটি শোকবার্তায় লিখেছেন, "স্বাভাবিকভাবেই সবচেয়ে রঙিন একজন ভারতীয় ক্রিকেটার ছিলেন সেলিম দুরানি ৷ তাঁর আত্মার শান্তি কামনা করি ৷ ওম শান্তি !"

  • Easily one of the most colourful cricketers of India - Salim Durani.

    Rest in Peace. ॐ शांति 🙏 pic.twitter.com/d5RUST5G9n

    — Ravi Shastri (@RaviShastriOfc) April 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ তাঁর টুইটারে একটি শোকবার্তা প্রকাশ করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন, "প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা অন্যতম কিংবদন্তি সেলিম দুরানির মৃত্যুর খবর শুনে বিস্মিত হলাম ৷ আজ আমরা ভারতীয় ক্রিকেটের একটি রত্নকে হারালাম ৷ তাঁর পরিবারকে আমার সমবেদনা জানাই ৷ আপনার আত্মার শান্তি কামনা করি সেলিম দুরানি জি ৷"

  • Gutted to hear about the passing away of one of Team India legends Salim Durani. Today, we have lost one of Indian cricket's crown jewels. Condolences to his family. RIP Salim Durani ji.

    — Jay Shah (@JayShah) April 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: প্রয়াত ভারতীয় ক্রিকেটের 'সুদর্শন পুরুষ' সেলিম দুরানি, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

আইপিএল চেয়ারম্যান অরুণ সিং ধুমলও এদিন শোকপ্রকাশ করে একটি টুইট করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন, "অর্জুন পুরস্কার জয়ী সেলিম দুরানি জি-র মৃত্যুতে শোকাহত হলাম ৷ তাঁর পরিবার, পরিজন বন্ধু এবং অনুরাগীদের প্রতি এই কঠিন সময়ে আমার সমবেদনা জানাই ৷"

  • Heartfelt condolences to family, friends and all the fans of legendary cricketer and Arjuna Awardee Salim Durani. May his soul rest in peace.

    ओम् शांति 🙏 pic.twitter.com/lqTo9TK5tc

    — Thakur Arun Singh (@ThakurArunS) April 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, 60 এর দশকে ভারতীয় ক্রিকেটের এই সদা রঙিন ব্যক্তিত্ব যে কোনও বলিউড তারকাকে হার মানাতেন ৷ সেই সময় তাঁর স্টাইল স্টেটমেন্ট যে কোনও অভিনেতার সঙ্গে তুলনাযোগ্য ছিল ৷ তবে, ক্রিকেটার হিসেবেও তেমনই প্রভাবিত করেছিলেন ৷ 1961-62 সালে 5 ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ঘরের মাঠে 2-0 হারিয়েছিল ভারত ৷ সেই দুই ম্যাচে কলকাতা এবং তৎকালীন মাদ্রাজ টেস্টে যথাক্রমে 8 ও 10 উইকেট নিয়েছিলেন সেলিম দুরানি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.