ETV Bharat / sports

আইসিসি-র দুর্নীতি বিরোধী আইন ভাঙার অভিযোগে নির্বাসিত হিথ স্ট্রিক - দুর্নীতি বিরোধী আইন ভাঙার অভিযোগ

আইসিসি-র পাঁচটি দুর্নীতি বিরোধী আইন ভাঙার অভিযোগে জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিককে 8 বছরের জন্য সবরকমের ক্রিকেট থেকে নির্বাসিত করল ক্রিকেট নিয়ামক সংস্থা ৷

former-zimbabwe-skipper-heath-streak-handed-eight-year-ban-under-icc-anti-corruption-code
আইসিসি-র দুর্নীতি বিরোধী আইন ভাঙার অভিযোগে বহিষ্কৃত হিথ স্ট্রিক
author img

By

Published : Apr 14, 2021, 10:10 PM IST

দুবাই, 14 এপ্রিল : প্রাক্তন জিম্বাবোয়ে অধিনায়ক হিথ স্ট্রিককে 8 বছরের জন্য সবরকমের ক্রিকেট থেকে নির্বাসিত করল আইসিসি ৷ বুধবার আইসিসি এই সিদ্ধান্তের কথা জানাল ৷ হিথ স্ট্রিক আইসিসি-র পাঁচটি দুর্নীতি বিরোধী আইন ভাঙার কথা স্বীকার করে নিয়েছেন ৷ যার পরেই আইসিসি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ৷

প্রসঙ্গত, হিথ স্ট্রিকের বিরুদ্ধে 2016-2018 সাল পর্যন্ত জিম্বাবোয়ের কোচ থাকাকালীন এবং একাধিক ঘরোয়া ক্রিকেট দলের কোচ থাকার সময় একাধিক তথ্য ভার্চুয়ালি শেয়ার করেছেন ৷ তাঁর বিরুদ্ধে আইসিসি-র নিয়ম এবং ঘরোয়া ক্রিকেটের একাধিক নিয়মভঙ্গের অভিযোগ রয়েছে ৷ যেখানে জেনে বুঝে তাঁর জানা বহু তথ্য শেয়ার করেছেন ৷ যা বেটিং-এ ব্যবহার করা হতে পারে ৷ বিশেষ করে বলতে গেলে 2018 সালে জিম্বাবোয়ে, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে আয়োজিত ট্রাই সিরিজ়ের ভিতরকার বহু তথ্য শেয়ার করেছিলেন ৷ যে তালিকায় জিম্বাবোয়ে-আফগানিস্তান সিরিজ়ও ছিল ৷ সেই সঙ্গে 2018 সালে আইপিএল এবং এপিএল টুর্নাংমেন্টের বহু তথ্য ফাঁস করেছেন হিথ স্ট্রিক ৷

আরও পড়ুন : কেকেআরের বিরুদ্ধে জয়ের পিছনে মস্তিষ্ক অধিনায়ক রোহিতের, মত রাহুলের

এউ অপরাধগুলি তিনি সরাসরি বা নিজের অজান্তে বিভিন্নভাবে করেছেন বলে অভিযোগ উঠেছে ৷ বিশেষত, জাতীয় দলের 4 খেলোয়াড়কে যাঁদের মধ্যে জিম্বাবোয়ের অধিনায়কও ছিলেন ৷ তাঁদের নিজের পরিচিত এক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেন ৷ তাও সফরের মাঝে ৷ যা আইসিসির নিয়ম বহির্ভূত ৷

দুবাই, 14 এপ্রিল : প্রাক্তন জিম্বাবোয়ে অধিনায়ক হিথ স্ট্রিককে 8 বছরের জন্য সবরকমের ক্রিকেট থেকে নির্বাসিত করল আইসিসি ৷ বুধবার আইসিসি এই সিদ্ধান্তের কথা জানাল ৷ হিথ স্ট্রিক আইসিসি-র পাঁচটি দুর্নীতি বিরোধী আইন ভাঙার কথা স্বীকার করে নিয়েছেন ৷ যার পরেই আইসিসি এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ৷

প্রসঙ্গত, হিথ স্ট্রিকের বিরুদ্ধে 2016-2018 সাল পর্যন্ত জিম্বাবোয়ের কোচ থাকাকালীন এবং একাধিক ঘরোয়া ক্রিকেট দলের কোচ থাকার সময় একাধিক তথ্য ভার্চুয়ালি শেয়ার করেছেন ৷ তাঁর বিরুদ্ধে আইসিসি-র নিয়ম এবং ঘরোয়া ক্রিকেটের একাধিক নিয়মভঙ্গের অভিযোগ রয়েছে ৷ যেখানে জেনে বুঝে তাঁর জানা বহু তথ্য শেয়ার করেছেন ৷ যা বেটিং-এ ব্যবহার করা হতে পারে ৷ বিশেষ করে বলতে গেলে 2018 সালে জিম্বাবোয়ে, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে আয়োজিত ট্রাই সিরিজ়ের ভিতরকার বহু তথ্য শেয়ার করেছিলেন ৷ যে তালিকায় জিম্বাবোয়ে-আফগানিস্তান সিরিজ়ও ছিল ৷ সেই সঙ্গে 2018 সালে আইপিএল এবং এপিএল টুর্নাংমেন্টের বহু তথ্য ফাঁস করেছেন হিথ স্ট্রিক ৷

আরও পড়ুন : কেকেআরের বিরুদ্ধে জয়ের পিছনে মস্তিষ্ক অধিনায়ক রোহিতের, মত রাহুলের

এউ অপরাধগুলি তিনি সরাসরি বা নিজের অজান্তে বিভিন্নভাবে করেছেন বলে অভিযোগ উঠেছে ৷ বিশেষত, জাতীয় দলের 4 খেলোয়াড়কে যাঁদের মধ্যে জিম্বাবোয়ের অধিনায়কও ছিলেন ৷ তাঁদের নিজের পরিচিত এক ব্যক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেন ৷ তাও সফরের মাঝে ৷ যা আইসিসির নিয়ম বহির্ভূত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.