ETV Bharat / sports

Harmanpreet Kaur Milestone: বিশ্বকাপের মঞ্চে ছাপিয়ে গেলেন রোহিতকে, প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্তি হরমনপ্রীতের - Harmanpreet Kaur

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে 150টি আন্তর্জাতিক টি-20 খেলার নজির গড়লেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) ৷ আইরিশদের বিরুদ্ধে বিশ্বকাপের মঞ্চে টস করতে নামার সঙ্গে সঙ্গে সোমবার এই মাইলস্টোন ছুঁয়ে ফেলেন ভারত অধিনায়িকা ৷

Etv Bharat
প্রথম ক্রিকেটার হিসেবে অনন্য কীর্তি গড়লেন হরমনপ্রীত
author img

By

Published : Feb 20, 2023, 9:26 PM IST

Updated : Feb 20, 2023, 11:09 PM IST

গেবেরহা, 20 ফেব্রুয়ারি: বিশ্বকাপের মঞ্চে দেশের সাফল্য অনেকাংশেই নির্ভর করছে তাঁর উইলোয় ৷ তবে এখনও নামের প্রতি সুবিচার করতে পারেননি হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) ৷ সোমবার গ্রুপের শেষ ম্যাচে আপাত সহজ প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারত অধিনায়িকার ব্যাটে বড় রানের প্রত্যাশা করেছিলেন অনুরাগীরা ৷ কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচেও হরমনপ্রীতের ব্যাটে রান এল না ৷ তবে রান খরার মধ্যেও এদিন তিনি এমন এক নজির গড়লেন, যা নারী-পুরুষ নির্বিশেষে বিশ্বের কোনও ক্রিকেটারের ঝুলিতে নেই ৷

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে 150টি আন্তর্জাতিক টি-20 খেলার নজির গড়লেন হরমনপ্রীত (H Kaur becomes the first cricket to play 150th International T20I match) ৷ ছেলেদের মধ্যে সর্বাধিক 148টি ম্যাচ খেলা রোহিত শর্মার রেকর্ড ভেঙেছিলেন গত ম্যাচেই ৷ আর সোমবার গেবেরহায় 150টি ম্যাচ খেলার এলিট ক্লাবে প্রবেশ করে গেলেন পঞ্জাব ক্রিকেটার ৷ মেয়েদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক (143টি) ম্যাচ খেলার নজির রয়েছে নিউজিল্যান্ডের সুজি বেটসের ৷ যদিও মাইলস্টোন ম্যাচে বড় রানের সুযোগ থাকলেও মাত্র 13 রানে ডাগ-আউটে ফিরলেন হরমনপ্রীত ৷ অধিনায়ক ব্যর্থতা ঢেকে স্মৃতি মন্ধনার ঝোড়ো 87 রান আইরিশদের বিরুদ্ধে 156 রান তুলতে সাহায্য করল 'উইমেন ইন ব্লু'কে ৷

আর 150তম আন্তর্জাতিক ম্যাচ খেলার নজিরের পাশে রানের নিরিখেও এদিন একটি মাইলফলক ছুঁয়ে ফেলেছেন টি-20 আন্তর্জাতিকে দেশের একমাত্র শতরানকারী ৷ বিশ্বের চতুর্থ মহিলা ব্যাটার হিসেবে এদিন 3 হাজার টি-20 রান পূর্ণ করলেন হরমনপ্রীত (H Kaur becomes fourth batter to complete 4,000 T20I runs) ৷ আয়ারল্যান্ডের বিরুদ্ধে এদিন 7 রান করতেই সুজি বেটস, মেগ ল্যানিং, স্টেফানি টেলরের সঙ্গে একাসনে বসে পড়েন তিনি ৷ তবে চলতি বিশ্বকাপে ব্যাটে রানের আকাল ভাবাচ্ছে তাঁকে ৷

আরও পড়ুন: মন্ধনার ব্যাটে ঝড়, সেমিফাইনালের লক্ষ্যে আইরিশদের 156 রানের টার্গেট ভারতের

গত তিন ম্যাচে হরমনপ্রীতের সংগ্রহে যথাক্রমে 4, 33 এবং 16 রান ৷ টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়িকা ৷ টস জিতে হরমনপ্রীত বলেন, "দেড়শো টি-20 ম্যাচ খেলা বিরাট ব্যাপার ৷ সতীর্থদের দেখে প্রচুর বার্তা পেয়েছি ৷ বিসিসিআই এবং আইসিসিকে ধন্যবাদ আমাদের বেশি করে ম্যাচ খেলার সুযোগ করে দেওয়ার,জন্য ৷"

গেবেরহা, 20 ফেব্রুয়ারি: বিশ্বকাপের মঞ্চে দেশের সাফল্য অনেকাংশেই নির্ভর করছে তাঁর উইলোয় ৷ তবে এখনও নামের প্রতি সুবিচার করতে পারেননি হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur) ৷ সোমবার গ্রুপের শেষ ম্যাচে আপাত সহজ প্রতিপক্ষ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারত অধিনায়িকার ব্যাটে বড় রানের প্রত্যাশা করেছিলেন অনুরাগীরা ৷ কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচেও হরমনপ্রীতের ব্যাটে রান এল না ৷ তবে রান খরার মধ্যেও এদিন তিনি এমন এক নজির গড়লেন, যা নারী-পুরুষ নির্বিশেষে বিশ্বের কোনও ক্রিকেটারের ঝুলিতে নেই ৷

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে 150টি আন্তর্জাতিক টি-20 খেলার নজির গড়লেন হরমনপ্রীত (H Kaur becomes the first cricket to play 150th International T20I match) ৷ ছেলেদের মধ্যে সর্বাধিক 148টি ম্যাচ খেলা রোহিত শর্মার রেকর্ড ভেঙেছিলেন গত ম্যাচেই ৷ আর সোমবার গেবেরহায় 150টি ম্যাচ খেলার এলিট ক্লাবে প্রবেশ করে গেলেন পঞ্জাব ক্রিকেটার ৷ মেয়েদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক (143টি) ম্যাচ খেলার নজির রয়েছে নিউজিল্যান্ডের সুজি বেটসের ৷ যদিও মাইলস্টোন ম্যাচে বড় রানের সুযোগ থাকলেও মাত্র 13 রানে ডাগ-আউটে ফিরলেন হরমনপ্রীত ৷ অধিনায়ক ব্যর্থতা ঢেকে স্মৃতি মন্ধনার ঝোড়ো 87 রান আইরিশদের বিরুদ্ধে 156 রান তুলতে সাহায্য করল 'উইমেন ইন ব্লু'কে ৷

আর 150তম আন্তর্জাতিক ম্যাচ খেলার নজিরের পাশে রানের নিরিখেও এদিন একটি মাইলফলক ছুঁয়ে ফেলেছেন টি-20 আন্তর্জাতিকে দেশের একমাত্র শতরানকারী ৷ বিশ্বের চতুর্থ মহিলা ব্যাটার হিসেবে এদিন 3 হাজার টি-20 রান পূর্ণ করলেন হরমনপ্রীত (H Kaur becomes fourth batter to complete 4,000 T20I runs) ৷ আয়ারল্যান্ডের বিরুদ্ধে এদিন 7 রান করতেই সুজি বেটস, মেগ ল্যানিং, স্টেফানি টেলরের সঙ্গে একাসনে বসে পড়েন তিনি ৷ তবে চলতি বিশ্বকাপে ব্যাটে রানের আকাল ভাবাচ্ছে তাঁকে ৷

আরও পড়ুন: মন্ধনার ব্যাটে ঝড়, সেমিফাইনালের লক্ষ্যে আইরিশদের 156 রানের টার্গেট ভারতের

গত তিন ম্যাচে হরমনপ্রীতের সংগ্রহে যথাক্রমে 4, 33 এবং 16 রান ৷ টস জিতে এদিন প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়িকা ৷ টস জিতে হরমনপ্রীত বলেন, "দেড়শো টি-20 ম্যাচ খেলা বিরাট ব্যাপার ৷ সতীর্থদের দেখে প্রচুর বার্তা পেয়েছি ৷ বিসিসিআই এবং আইসিসিকে ধন্যবাদ আমাদের বেশি করে ম্যাচ খেলার সুযোগ করে দেওয়ার,জন্য ৷"

Last Updated : Feb 20, 2023, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.