ETV Bharat / sports

IND vs ENG 1st T20I: ব্যাটে-বলে পান্ডিয়া-রাজ, প্রথম টি 20-তে বড় জয় ভারতের

author img

By

Published : Jul 8, 2022, 8:23 AM IST

Updated : Jul 8, 2022, 8:58 AM IST

ব্যাটে-বলে হার্দিক পান্ডিয়ার দাপুটে পারফরম্যান্সে রোজ বোলে প্রথম টি-20তে সহজ জয় পেল ভারত (Hardik Pandya heroic helps India to beat England in 1st T20I)। ফরম্যাট ভিন্ন হলেও এজবাস্টন টেস্টে অপ্রত্যাশিত হারের জ্বালা জুড়িয়ে টিম ইন্ডিয়া ইংল্যান্ড সফরে জয়ে ফিরল বলা যায় ।

IND vs ENG 1st T20I
পান্ডিয়ার অলরাউন্ড পারফরম্যান্সে প্রথম টি 20-তে বড় জয় ভারতের

সাউদাম্পটন, 8 জুলাই: পিঠের চোটের জেরে মাঝে ভাটা পড়েছিল পারফরম্যান্সে । তবে আইপিএল থেকে চেনা ছন্দ ফিরে পেয়েছেন ধীরে-ধীরে । গুজরাত অধিনায়ক হিসেবে আইপিএলে সাফল্যের ধারা বজায় রেখেছেন গত আয়ারল্যান্ড সফরেও । ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20তেও সেই রেশ অব্যাহত । ব্যাটে-বলে হার্দিক পান্ডিয়ার দাপুটে পারফরম্যান্সে রোজ বোলে প্রথম টি-20তে সহজ জয় পেল ভারত (Hardik Pandya heroic helps India to beat England in 1st T20I)। ফরম্যাট ভিন্ন হলেও এজবাস্টন টেস্টে অপ্রত্যাশিত হারের জ্বালা জুড়িয়ে টিম ইন্ডিয়া ইংল্যান্ড সফরে প্রথম জয় পেল বলা যায় । রোজ বোলে এদিন রোহিত শর্মার দল জিতল 50 রানে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে এদিন 'মেন ইন ব্লু' 8 উইকেট হারিয়ে 198 রান তোলে। সৌজন্যে হার্দিক পান্ডিয়ার 33 বলে 51, সূর্যকুমার যাদবের 19 বলে 39, দীপক হুডার 17 বলে 33 । কোভিডকে হারিয়ে মাঠে ফিরে রোহিত শর্মা অধিনায়ক হিসেবে কুড়ি-বিশের ক্রিকেটে দ্রুততম হাজার রান পূর্ণ করলেন বটে, তবে চওড়া হল না তাঁর ব্যাট (14 বলে 24) । তবে প্রত্যাবর্তন ম্যাচে দলের এই জয় তাঁকে স্বস্তি দেবে। প্রথম অধিনায়ক হিসেবে টানা ১৩টি ম্যাচ জিতে নজিরও গড়লেন রোহিত । প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে ইংল্যান্ড প্রথম থেকেই সমস্যায় পড়ে। অধিনায়ক জস বাটলার কোনও রান না করে ফিরে যান। প্রাথমিক ঝটকার রেশ ইংল্যান্ডের ইনিংস জুড়ে রয়ে যায়। শুরুতে মেডেন নিয়ে আত্মপ্রকাশে চমকে দেন আরশদীপ । নিয়মিত ব্যবধানে ইংল্যান্ড ব্যাটারদের ফিরিয়ে সহজেই ম্যাচের রাশ হাতে নেয় ভারতীয় বোলাররা।

For his brilliant show with the bat and ball, @hardikpandya7 is adjudged Player of the Match as #TeamIndia win the first T20I by 50 runs.

Take a 1-0 lead in the series.

Scorecard - https://t.co/Xq3B0KTRD1 #ENGvIND pic.twitter.com/oEavD7COnZ

— BCCI (@BCCI) July 7, 2022 ">

আরও পড়ুন : 6 বছর পর টেস্ট ব়্যাঙ্কিংয়ে 'বিরাট' পতন, কেরিয়ারের সেরা 5 নম্বরে পন্থ

ভুবনেশ্বর কুমার 3 ওভারে মাত্র 10 রান খরচ করে এক উইকেট নেন। আরশদীপ সিং এবং যজুবেন্দ্র চাহাল নেন দু'টি করে উইকেন । ব্যাট হাতে ধামাকা ইনিংসের পর বল হাতেও জ্বলে ওঠেন হার্দিক। 33 রান দিয়ে জেসন রয়, ডেভিড মালান, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেনের উইকেট মাত্র তুলে নিয়ে ইংল্যান্ডকে 19.3 ওভারে 148 রানে শেষ করে দেন ইউটিলিটি এই অলরাউন্ডার। সিরিজের প্রথম ম্যাচ অনায়াসে জয়ের পরে অধিনায়ক রোহিত শর্মার মুখেও ম্যাচের সেরা পান্ডিয়ার প্রশংসা। দলের সামগ্রিক পারফরম্যান্সেও খুশি তিনি। বিশেষ করে নতুন বলে বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আশ্বস্ত করেছে তাঁকে। তবে ম্যাচে পাঁচটি ক্যাচ ফসকানোয় ফিল্ডিং নিয়ে দুশ্চিন্তা রয়েই যাচ্ছে 'হিটম্যান'-এর।

সাউদাম্পটন, 8 জুলাই: পিঠের চোটের জেরে মাঝে ভাটা পড়েছিল পারফরম্যান্সে । তবে আইপিএল থেকে চেনা ছন্দ ফিরে পেয়েছেন ধীরে-ধীরে । গুজরাত অধিনায়ক হিসেবে আইপিএলে সাফল্যের ধারা বজায় রেখেছেন গত আয়ারল্যান্ড সফরেও । ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-20তেও সেই রেশ অব্যাহত । ব্যাটে-বলে হার্দিক পান্ডিয়ার দাপুটে পারফরম্যান্সে রোজ বোলে প্রথম টি-20তে সহজ জয় পেল ভারত (Hardik Pandya heroic helps India to beat England in 1st T20I)। ফরম্যাট ভিন্ন হলেও এজবাস্টন টেস্টে অপ্রত্যাশিত হারের জ্বালা জুড়িয়ে টিম ইন্ডিয়া ইংল্যান্ড সফরে প্রথম জয় পেল বলা যায় । রোজ বোলে এদিন রোহিত শর্মার দল জিতল 50 রানে।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে এদিন 'মেন ইন ব্লু' 8 উইকেট হারিয়ে 198 রান তোলে। সৌজন্যে হার্দিক পান্ডিয়ার 33 বলে 51, সূর্যকুমার যাদবের 19 বলে 39, দীপক হুডার 17 বলে 33 । কোভিডকে হারিয়ে মাঠে ফিরে রোহিত শর্মা অধিনায়ক হিসেবে কুড়ি-বিশের ক্রিকেটে দ্রুততম হাজার রান পূর্ণ করলেন বটে, তবে চওড়া হল না তাঁর ব্যাট (14 বলে 24) । তবে প্রত্যাবর্তন ম্যাচে দলের এই জয় তাঁকে স্বস্তি দেবে। প্রথম অধিনায়ক হিসেবে টানা ১৩টি ম্যাচ জিতে নজিরও গড়লেন রোহিত । প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে ইংল্যান্ড প্রথম থেকেই সমস্যায় পড়ে। অধিনায়ক জস বাটলার কোনও রান না করে ফিরে যান। প্রাথমিক ঝটকার রেশ ইংল্যান্ডের ইনিংস জুড়ে রয়ে যায়। শুরুতে মেডেন নিয়ে আত্মপ্রকাশে চমকে দেন আরশদীপ । নিয়মিত ব্যবধানে ইংল্যান্ড ব্যাটারদের ফিরিয়ে সহজেই ম্যাচের রাশ হাতে নেয় ভারতীয় বোলাররা।

আরও পড়ুন : 6 বছর পর টেস্ট ব়্যাঙ্কিংয়ে 'বিরাট' পতন, কেরিয়ারের সেরা 5 নম্বরে পন্থ

ভুবনেশ্বর কুমার 3 ওভারে মাত্র 10 রান খরচ করে এক উইকেট নেন। আরশদীপ সিং এবং যজুবেন্দ্র চাহাল নেন দু'টি করে উইকেন । ব্যাট হাতে ধামাকা ইনিংসের পর বল হাতেও জ্বলে ওঠেন হার্দিক। 33 রান দিয়ে জেসন রয়, ডেভিড মালান, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেনের উইকেট মাত্র তুলে নিয়ে ইংল্যান্ডকে 19.3 ওভারে 148 রানে শেষ করে দেন ইউটিলিটি এই অলরাউন্ডার। সিরিজের প্রথম ম্যাচ অনায়াসে জয়ের পরে অধিনায়ক রোহিত শর্মার মুখেও ম্যাচের সেরা পান্ডিয়ার প্রশংসা। দলের সামগ্রিক পারফরম্যান্সেও খুশি তিনি। বিশেষ করে নতুন বলে বোলারদের নিয়ন্ত্রিত বোলিং আশ্বস্ত করেছে তাঁকে। তবে ম্যাচে পাঁচটি ক্যাচ ফসকানোয় ফিল্ডিং নিয়ে দুশ্চিন্তা রয়েই যাচ্ছে 'হিটম্যান'-এর।

Last Updated : Jul 8, 2022, 8:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.