ইন্দোর, 1 ফেব্রুয়ারি: বাঁ-হাতের কবজিতে চিড় ৷ সেই অবস্থায় একহাতে ব্যাট করে গেলেন হনুমা বিহারী (Hanuma Vihari Bats Left-Handed With Fractured Wrist) ৷ রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে আজ এমনই আশ্চর্য ছবি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ৷ বাঁ-হাতি ব্যাটারের ভূমিকায় 57 বলে 27 রান করে গেলেন অন্ধ্রপ্রদেশের অধিনায়ক ৷ মধ্যপ্রদেশের বিরুদ্ধে রঞ্জির কোয়ার্টার ফাইনাল ম্যাচের দ্বিতীয় দিনের ঘটনায় ফিরে এল 2020-21 সালের সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পঞ্চমদিনের স্মৃতি ৷
রঞ্জি ট্রফির কোয়ার্টারে ফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথমে ব্যাট করছিল অন্ধ্রপ্রদেশ ৷ প্রথমদিনের খেলা চলাকালীন অন্ধ্র অধিনায়ক হনুমা বিহারীর ইনিংসের 37 নম্বর বলটি মধ্যপ্রদেশের পেসার আবেশ খান বাউন্সার মারেন ৷ সেই বাউন্সার ডিফেন্ড করতে গিয়ে বল বাঁ-হাতের কবজিতে লাগে ৷ মাঠেই যন্ত্রণায় ছটফট করতে থাকেন হনুমা ৷ কিন্তু, তাঁর কলজের জোর যে বিশাল তা আগেও প্রমাণ করেছেন জাতীয় দলের হয়ে অস্ট্রেলিয়ার মাঠে ৷ হার বাঁচাতে অজি পেসারদের সামনে পর্বতের মতো দাঁড়িয়ে ছিলেন ৷ 140-150 কিলোমিটার গতির বল লাগাতার শরীরে খেয়ে ম্যাচ বাঁচিয়েছিলেন সেবার ৷
সেই লৌহকঠিন মানসিকতা দেখা গেল রঞ্জির নক-আউটে ৷ ড্রেসিংরুমে ফেরার পর হনুমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে এক্স-রে রিপোর্টে ধরা পড়ে বাঁ-হাতের কবজিতে চিড় ধরেছে ৷ যার জেরে হনুমা বিহারীকে 5-6 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ৷ ফলে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয়, প্রয়োজন পড়লে তখনই অধিনায়ককে ব্যাট করতে পাঠানো হবে ৷ প্রথমদিন এবং দ্বিতীয় দিনের শুরু প্রায় এক ঘণ্টা উইকেট-কিপার রিকি ভুঁই (149) এবং করণ শিন্ডে (110) পরিস্থিতি সামল দেন ৷
-
Hanuma Vihari one handed batting due to fracture his wrist.#HanumaVihari #INDvsAUSpic.twitter.com/t9hVDTRMmY
— Drink Cricket 🏏 (@Abdullah__Neaz) February 1, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Hanuma Vihari one handed batting due to fracture his wrist.#HanumaVihari #INDvsAUSpic.twitter.com/t9hVDTRMmY
— Drink Cricket 🏏 (@Abdullah__Neaz) February 1, 2023Hanuma Vihari one handed batting due to fracture his wrist.#HanumaVihari #INDvsAUSpic.twitter.com/t9hVDTRMmY
— Drink Cricket 🏏 (@Abdullah__Neaz) February 1, 2023
আরও পড়ুন: পেসারদের দাপটে ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রথমদিন চালকের আসনে বাংলা
কিন্তু, আজ দ্বিতীয় দিনে মধ্যপ্রদেশের হয়ে ব্যাট করতে নামেন হনুমা বিহারী ৷ তবে, বাঁ-হাতে ব্যান্ডেজ থাকায় ডান হাতি ব্যাটারের ভূমিকায় নামতে পারেননি ৷ সেই কারণে, ডান হাতে ব্যাট ধরে বাঁ-হাতি ব্যাটারের ভূমিকায় মাঠে নামেন তিনি ৷ সেখান থেকে 20 বল খেলে আরও 11 রান যোগ করেন অন্ধ্রপ্রদেশের হয়ে ৷ অন্ধ্রপ্রদেশের ইনিংস 379 রানে শেষ হয় ৷ জবাবে 2 উইকেট হারিয়ে মধ্যপ্রদেশ 55 রান তুলেছে ৷