ETV Bharat / sports

হায়দরাবাদের সূর্য ডোবাল গায়কোয়াড়-ডুপ্লেসিরা, কোহলিদের হটিয়ে শীর্ষে চেন্নাই

গত কয়েকটি ম্যাচে গায়কোয়াড় ও ডুপ্লেসির ওপেনিং জুটি সুপার ডুপার হিট । কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 115, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 74 এবং বুধবার হায়দরাবাদের বিরুদ্ধে 129 রানের পার্টনারশিপ গড়েন তাঁরা ।

Gaikwad
Gaikwad
author img

By

Published : Apr 29, 2021, 8:10 AM IST

নয়াদিল্লি, 29 এপ্রিল : 14তম আইপিএলে প্রবল গতিতে ছুটছে চেন্নাই এক্সপ্রেস । বুধবার অরুণ জেটলি স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে 7 উইকেটে হারিয়ে টানা পাঁচটি ম্যাচ জিতে নিল ধোনির সিএসকে । চেন্নাইয়ের জয়ের নায়ক ফাফ ডুপ্লেসি এবং রুতুরাজ গায়কোয়াড় ।

গায়কোয়াড় ৪৪ বলে ৭৫ রানের ইনিংস খেললেন । ফাফ ডুপ্লেসি করলেন 38 বলে 56 রানের ইনিংস । এই দুইয়ের দাপটে হায়দরাবাদের দেওয়া 171 রান তাড়া করে সহজেই ম্যাচ জিতে যায় চেন্নাই । আমেদাবাদের মন্থর পিচে উইকেট তুলতে হিমশিম খেলেন হায়দরাবাদের পেস ত্রয়ী সন্দীপ শর্মা, খলিল আহমেদ, সিদ্ধার্থ কউলরা । লেগ স্পিনার রশিদ খান নিলেন তিনটি উইকেট । পাওয়ারপ্লেতে কোনও উইকেট না হারিয়ে 50 রান খাতায় যোগ করে সিএসকে । গত কয়েকটি ম্যাচে গায়কোয়াড় ও ডুপ্লেসির ওপেনিং জুটি সুপার ডুপার হিট । কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 115, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 74 এবং বুধবার হায়দরাবাদের বিরুদ্ধে 129 রানের পার্টনারশিপ গড়েন তাঁরা । রশিদ খান যতক্ষণে এদের দুজনকে ফেরালেন ততক্ষণে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় চেন্নাই ।

আরও পড়ুন : আইপিএল শেষে নিরাপদে দেশে ফেরাতে বিদেশি ক্রিকেটারদের আশ্বস্ত করল বিসিসিআই

ডেভিড ওয়ার্নারের 57, মণীশ পাণ্ডের 61 এবং কেন উইলিয়ামসনের 10 বলে 26 রানে ভর করে প্রথমে ব্যাট করে 171 রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ । 9 বল বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেন চেন্নাই । এই জয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হটিয়ে তালিকার শীর্ষস্থান দখল করল চেন্নাই । 6 ম্যাচে তাদের পয়েন্ট 10 ।

নয়াদিল্লি, 29 এপ্রিল : 14তম আইপিএলে প্রবল গতিতে ছুটছে চেন্নাই এক্সপ্রেস । বুধবার অরুণ জেটলি স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে 7 উইকেটে হারিয়ে টানা পাঁচটি ম্যাচ জিতে নিল ধোনির সিএসকে । চেন্নাইয়ের জয়ের নায়ক ফাফ ডুপ্লেসি এবং রুতুরাজ গায়কোয়াড় ।

গায়কোয়াড় ৪৪ বলে ৭৫ রানের ইনিংস খেললেন । ফাফ ডুপ্লেসি করলেন 38 বলে 56 রানের ইনিংস । এই দুইয়ের দাপটে হায়দরাবাদের দেওয়া 171 রান তাড়া করে সহজেই ম্যাচ জিতে যায় চেন্নাই । আমেদাবাদের মন্থর পিচে উইকেট তুলতে হিমশিম খেলেন হায়দরাবাদের পেস ত্রয়ী সন্দীপ শর্মা, খলিল আহমেদ, সিদ্ধার্থ কউলরা । লেগ স্পিনার রশিদ খান নিলেন তিনটি উইকেট । পাওয়ারপ্লেতে কোনও উইকেট না হারিয়ে 50 রান খাতায় যোগ করে সিএসকে । গত কয়েকটি ম্যাচে গায়কোয়াড় ও ডুপ্লেসির ওপেনিং জুটি সুপার ডুপার হিট । কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে 115, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 74 এবং বুধবার হায়দরাবাদের বিরুদ্ধে 129 রানের পার্টনারশিপ গড়েন তাঁরা । রশিদ খান যতক্ষণে এদের দুজনকে ফেরালেন ততক্ষণে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় চেন্নাই ।

আরও পড়ুন : আইপিএল শেষে নিরাপদে দেশে ফেরাতে বিদেশি ক্রিকেটারদের আশ্বস্ত করল বিসিসিআই

ডেভিড ওয়ার্নারের 57, মণীশ পাণ্ডের 61 এবং কেন উইলিয়ামসনের 10 বলে 26 রানে ভর করে প্রথমে ব্যাট করে 171 রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ । 9 বল বাকি থাকতেই তিন উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেন চেন্নাই । এই জয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হটিয়ে তালিকার শীর্ষস্থান দখল করল চেন্নাই । 6 ম্যাচে তাদের পয়েন্ট 10 ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.