ETV Bharat / sports

Kuldeep Bowling Action: রান-আপ ও বোলিং অ্যাকশন বদলে সফল কুলদীপ, প্রশংসায় প্রাক্তনীরা - যুজবেন্দ্র চহাল

বোলিং অ্যাকশনে বদল এনেছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav) ৷ যার ফল তিনি বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টেও পেয়েছেন ৷ এবার ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচও সেই বদলের ছাপ দেখা গেল ৷

Kuldeep Yadav Bowling Action Change ETV BHARAT
Kuldeep Yadav Bowling Action Change
author img

By

Published : Jan 13, 2023, 5:44 PM IST

কলকাতা, 13 জানুয়ারি: 2019 সালে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন ৷ এর পর 2022 সালের আইপিএল-এ এক নতুুন রূপে দেখা গিয়েছিল কুলদীপ যাদব (Kuldeep Yadav Bowling Action Change)-কে ৷ সেখানে তাঁর বলের গতি যেমন বেড়েছিল এবং সেই সঙ্গে পালটে ছিল বোলিংয়ের ছন্দও ৷ জাতীয় দলে কামব্যাকের পর আরও একটি বদল দেখা গেল কুলদীপের মধ্যে ৷ বোলিং রান আপ এবং অ্যাকশন দুই বদলে ফেলেছেন ভারতের বাঁ-হাতি চ্যায়নাম্যান ৷ শর্ট রান-আপের সঙ্গে আর দ্রুত গতিতে বল করার জন্য এগিয়ে যেতে দেখা গেল তাঁকে ৷ আর কুলদীপের এই বদলেই মুগ্ধ ভারতের প্রাক্তনরা ৷

বৃহস্পতিবার ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে বদলে যাওয়া কুলদীপকে নিয়েই আলোচনা ক্রিকেট বিশেষজ্ঞদের ৷ ইরফান পাঠান (Irfan Pathan), সঞ্জয় মঞ্জরেকররা সেই নিয়েই সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ ইরফান, কুলদীপ যাদবের 2019 এবং গতকালের ম্যাচের বোলিং অ্যাকশনের ছবি টুইট করেছেন ৷ প্রাক্তন ভারতীয় বাঁ-হাতি পেসার টুইটে লিখেছেন, ‘‘কুলদীপ যাদব তাঁর রান-আপ অ্যাঙ্গেল পরিবর্তন করেছেন ৷ যা তাঁকে বোলিংয়ের লাইন পরিবর্তন করতে সাহায্য করেছে ৷ ফলে আর জোরে বল করতে পারছেন ৷ অসাধারণ কাজ করেছে ৷’’

  • Kuldeep Yadav has changed his run up angle that has changed his alignment & that is helping him to bowl quicker. Fantastic work by him 👏 pic.twitter.com/jO5sRDJEbp

    — Irfan Pathan (@IrfanPathan) January 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরেক প্রাক্তনী সঞ্জয় মঞ্জরেকর লিখেছেন, ‘‘টি-20’র তুলনায় 50 ওভারের ক্রিকেটে স্লগিং তুলনামূলকভাবে কম হয় ৷ এখানে ব্যাটাররা অনেকটা গভীরে গিয়ে খেলেন এবং রক্ষণশীল হয় ৷ তাই দলের এমন একজন বোলারকে দরকার, যিনি ডিফেন্সিভ ও ডিপ ম্যাচ খেলা ব্যাটারকে বিট করতে পারবেন ৷ কুলদীপের সেই দক্ষতা রয়েছে ৷’’ কলকাতা ম্যাচে কুলদীপের বোলিং দেখে মঞ্জরেকরের এই মন্তব্য, বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷

  • In 50 overs, unlike in T20s there is less slogging. There is more pushing and defending from batters. So a team needs bowlers who can beat a batter while he is defending or pushing. Kuldeep has that ability.

    — Sanjay Manjrekar (@sanjaymanjrekar) January 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: লেজার শোয়ে মায়াবী ইডেন গার্ডেন্স, ডিজের তালে নাচ বিরাট-ঈশানের

কারণ, ওয়ান ডে ক্রিকেটে ভারতীয় দলের একাদশে প্রথম বাছাই স্বাভাবিকভাবেই যুজবেন্দ্র চহাল (Yuzvendra Chahal) ৷ কিন্তু, কুলদীপের পারফর্মেন্স এবং প্রাক্তনীদের মন্তব্য চহালের উপরে চাপ আরও বাড়াতে পারে ৷ তবে, যাঁর বোলিং অ্যাকশন নিয়ে এত কথা সেই কুলদীপ যাদব কী বলছেন ? ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে কুলদীপ জানান, তাঁর এই বদলে যাওয়া বোলিং অ্যাকশনে বলের গতি বেড়েছে ৷ এমনকি তাঁর ফ্লাইট বল অনেক বেশি কার্যকর হচ্ছে ৷

তবে, এই বদলে এখনও সড়গড় হননি কুলদীপ ৷ জানাচ্ছেন, এই বোলিং অ্যাকশনের ফলে কিছুটা ক্লান্ত হয়ে পড়ছেন শেষের দিকে ৷ কিন্তু, এর জন্য তিনি ফিটনেসের উপরে আরও জোর দিয়েছেন ৷ আশা করছেন আগামী কয়েকমাসের মধ্যে এই সমস্যাও দূরে সরিয়ে ফেলবেন ৷ কুলদীপ জানান, আগের থেকে অনেকটা সোজা দৌড় শুরু করছেন ৷ পাশাপাশি, বোলিং রানআপ ছোট করে ফেলেছেন ৷ ফলে বল করার সময় ডেলিভারিতে বেশি বলপ্রয়োগ করতে পারছেন ৷

কলকাতা, 13 জানুয়ারি: 2019 সালে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন ৷ এর পর 2022 সালের আইপিএল-এ এক নতুুন রূপে দেখা গিয়েছিল কুলদীপ যাদব (Kuldeep Yadav Bowling Action Change)-কে ৷ সেখানে তাঁর বলের গতি যেমন বেড়েছিল এবং সেই সঙ্গে পালটে ছিল বোলিংয়ের ছন্দও ৷ জাতীয় দলে কামব্যাকের পর আরও একটি বদল দেখা গেল কুলদীপের মধ্যে ৷ বোলিং রান আপ এবং অ্যাকশন দুই বদলে ফেলেছেন ভারতের বাঁ-হাতি চ্যায়নাম্যান ৷ শর্ট রান-আপের সঙ্গে আর দ্রুত গতিতে বল করার জন্য এগিয়ে যেতে দেখা গেল তাঁকে ৷ আর কুলদীপের এই বদলেই মুগ্ধ ভারতের প্রাক্তনরা ৷

বৃহস্পতিবার ইডেনে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে বদলে যাওয়া কুলদীপকে নিয়েই আলোচনা ক্রিকেট বিশেষজ্ঞদের ৷ ইরফান পাঠান (Irfan Pathan), সঞ্জয় মঞ্জরেকররা সেই নিয়েই সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ ইরফান, কুলদীপ যাদবের 2019 এবং গতকালের ম্যাচের বোলিং অ্যাকশনের ছবি টুইট করেছেন ৷ প্রাক্তন ভারতীয় বাঁ-হাতি পেসার টুইটে লিখেছেন, ‘‘কুলদীপ যাদব তাঁর রান-আপ অ্যাঙ্গেল পরিবর্তন করেছেন ৷ যা তাঁকে বোলিংয়ের লাইন পরিবর্তন করতে সাহায্য করেছে ৷ ফলে আর জোরে বল করতে পারছেন ৷ অসাধারণ কাজ করেছে ৷’’

  • Kuldeep Yadav has changed his run up angle that has changed his alignment & that is helping him to bowl quicker. Fantastic work by him 👏 pic.twitter.com/jO5sRDJEbp

    — Irfan Pathan (@IrfanPathan) January 12, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরেক প্রাক্তনী সঞ্জয় মঞ্জরেকর লিখেছেন, ‘‘টি-20’র তুলনায় 50 ওভারের ক্রিকেটে স্লগিং তুলনামূলকভাবে কম হয় ৷ এখানে ব্যাটাররা অনেকটা গভীরে গিয়ে খেলেন এবং রক্ষণশীল হয় ৷ তাই দলের এমন একজন বোলারকে দরকার, যিনি ডিফেন্সিভ ও ডিপ ম্যাচ খেলা ব্যাটারকে বিট করতে পারবেন ৷ কুলদীপের সেই দক্ষতা রয়েছে ৷’’ কলকাতা ম্যাচে কুলদীপের বোলিং দেখে মঞ্জরেকরের এই মন্তব্য, বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷

  • In 50 overs, unlike in T20s there is less slogging. There is more pushing and defending from batters. So a team needs bowlers who can beat a batter while he is defending or pushing. Kuldeep has that ability.

    — Sanjay Manjrekar (@sanjaymanjrekar) January 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: লেজার শোয়ে মায়াবী ইডেন গার্ডেন্স, ডিজের তালে নাচ বিরাট-ঈশানের

কারণ, ওয়ান ডে ক্রিকেটে ভারতীয় দলের একাদশে প্রথম বাছাই স্বাভাবিকভাবেই যুজবেন্দ্র চহাল (Yuzvendra Chahal) ৷ কিন্তু, কুলদীপের পারফর্মেন্স এবং প্রাক্তনীদের মন্তব্য চহালের উপরে চাপ আরও বাড়াতে পারে ৷ তবে, যাঁর বোলিং অ্যাকশন নিয়ে এত কথা সেই কুলদীপ যাদব কী বলছেন ? ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে কুলদীপ জানান, তাঁর এই বদলে যাওয়া বোলিং অ্যাকশনে বলের গতি বেড়েছে ৷ এমনকি তাঁর ফ্লাইট বল অনেক বেশি কার্যকর হচ্ছে ৷

তবে, এই বদলে এখনও সড়গড় হননি কুলদীপ ৷ জানাচ্ছেন, এই বোলিং অ্যাকশনের ফলে কিছুটা ক্লান্ত হয়ে পড়ছেন শেষের দিকে ৷ কিন্তু, এর জন্য তিনি ফিটনেসের উপরে আরও জোর দিয়েছেন ৷ আশা করছেন আগামী কয়েকমাসের মধ্যে এই সমস্যাও দূরে সরিয়ে ফেলবেন ৷ কুলদীপ জানান, আগের থেকে অনেকটা সোজা দৌড় শুরু করছেন ৷ পাশাপাশি, বোলিং রানআপ ছোট করে ফেলেছেন ৷ ফলে বল করার সময় ডেলিভারিতে বেশি বলপ্রয়োগ করতে পারছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.