ETV Bharat / sports

Sourav Ganguly: 'জীবনের নতুন ইনিংসে অনেক কিছু করার আছে', সৌরভের মন্তব্য ঘিরে নয়া জল্পনা

author img

By

Published : Oct 24, 2022, 6:43 AM IST

সিএবি'র নির্বাচন থেকে সরে যাওয়ার পর সৌরভ বললেন, 'জীবনের নতুন ইনিংসে আমার অনেক কিছু করার আছে ।' স্বভাবতই তাঁর এই মন্তব্য ঘিরে ক্রিকেট মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে (Sourav Ganguly said he has a lot to do in his new innings of life)।

Etv Bharat
Etv Bharat

কলকাতা,24 অক্টোবর: বিসিসিআই সভাপতি হওয়া হয়নি ( BCCI President ) । ক্রিকেট বোর্ডের নানা জটিল সমীকরণের কাছে হার মানতে হয়েছে । ঠিক সেসময় তিনি বলেছিলেন, 'আবার শূন্য থেকে শুরু করব।' ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে সৌরভ-ভক্তরা একপ্রকার ধরেই নিয়েছিলেন, আরও একবার বঙ্গ ক্রিকেটের (Cricket Association of Bengal) মসনদে বসার কথা ভাবছেন 'প্রিন্স অফ ক্যালকাটা' । ঘটনাচক্রে তিনি চাইলেই সিএবি সভাপতি হতেও পারতেন বলে মনে করেন ক্রিকেট বোদ্ধাদের একটা বড় অংশ । তাও আবার কোনওরকম নির্বাচনে অংশ না নিয়ে । তবে শেষমেশ সে পথে হাঁটলেন না সৌরভ । দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে (Snehasish Ganguly) সিএবি-র মসনদে বসিয়ে মহারাজ হলেন 'কিং-মেকার' ।

সৌরভ নির্বাচনী লড়াই থেকে সরে যাওয়ার পর সভাপতি হলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় । সহ-সভাপতি পদ পেলেন অমলেন্দু বিশ্বাস । সাম্মানিক সম্পাদক হলেন নরেশ ঝা । প্রবীর চক্রবর্তী সাম্মানিক কোষাধ্যক্ষ হলেন । যুগ্ম সচিব হলেন দেবব্রত দাস । নতুন এই প্যানেল বাংলার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদী সৌরভ । সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন, "সিএবি একটা নতুন টিম পেল । আগামী তিন বছর এই টিম কাজ করবে। তারপর আমরা বুঝতে পারব তারা কতদূর কী করতে পারল। জীবনের নতুন ইনিংসে আমার অনেক কিছু করার আছে (Sourav Ganguly said he has a lot to do in his new innings of life)।"

আরও পড়ুন: সিএবি-র নয়া সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, দাদাকে মসনদ ছেড়ে 'কিং-মেকার' সৌরভ

বাইশ গজে সৌরভ মানেই দাদাগিরি । সৌরভ মানে জাতীয় দলের বাইরে চলে যাওয়ার পর প্রবল লড়াই করে ফিরে আসা । সৌরভ মানে আগুনের গোলার মতো ধেয়ে আসা বলের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো । ক্রিকেট প্রশাসক জীবনের সাময়িক বিরতির পরও যে সেই মানসিকতা একটুও বদলায়নি তার প্রমাণ আরও একবার দিলেন 'মহারাজ'। পাশাপাশি জীবনের নতুন ইনিংসে তাঁর অনেক কিছু করার আছে বলে নিজের ভবিষ্যৎ নিয়ে জল্পনা জিইয়েই রাখলেন সৌরভ ।

কলকাতা,24 অক্টোবর: বিসিসিআই সভাপতি হওয়া হয়নি ( BCCI President ) । ক্রিকেট বোর্ডের নানা জটিল সমীকরণের কাছে হার মানতে হয়েছে । ঠিক সেসময় তিনি বলেছিলেন, 'আবার শূন্য থেকে শুরু করব।' ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে সৌরভ-ভক্তরা একপ্রকার ধরেই নিয়েছিলেন, আরও একবার বঙ্গ ক্রিকেটের (Cricket Association of Bengal) মসনদে বসার কথা ভাবছেন 'প্রিন্স অফ ক্যালকাটা' । ঘটনাচক্রে তিনি চাইলেই সিএবি সভাপতি হতেও পারতেন বলে মনে করেন ক্রিকেট বোদ্ধাদের একটা বড় অংশ । তাও আবার কোনওরকম নির্বাচনে অংশ না নিয়ে । তবে শেষমেশ সে পথে হাঁটলেন না সৌরভ । দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে (Snehasish Ganguly) সিএবি-র মসনদে বসিয়ে মহারাজ হলেন 'কিং-মেকার' ।

সৌরভ নির্বাচনী লড়াই থেকে সরে যাওয়ার পর সভাপতি হলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় । সহ-সভাপতি পদ পেলেন অমলেন্দু বিশ্বাস । সাম্মানিক সম্পাদক হলেন নরেশ ঝা । প্রবীর চক্রবর্তী সাম্মানিক কোষাধ্যক্ষ হলেন । যুগ্ম সচিব হলেন দেবব্রত দাস । নতুন এই প্যানেল বাংলার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদী সৌরভ । সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন, "সিএবি একটা নতুন টিম পেল । আগামী তিন বছর এই টিম কাজ করবে। তারপর আমরা বুঝতে পারব তারা কতদূর কী করতে পারল। জীবনের নতুন ইনিংসে আমার অনেক কিছু করার আছে (Sourav Ganguly said he has a lot to do in his new innings of life)।"

আরও পড়ুন: সিএবি-র নয়া সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, দাদাকে মসনদ ছেড়ে 'কিং-মেকার' সৌরভ

বাইশ গজে সৌরভ মানেই দাদাগিরি । সৌরভ মানে জাতীয় দলের বাইরে চলে যাওয়ার পর প্রবল লড়াই করে ফিরে আসা । সৌরভ মানে আগুনের গোলার মতো ধেয়ে আসা বলের সামনে বুক চিতিয়ে দাঁড়ানো । ক্রিকেট প্রশাসক জীবনের সাময়িক বিরতির পরও যে সেই মানসিকতা একটুও বদলায়নি তার প্রমাণ আরও একবার দিলেন 'মহারাজ'। পাশাপাশি জীবনের নতুন ইনিংসে তাঁর অনেক কিছু করার আছে বলে নিজের ভবিষ্যৎ নিয়ে জল্পনা জিইয়েই রাখলেন সৌরভ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.