মুম্বই, 12 জুলাই: মেয়েদের টি-20 টুর্নামেন্ট দিয়ে কমনওয়েলথ গেমসে প্রত্যাবর্তন ঘটছে ক্রিকেটের । চলতি মাসের শেষে বার্মিংহ্যামে শুরু হতে চলা গেমসে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কর । জাতীয় কুড়ি-বিশের দলের অধিনায়িকা হরমনপ্রীতই যে মেগা ইভেন্টে দলকে নেতৃত্ব দেবেন, সেটা মোটামুটি পরিষ্কারই ছিল । সোমবার দল ঘোষণায় সিলমোহর পড়ল তাতে (Harmanpreet Kaur to lead Indian Cricket Team at CWG 2022)। কমনওয়েলথ গেমসের স্কোয়াডে 'স্ট্যান্ডবাই' হিসেবে ঠাঁই হয়েছে শিলিগুড়ির স্টাম্পার-ব্যাটার রিচা ঘোষের ।
স্টাম্পার-ব্যাটার হিসেবে ভারতীয় স্কোয়াডের প্রথম পছন্দ অবশ্যই যস্তিকা ভাটিয়া । তবে 15-সদস্যের দলে দ্বিতীয় স্টাম্পার-ব্যাটার হিসেবে তানিয়া ভাটিয়ার অন্তর্ভুক্তি অবাক করেছে সকলকে । কারণ, সংক্ষিপ্ত ফরম্যাটে তুলনায় অনেক বেশি উজ্জ্বল রিচাকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে । চোট সারিয়ে কমনওয়েলথ গেমসের স্কোয়াডে সুযোগ করে নিয়েছেন অলরাউন্ডার স্নেহা রানা ।
তিন পেসার হিসেবে দলের সঙ্গে বার্মিংহ্যাম উড়ে যাচ্ছেন মেঘনা সিং, রেণুকা সিং এবং পূজা বস্ত্রকার । স্ট্যান্ডবাই হিসেবে থাকছেন সিমরন দিল বাহাদুর । গ্রুপ এ-তে অস্ট্রেলিয়া, বার্বাডোজ এবং পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারতীয় দল । গেমসের দ্বিতীয়দিন অর্থাৎ, 29 জুলাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে গেমসে অভিযান শুরু হচ্ছে ভারতের ।
-
🚨 NEWS 🚨: #TeamIndia (Senior Women) squad for Birmingham 2022 Commonwealth Games announced. #B2022 | @birminghamcg22 pic.twitter.com/lprQenpFJv
— BCCI Women (@BCCIWomen) July 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">🚨 NEWS 🚨: #TeamIndia (Senior Women) squad for Birmingham 2022 Commonwealth Games announced. #B2022 | @birminghamcg22 pic.twitter.com/lprQenpFJv
— BCCI Women (@BCCIWomen) July 11, 2022🚨 NEWS 🚨: #TeamIndia (Senior Women) squad for Birmingham 2022 Commonwealth Games announced. #B2022 | @birminghamcg22 pic.twitter.com/lprQenpFJv
— BCCI Women (@BCCIWomen) July 11, 2022
আরও পড়ুন: কুঁচকির চোটে কাবু কোহলি, প্রথম ওয়ান ডে ম্যাচে অনিশ্চিত বিরাট
1998 কুয়ালা লামপুরে পুরুষদের 50 ওভার ফরম্যাট অনুষ্ঠিত হওয়ার পর কমনওয়েলথ গেমসে বন্ধ ছিল ক্রিকেট । স্বভাবতই বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ক্রিকেটের প্রত্যাবর্তন ঘিরে বাড়তি আগ্রহ । আইসিসি ক্রমতালিকায় তিন নম্বরে থেকে গেমসে অংশগ্রহণ করতে চলা হরমনপ্রীতদের থেকে পদক প্রত্যাশী দেশ ।
একনজরে স্কোয়াড: হরমনপ্রীত (অধিনায়িকা), মন্ধনা (সহ-অধিনায়িকা), শেফালি, এস মেঘানা (উইকেটরক্ষক), তানিয়া, যস্তিকা (উইকেটরক্ষক), দীপ্তি, রাজেশ্বরী, পূজা, মেঘনা সিং, রেণুকা, জেমিমা, রাধা, হার্লিন এবং স্নেহা ।