মুম্বই, 23 মে : আইপিএল-এ বিধ্বংসী পারফরম্যান্স ৷ তাঁর ব্যাটে ভর করেই এ বারের আইপিএল (IPL)-এ বহু ম্যাচ জিতেছে আরসিবি ৷ আর গ্লাভস হাতে উইকেটের পিছনে ততটাই ক্ষিপ্র ৷ যে কোনও তরুণ উইকেট কিপার ব্যাটারকে পিছনে ফেলে দিয়েছেন 37 বছরের দীনেশ কার্তিক ৷ আর সেই পারফরম্যান্সের জোরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজে জাতীয় দলে ডাক পেয়েছেন ডিকে ৷
কেরিয়ারের শেষ সময়ে ভারতীয় দলে কামব্যাক করার সুযোগ পেয়ে আরও কঠোর পরিশ্রম করার অঙ্গীকার দীনেশ কার্তিকের (Focused Dinesh Karthik Believe in Hard Work Tweet After India Recall) ৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলে সুযোগ পাওয়ার পর একটি টুইট করেন তিনি ৷ যে টুইটে নিজের প্রতি আস্থা রাখার কথা বলেছেন ৷ দীনেশ টুইটে লেখেন, ‘‘যদি আপনি নিজের উপর আস্থা রাখেন, তবে সবকিছু ঠিকঠাক হবে ৷ সমর্থন এবং বিশ্বাস রাখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ...কঠোর পরিশ্রম জারি রয়েছে...’’
-
If you believe yourself, everything will fall into place! ✨
— DK (@DineshKarthik) May 22, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Thank you for all the support and belief...the hard work continues... pic.twitter.com/YlnaH9YHW1
">If you believe yourself, everything will fall into place! ✨
— DK (@DineshKarthik) May 22, 2022
Thank you for all the support and belief...the hard work continues... pic.twitter.com/YlnaH9YHW1If you believe yourself, everything will fall into place! ✨
— DK (@DineshKarthik) May 22, 2022
Thank you for all the support and belief...the hard work continues... pic.twitter.com/YlnaH9YHW1
ফের একবার ভারতের জার্সিতে মাঠে নামার সুযোগ পেয়ে স্বাভাবিকভাবেই আবেগ প্রবণ হয়ে পড়েছেন দীনেশ কার্তিক ৷ এবার তাঁর লক্ষ্য রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে আইপিএল’র ফাইনালে তোলা ৷ 25 মে কলকাতায় এলিমিনেটর খেলতে নামবে আরসিবি ৷ সেখানে গ্লাভস হাতে উইকেটের পিছনে থাকবেন ডিকে ৷ আর মিডল অর্ডারে ফিনিশার হিসাবে আরসিবি’র এ বারের সবচেয়ে বড় ভরসা ৷ ফলে জাতীয় দলে সুযোগ পেয়ে নিজের পারফর্মেন্সকে আরও উঁচুতে নিয়ে যেতে চাইবেন দীনেশ ৷ আগামী 9 জুন দিল্লির ফিরোজ শাহ কোটলায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-20 খেলবে ভারত ৷