ETV Bharat / sports

'মুম্বই শিবিরে নতুন ভাবনাচিন্তা আনবেন হার্দিক', রোহিতের পারফরম্যান্সের সমালোচনা করে মত সানির

Sunil Gavaskar Criticises Rohit Sharma: রোহিত শর্মার গত কয়েক বছরে আইপিএল দলের হয়ে পারফরম্যান্স ভালো নয় ৷ তাই মুম্বই ইন্ডিয়ান্সের হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা যথাযথ সিদ্ধান্ত বলে মনে করেন সুনীল গাভাসকর ৷ আইপিএল সম্প্রচারকারী টিভি চ্যানেলে এমনটাই জানিয়েছেন 'লিটল মাস্টার' ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 9:59 PM IST

Updated : Dec 19, 2023, 7:12 AM IST

নয়াদিল্লি, 18 ডিসেম্বর: মুম্বই ইন্ডিয়ান্স দলে ‘নতুন চিন্তাভাবনা’ নিয়ে আসবেন হার্দিক পান্ডিয়া ৷ এমনটাই মত সুনীল গাভাসকরের ৷ গুজরাত টাইটান্স থেকে হার্দিককে ট্রেড উইন্ডোতে মুম্বই দলে ফিরিয়েছে ফ্র্যাঞ্চাইজি ৷ ভারতীয় ক্রিকেট অলিন্দে একটা কথা ঘুরছে যে, হার্দিক মুম্বইতে ফিরেছেন অধিনায়ক হওয়ার শর্তে ৷ আর তা সত্যি হলে, মুম্বই ইন্ডিয়ান্স একেবারে সঠিক কাজই করেছে বলে মনে করেন সানি ৷ এর প্রধান কারণ, রোহিত শর্মা গত কয়েকবছরে মুম্বইয়ের জার্সিতে ব্যাটে সফল নন ৷ সেখানে হার্দিক নতুন অধিনায়ক হিসেবে দলে নতুন চিন্তাভাবনা নিয়ে আসবেন বলে আইপিএল সম্প্রচারকারী চ্যানেলকে জানিয়েছেন 'লিটল মাস্টার' ৷

গাভাসকরের যুক্তি, 2020 সালের পর আর আইপিএল ট্রফি জিততে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স ৷ আর 2022 সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা পয়েন্ট তালিকায় সবার শেষে ছিল ৷ এর কারণ হিসেবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেন, ‘‘এটা হতে পারে রোহিত 'ক্লান্ত' ৷ কারণ তিনি কেবল আইপিএল দলের অধিনায়ক হিসাবেই নয়, ভারতের অধিনায়ক হিসাবেও ক্রমাগত খেলছেন ৷ দেখুন আমাদের এই সিদ্ধান্তটা ঠিক বা ভুল, সেই বিচারে যাওয়া উচিত নয় ৷ তারা এই সিদ্ধান্তটা নিয়েছে দলের ভালোর কথা চিন্তা করে ৷ আমরা এটাও বলতে পারি, রোহিতে ব্যাট হাতেও পারফরম্যান্স অনেকটা পড়তির দিকে ৷’’

সানির মতে, আগে আইপিএলে রোহিতের ব্যাট থেকে অনেক বেশি রান আসত ৷ কিন্তু, গত কয়েকবছরে মুম্বই 9 বা 10 নম্বরে শেষ করছে ৷ গতবছর প্লে-অফসে কোয়ালিফাই করলেও, সেখানে দলের মধ্যে সেই উত্তেজনা একেবারেই লক্ষ্য করা যায়নি বলে মনে করেন সুনীল গাভাসকর ৷ মোটের উপর রোহিতের জাতীয় দল ও আইপিএল দলে অধিনায়কত্বের প্রভাব তাঁর খেলায় পড়ছে ৷ ফলে অধিনায়ক হিসেবেও রোহিতের পারফরম্যান্স ক্রমশ নিচের দিকে নামছে বলে মন্তব্য করেন তিনি ৷

আর হার্দিককে অধিনায়ক করার পক্ষে পূর্ণ সমর্থন রয়েছে গাভাসকরের ৷ তিনি মনে করেন, হার্দিক খুব অল্প বয়সে গুজরাত টাইটান্সকে তাদের আত্মপ্রকাশেই চ্যাম্পিয়ন করেছে ৷ এমনকি এবছরের আইপিএলে রানার-আপ করেছে জিটিকে ৷ সেক্ষেত্রে দু’টি আইপিএল ফাইনাল খেলা তরুণ অধিনায়কের থেকে মুম্বই ফ্র্যাঞ্চাইজি দলে তরতাজা চিন্তাভাবনা নিয়ে আসতে পারবে ৷ আর তরুণ অধিনায়ক হিসেবে হার্দিকের উপর দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগও করতে পারবে এই আইপিএল ফ্র্যাঞ্চাইজি ৷

আরও পড়ুন:

  1. কোন দলে কত স্লট ফাঁকা, কাদের পকেটে সর্বাধিক অর্থ ? একনজরে আইপিএল নিলামের খুটিনাটি
  2. রোহিত যুগ অতীত, কামব্যাকেই মুম্বই ইন্ডিয়ান্সের নয়া অধিনায়ক হার্দিক
  3. প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার ঈশানের, পরিবর্ত ঘোষণা বিসিসিআইয়ের

নয়াদিল্লি, 18 ডিসেম্বর: মুম্বই ইন্ডিয়ান্স দলে ‘নতুন চিন্তাভাবনা’ নিয়ে আসবেন হার্দিক পান্ডিয়া ৷ এমনটাই মত সুনীল গাভাসকরের ৷ গুজরাত টাইটান্স থেকে হার্দিককে ট্রেড উইন্ডোতে মুম্বই দলে ফিরিয়েছে ফ্র্যাঞ্চাইজি ৷ ভারতীয় ক্রিকেট অলিন্দে একটা কথা ঘুরছে যে, হার্দিক মুম্বইতে ফিরেছেন অধিনায়ক হওয়ার শর্তে ৷ আর তা সত্যি হলে, মুম্বই ইন্ডিয়ান্স একেবারে সঠিক কাজই করেছে বলে মনে করেন সানি ৷ এর প্রধান কারণ, রোহিত শর্মা গত কয়েকবছরে মুম্বইয়ের জার্সিতে ব্যাটে সফল নন ৷ সেখানে হার্দিক নতুন অধিনায়ক হিসেবে দলে নতুন চিন্তাভাবনা নিয়ে আসবেন বলে আইপিএল সম্প্রচারকারী চ্যানেলকে জানিয়েছেন 'লিটল মাস্টার' ৷

গাভাসকরের যুক্তি, 2020 সালের পর আর আইপিএল ট্রফি জিততে পারেনি মুম্বই ইন্ডিয়ান্স ৷ আর 2022 সালে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা পয়েন্ট তালিকায় সবার শেষে ছিল ৷ এর কারণ হিসেবে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেন, ‘‘এটা হতে পারে রোহিত 'ক্লান্ত' ৷ কারণ তিনি কেবল আইপিএল দলের অধিনায়ক হিসাবেই নয়, ভারতের অধিনায়ক হিসাবেও ক্রমাগত খেলছেন ৷ দেখুন আমাদের এই সিদ্ধান্তটা ঠিক বা ভুল, সেই বিচারে যাওয়া উচিত নয় ৷ তারা এই সিদ্ধান্তটা নিয়েছে দলের ভালোর কথা চিন্তা করে ৷ আমরা এটাও বলতে পারি, রোহিতে ব্যাট হাতেও পারফরম্যান্স অনেকটা পড়তির দিকে ৷’’

সানির মতে, আগে আইপিএলে রোহিতের ব্যাট থেকে অনেক বেশি রান আসত ৷ কিন্তু, গত কয়েকবছরে মুম্বই 9 বা 10 নম্বরে শেষ করছে ৷ গতবছর প্লে-অফসে কোয়ালিফাই করলেও, সেখানে দলের মধ্যে সেই উত্তেজনা একেবারেই লক্ষ্য করা যায়নি বলে মনে করেন সুনীল গাভাসকর ৷ মোটের উপর রোহিতের জাতীয় দল ও আইপিএল দলে অধিনায়কত্বের প্রভাব তাঁর খেলায় পড়ছে ৷ ফলে অধিনায়ক হিসেবেও রোহিতের পারফরম্যান্স ক্রমশ নিচের দিকে নামছে বলে মন্তব্য করেন তিনি ৷

আর হার্দিককে অধিনায়ক করার পক্ষে পূর্ণ সমর্থন রয়েছে গাভাসকরের ৷ তিনি মনে করেন, হার্দিক খুব অল্প বয়সে গুজরাত টাইটান্সকে তাদের আত্মপ্রকাশেই চ্যাম্পিয়ন করেছে ৷ এমনকি এবছরের আইপিএলে রানার-আপ করেছে জিটিকে ৷ সেক্ষেত্রে দু’টি আইপিএল ফাইনাল খেলা তরুণ অধিনায়কের থেকে মুম্বই ফ্র্যাঞ্চাইজি দলে তরতাজা চিন্তাভাবনা নিয়ে আসতে পারবে ৷ আর তরুণ অধিনায়ক হিসেবে হার্দিকের উপর দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগও করতে পারবে এই আইপিএল ফ্র্যাঞ্চাইজি ৷

আরও পড়ুন:

  1. কোন দলে কত স্লট ফাঁকা, কাদের পকেটে সর্বাধিক অর্থ ? একনজরে আইপিএল নিলামের খুটিনাটি
  2. রোহিত যুগ অতীত, কামব্যাকেই মুম্বই ইন্ডিয়ান্সের নয়া অধিনায়ক হার্দিক
  3. প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার ঈশানের, পরিবর্ত ঘোষণা বিসিসিআইয়ের
Last Updated : Dec 19, 2023, 7:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.