ETV Bharat / sports

Bharat Arun: তাঁর হাতেই বদলেছে বোলিং বিভাগ, পাক ‘বধে’ বুমরাই বাজি প্রাক্তন কোচ অরুণের - India vs Pakistan

ভারত-পাক মহারণের বাকি আর কিছুক্ষণ ৷ তার আগে দলের বোলারদের উপরেই ভরসা রাখছেন ভরত অরুণ ৷ দেশের প্রাক্তন বোলিং কোচের সঙ্গে কথা বললেন ইটিভি ভারতের সঞ্জীব গুহ ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 2:25 PM IST

Updated : Sep 2, 2023, 3:30 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: এশিয়া কাপে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ, ভারত ও পাকিস্তান ৷ গতবার এশিয়া কাপের গ্রুপ পর্বে পাক ‘বধ’ করলেও সুপার ফোরের ম্যাচে পর্যুদস্ত হয়েছিল রোহিত শর্মার ‘মেন ইন ব্লু’ ৷ ফলে বদলার আঁচে ফুটছে ‘মেন ইন ব্লু’ ৷ অন্যদিকে, নেপালকে হারিয়ে চনমনে পাকিস্তানও ৷ ফলে জমজমাটি ম্যাচের অপেক্ষায় ক্যান্ডি ৷

পরিসংখ্যান বলছে, একদিনের আন্তর্জাতিক ম্যাচে এখনও পর্যন্ত 132 বার মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ৷ পাকিস্তান জিতেছে 73 বার, ভারত পাক ‘বধ’ করেছে 55 বার ৷ পাকিস্তানের এগিয়ে থাকার মূল ভিত্তি তাদের বোলিং, বিশেষ করে পেস বিভাগ ৷ একদশক আগেই লড়াইটা ছিল ভারতীয় ব্যাটিং বনাম পাক বোলিং ৷

যদিও এখন ছবিটা আলাদা ৷ তার নেপথ্যে রয়েছেন ভরত অরুণ, টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলিং কোচ ৷ তাঁর আমলেই বদলেছে টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্ট ৷ মেগা ম্যাচের আগে প্রাক্তন ছাত্রদের নিয়ে আশাবাদী অরুণ ৷ নির্দিষ্ট কাউকে ট্রাম্পকার্ড বাছতে নারাজ, তবু ইটিভি ভারতকে ভরত অরুণ জানালেন, বুমরার দলে ফেরা নিঃসন্দেহে বড় বিষয় ৷ সেটা মেগা ম্যাচের আগে অতিরিক্ত মাইলেজ দিচ্ছে ভারতকে ৷ শামিও দুর্দান্ত ফর্মে রয়েছে ৷ গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে ওঠার ক্ষমতা রয়েছে স্পিনারদের ৷ ফলে নির্দিষ্ট কাউকে ফোকাসে রাখা ঠিক হবে না ৷ এটা টিম গেম ৷

আরও পড়ুন: মাঠের দ্বৈরথের আগে বিরাট-বাবরদের সৌদার্হ্যের উষ্ণতা পাল্লেকেলেতে

শেষবার ভারত-পাক মুখোমুখি হয়েছিল টি-20 বিশ্বকাপে ৷ কোহলির হাত ধরে ওই ম্যাচে বাবর আজমের দলকে উড়িয়ে দিয়েছিল ‘শর্মা অ্যান্ড কোং’ ৷ চলতি এশিয়া কাপে ইতিমধ্যে নেমে পড়েছে ‘মেন ইন গ্রিন’ ৷ সহজ প্রতিপক্ষ নেপালের বিরুদ্ধে ব্যাটিং এবং বোলিং, দুই বিভাগকেই ঝালিয়ে নিয়েছে পাকিস্তান ৷ বাবর আজম ও ইফতিখার আহমেদের রেকর্ড পার্টনারশিপে 238 রানে হারিয়েছে 'মেন ইন গ্রিন' ৷ 343 রানের টার্গেট তাড়া করেন 104 রানে গুটিয়ে গিয়েছে নেপাল ইনিংস ৷ ফলে মানসিকভাবে এগিয়ে থেকেই শনিবার ক্যান্ডিতে ভারতের বিরুদ্ধে নামবে পাকিস্তান ৷

পরিসংখ্যান বলছে, একদিনের আন্তর্জাতিক ম্যাচে এখনও পর্যন্ত 132 বার মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ৷ পাকিস্তান জিতেছে 73 বার, ভারত পাক ‘বধ’ করেছে 55 বার ৷ অক্টোবরে ক্রিকেট বিশ্বকাপ ৷ এশিয়া কাপকে তার প্রস্তুতি হিসেবেই দেখবে এশিয়ান জায়ান্টরা ৷ উপরন্তু, ভারতে বিশ্বকাপ হওয়ায় উপমহাদেশের আবহাওয়ায় সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি সারার সুযোগ রয়েছে দেশগুলির সামনে ৷

আরও পড়ুন: এশিয়া কাপে ভারত-পাক মহারণ ! রোহিদের এগিয়ে রেখেও বাবরদের হালকাভাবে না-নেওয়ার পরামর্শ শাস্ত্রীর

কলকাতা, 2 সেপ্টেম্বর: এশিয়া কাপে মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ, ভারত ও পাকিস্তান ৷ গতবার এশিয়া কাপের গ্রুপ পর্বে পাক ‘বধ’ করলেও সুপার ফোরের ম্যাচে পর্যুদস্ত হয়েছিল রোহিত শর্মার ‘মেন ইন ব্লু’ ৷ ফলে বদলার আঁচে ফুটছে ‘মেন ইন ব্লু’ ৷ অন্যদিকে, নেপালকে হারিয়ে চনমনে পাকিস্তানও ৷ ফলে জমজমাটি ম্যাচের অপেক্ষায় ক্যান্ডি ৷

পরিসংখ্যান বলছে, একদিনের আন্তর্জাতিক ম্যাচে এখনও পর্যন্ত 132 বার মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ৷ পাকিস্তান জিতেছে 73 বার, ভারত পাক ‘বধ’ করেছে 55 বার ৷ পাকিস্তানের এগিয়ে থাকার মূল ভিত্তি তাদের বোলিং, বিশেষ করে পেস বিভাগ ৷ একদশক আগেই লড়াইটা ছিল ভারতীয় ব্যাটিং বনাম পাক বোলিং ৷

যদিও এখন ছবিটা আলাদা ৷ তার নেপথ্যে রয়েছেন ভরত অরুণ, টিম ইন্ডিয়ার প্রাক্তন বোলিং কোচ ৷ তাঁর আমলেই বদলেছে টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্ট ৷ মেগা ম্যাচের আগে প্রাক্তন ছাত্রদের নিয়ে আশাবাদী অরুণ ৷ নির্দিষ্ট কাউকে ট্রাম্পকার্ড বাছতে নারাজ, তবু ইটিভি ভারতকে ভরত অরুণ জানালেন, বুমরার দলে ফেরা নিঃসন্দেহে বড় বিষয় ৷ সেটা মেগা ম্যাচের আগে অতিরিক্ত মাইলেজ দিচ্ছে ভারতকে ৷ শামিও দুর্দান্ত ফর্মে রয়েছে ৷ গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে ওঠার ক্ষমতা রয়েছে স্পিনারদের ৷ ফলে নির্দিষ্ট কাউকে ফোকাসে রাখা ঠিক হবে না ৷ এটা টিম গেম ৷

আরও পড়ুন: মাঠের দ্বৈরথের আগে বিরাট-বাবরদের সৌদার্হ্যের উষ্ণতা পাল্লেকেলেতে

শেষবার ভারত-পাক মুখোমুখি হয়েছিল টি-20 বিশ্বকাপে ৷ কোহলির হাত ধরে ওই ম্যাচে বাবর আজমের দলকে উড়িয়ে দিয়েছিল ‘শর্মা অ্যান্ড কোং’ ৷ চলতি এশিয়া কাপে ইতিমধ্যে নেমে পড়েছে ‘মেন ইন গ্রিন’ ৷ সহজ প্রতিপক্ষ নেপালের বিরুদ্ধে ব্যাটিং এবং বোলিং, দুই বিভাগকেই ঝালিয়ে নিয়েছে পাকিস্তান ৷ বাবর আজম ও ইফতিখার আহমেদের রেকর্ড পার্টনারশিপে 238 রানে হারিয়েছে 'মেন ইন গ্রিন' ৷ 343 রানের টার্গেট তাড়া করেন 104 রানে গুটিয়ে গিয়েছে নেপাল ইনিংস ৷ ফলে মানসিকভাবে এগিয়ে থেকেই শনিবার ক্যান্ডিতে ভারতের বিরুদ্ধে নামবে পাকিস্তান ৷

পরিসংখ্যান বলছে, একদিনের আন্তর্জাতিক ম্যাচে এখনও পর্যন্ত 132 বার মুখোমুখি হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ৷ পাকিস্তান জিতেছে 73 বার, ভারত পাক ‘বধ’ করেছে 55 বার ৷ অক্টোবরে ক্রিকেট বিশ্বকাপ ৷ এশিয়া কাপকে তার প্রস্তুতি হিসেবেই দেখবে এশিয়ান জায়ান্টরা ৷ উপরন্তু, ভারতে বিশ্বকাপ হওয়ায় উপমহাদেশের আবহাওয়ায় সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি সারার সুযোগ রয়েছে দেশগুলির সামনে ৷

আরও পড়ুন: এশিয়া কাপে ভারত-পাক মহারণ ! রোহিদের এগিয়ে রেখেও বাবরদের হালকাভাবে না-নেওয়ার পরামর্শ শাস্ত্রীর

Last Updated : Sep 2, 2023, 3:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.