ETV Bharat / sports

Shane Warne Death : ওয়ার্নের মৃত্যুতে তাইল্যান্ডের ভিলায় তদন্তে ফরেন্সিক দল

ওয়ার্নের মৃত্যু তদন্তে ফরেন্সিক দল ৷ তাইল্যান্ডের ভিলা পরীক্ষা করবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা (Forensic Team to Inspect Thailand Villa) ৷ এমনকি শেন ওয়ার্নের সঙ্গে থাকা তাঁর বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে তাইল্যান্ড পুলিশের তরফে জানানো হয়েছে ৷

author img

By

Published : Mar 5, 2022, 2:25 PM IST

Updated : Mar 5, 2022, 9:18 PM IST

Forensic Team to Inspect Thailand Villa of Shane Warne
Forensic Team to Inspect Thailand Villa of Shane Warne

নয়াদিল্লি, 5 মার্চ : শেন ওয়ার্নের তাইল্যান্ডের ভিলা পরীক্ষা করবে ফরেন্সিক দল (Forensic Team to Inspect Thailand Villa) ৷ তাইল্যান্ড পুলিশের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ ওই ভিলাতেই গতকাল রাতে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় শেন ওয়ার্নকে ৷ তার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, ওয়ার্নের সঙ্গে তাইল্যান্ডে থাকা তাঁর বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ কারণ, তিনিই প্রথম ওয়ার্নকে অচৈতন্য অবস্থায় তাঁর ঘরে দেখেছিলেন ৷

তাইল্যান্ডের ভিলায় গতকাল রাতে অচৈতন্য অবস্থায় শেন ওয়ার্নকে উদ্ধার করা হয় ৷ জানা গিয়েছে, ওয়ার্নের সঙ্গে তাঁর এক বন্ধুও ওই ভিলায় উঠেছিলেন ৷ তিনিও একই কমপ্লেক্সে ছিলেন ৷ তাঁদের একসঙ্গে নৈশ্যভোজের জন্য দেখা করার কথা ছিল ৷ কিন্তু, অনেকক্ষণ হয়ে গেলেও শেন পৌঁছয়নি নৈশ্যভোজে ৷ এর পরেই তাঁর ঘরে যান শেনের বন্ধু ৷ সেখানেই তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ৷ সেই কারণেই শেনের ওই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷

আরও পড়ুন : Shane Warne : উদ্দাম যৌনতা, বিয়ার, চেন স্মোকিং... ওয়ার্নের জীবন যেন আক্ষরিক অর্থেই 'মন্দ ছেলের উপাখ্যান'

পাশাপাশি, ওই ভিলায় শেন যেখানে ছিলেন, তার প্রতিটি ঘর পরীক্ষা করে দেখবে ফরেন্সিক দল ৷ তাই পুলিশের তরফে জানানো হয়েছে, তিনি ভিলার ঘরে কিছু খেয়েছিলেন কি না অথবা তাঁর মৃত্যু সংক্রান্ত কোনও তথ্য পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হবে ৷ প্রাথমিকভাবে সাধারণ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে মনে করা হচ্ছে ৷ কিন্তু, ভিলার ঘরে অচৈতন্য অবস্থায় শেনের দেহ উদ্ধারে সবদিক খতিয়ে দেখতে চাইছে পুলিশ ৷

নয়াদিল্লি, 5 মার্চ : শেন ওয়ার্নের তাইল্যান্ডের ভিলা পরীক্ষা করবে ফরেন্সিক দল (Forensic Team to Inspect Thailand Villa) ৷ তাইল্যান্ড পুলিশের তরফে এমনটাই জানানো হয়েছে ৷ ওই ভিলাতেই গতকাল রাতে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় শেন ওয়ার্নকে ৷ তার পর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, ওয়ার্নের সঙ্গে তাইল্যান্ডে থাকা তাঁর বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷ কারণ, তিনিই প্রথম ওয়ার্নকে অচৈতন্য অবস্থায় তাঁর ঘরে দেখেছিলেন ৷

তাইল্যান্ডের ভিলায় গতকাল রাতে অচৈতন্য অবস্থায় শেন ওয়ার্নকে উদ্ধার করা হয় ৷ জানা গিয়েছে, ওয়ার্নের সঙ্গে তাঁর এক বন্ধুও ওই ভিলায় উঠেছিলেন ৷ তিনিও একই কমপ্লেক্সে ছিলেন ৷ তাঁদের একসঙ্গে নৈশ্যভোজের জন্য দেখা করার কথা ছিল ৷ কিন্তু, অনেকক্ষণ হয়ে গেলেও শেন পৌঁছয়নি নৈশ্যভোজে ৷ এর পরেই তাঁর ঘরে যান শেনের বন্ধু ৷ সেখানেই তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ৷ সেই কারণেই শেনের ওই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করা হবে ৷

আরও পড়ুন : Shane Warne : উদ্দাম যৌনতা, বিয়ার, চেন স্মোকিং... ওয়ার্নের জীবন যেন আক্ষরিক অর্থেই 'মন্দ ছেলের উপাখ্যান'

পাশাপাশি, ওই ভিলায় শেন যেখানে ছিলেন, তার প্রতিটি ঘর পরীক্ষা করে দেখবে ফরেন্সিক দল ৷ তাই পুলিশের তরফে জানানো হয়েছে, তিনি ভিলার ঘরে কিছু খেয়েছিলেন কি না অথবা তাঁর মৃত্যু সংক্রান্ত কোনও তথ্য পাওয়া যায় কিনা তা খতিয়ে দেখা হবে ৷ প্রাথমিকভাবে সাধারণ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে মনে করা হচ্ছে ৷ কিন্তু, ভিলার ঘরে অচৈতন্য অবস্থায় শেনের দেহ উদ্ধারে সবদিক খতিয়ে দেখতে চাইছে পুলিশ ৷

Last Updated : Mar 5, 2022, 9:18 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.