ETV Bharat / sports

Virat kohli : কোহলির নেতৃত্বে টি-20তে ভারতের 'বিরাট' সাফল্য, বিশ্বকাপ জিতলেই ষোলকলা পূর্ণ - virat kohli Captaincy

বিরাটের নেতৃত্ব ভারত টি-20 ফরম্যাটে আইসিসি ট্রফি জেতেনি ৷ কিন্তু SENA (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়া) দেশে তাঁর নেতৃত্বে কুড়ি বিশের ফরম্যাটে ভারতের সাফল্য নজরকাড়া ৷

virat kohli
virat kohli
author img

By

Published : Sep 17, 2021, 10:46 AM IST

Updated : Sep 17, 2021, 1:04 PM IST

নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর : আগামী মাসে টি-20 বিশ্বকাপ ৷ সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে অনুষ্ঠিত এই মেগা টুর্নামেন্ট পর্যন্ত টি-20 ফরম্যাটে দেশকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি ৷ তারপরই কুড়ি বিশের ফরম্যাটে মেন ইন ব্লু-র নেতৃত্বভার চলে যাবে অন্য কারও কাঁধে ৷ তাঁর টি-20 ক্যাপ্টেন্সি ছাড়া নিয়ে গুঞ্জন চলছিল কিছুদিন ধরেই ৷ তারই মাঝে গতকাল নিজেই টুইট করে জল্পনার অবসান ঘটিয়েছেন কোহলি ৷ জানিয়ে দিয়েছেন, টি-20 ফরম্যাটের অধিনায়ক হিসেবে এটাই শেষ বিশ্বকাপ তাঁর ৷ বিরাটের নেতৃত্বে টি-20 ফরম্যাটে ভারত আইসিসি ট্রফি জেতেনি ঠিকই, কিন্তু এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে গর্ব করতেই পারেন কোহলি ৷ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপ জিতেছিল ভারত ৷ কিন্তু বিরাটের নেতৃত্বে টি-20তে ভারতের সাফল্যের হার বেশি ৷ সেই পরিসংখ্যানে চোখ রাখা যাক ৷

কোহলির নেতৃত্বে ভারত এখনও পর্যন্ত 45টি ম্যাচ খেলেছে ৷ জিতেছে 27টি ম্যাচে ৷ দুটি ম্যাচ টাই ও দুটিতে হারের মুখ দেখেছে ৷ তাঁর অধিনায়কত্বে ক্ষুদ্রতম ফরম্যাটে ভারতের জয়ের হার 65.11 শতাংশ ৷ তাঁর আমলে এখনও পর্যন্ত এই ফরম্যাটে দেশের ঝুলিতে আইসিসি ট্রফি আসেনি ঠিকই কিন্তু বিশ্বের প্রথম সারির ক্রিকেট খেলিয়া দেশগুলির (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া) বিরুদ্ধে ভারতের সাফল্য নজরকাড়া ৷ এছাড়া বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধেও ভারত টি-20 সিরিজ় জিতেছে ৷

2017 সালে টি-20তে নেতৃত্ব দেওয়া শুরু করেন বিরাট ৷ সেবছরই শ্রীলঙ্কার বিরুদ্ধে একমাত্র ম্যাচে প্রথম দ্বিপাক্ষিক টি-20 সিরিজ় জেতেন ৷ SENA (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলির মধ্যে ভারত 2018 সালে প্রথমবার 2-1 ব্যবধানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় জেতে ৷ সেবছরই শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে 2-1 ব্যবধানে হারিয়ে দিয়েছিল বিরাট ব্রিগেড ৷ বিদেশের মাটিতে টি-20তে ভারতের সবচেয়ে বড় সাফল্য আসে 2019-20 সালে ৷ সেবার নিউজ়িল্যান্ডে গিয়ে 5-0 ব্যবধানে কিউয়িদের ধুয়ে সাফ করে দিয়েছিল ভারতীয় দল ৷

আরও পড়ুন : Virat Kohli: বিশ্বকাপের পরই টি-20র নেতৃত্ব ছাড়ছেন বিরাট কোহলি

2020 সালে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি-20 সিরিজ়ের কথাই ধরা যাক ৷ একদিনের সিরিজ়ে হারের পর টি-20তে অজ়িদের হারিয়ে কামব্যাক করেছিল ভারত ৷ সম্প্রতি ইংল্যান্ডকে তাদের দেশে টি-20তে 3-2 ব্যবধানে হারিয়েছে ভারত ৷ সিরিজ় সেরা হয়েছিলেন খোদ ভারত অধিনায়ক ৷ এই ফরম্যাটে তাঁর ঝুলিতে তিনহাজারের বেশি রান রয়েছে ৷ সর্বশ্রেষ্ঠ স্কোর 94 ৷ 2018 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রিস্টলে সিরিজ়ের তৃতীয় টি-20তে ভারতের জয় স্মরণীয় হয়ে রয়েছে ৷ 199 রান তাড়া করতে নেমে ভারত 62 রানে 2টি উইকেট হারিয়ে ফেলেছিল ৷ সেই ম্যাচে রোহিত শর্মার দুরন্ত শতরান আর অপরপ্রান্তে অধিনায়ক কোহলির 43 রানের সঙ্গতে 8 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গিয়েছিল ভারত ৷

সিংহাসন ছেড়ে যাওয়ার ঘোষণা করেই দিয়েছেন ৷ তবে এই পর্বটাকে স্মরণীয় করে রাখতে আসন্ন টি-20 বিশ্বকাপে সবটা উজাড় করে দিতে প্রস্তুত কোহলি ৷ তা নেতৃত্ব হোক বা ব্যাটে ৷ ধোনির পর কোহলির অধীনে 14 বছর পর ফের ভারতের ঝুলিতে আসতেই পারে আরও একটা কুড়ি বিশের বিশ্বকাপ ৷ তা হলেই ষোলকলা পূর্ণ হবে ৷

আরও পড়ুন : IND-NZ: স্থগিত হয়ে গেল আগামী বছর বিরাটদের নিউজিল্যান্ড সফর

নয়াদিল্লি, 17 সেপ্টেম্বর : আগামী মাসে টি-20 বিশ্বকাপ ৷ সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানে অনুষ্ঠিত এই মেগা টুর্নামেন্ট পর্যন্ত টি-20 ফরম্যাটে দেশকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি ৷ তারপরই কুড়ি বিশের ফরম্যাটে মেন ইন ব্লু-র নেতৃত্বভার চলে যাবে অন্য কারও কাঁধে ৷ তাঁর টি-20 ক্যাপ্টেন্সি ছাড়া নিয়ে গুঞ্জন চলছিল কিছুদিন ধরেই ৷ তারই মাঝে গতকাল নিজেই টুইট করে জল্পনার অবসান ঘটিয়েছেন কোহলি ৷ জানিয়ে দিয়েছেন, টি-20 ফরম্যাটের অধিনায়ক হিসেবে এটাই শেষ বিশ্বকাপ তাঁর ৷ বিরাটের নেতৃত্বে টি-20 ফরম্যাটে ভারত আইসিসি ট্রফি জেতেনি ঠিকই, কিন্তু এই ফরম্যাটে অধিনায়ক হিসেবে গর্ব করতেই পারেন কোহলি ৷ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে 2007 সালে প্রথম টি-20 বিশ্বকাপ জিতেছিল ভারত ৷ কিন্তু বিরাটের নেতৃত্বে টি-20তে ভারতের সাফল্যের হার বেশি ৷ সেই পরিসংখ্যানে চোখ রাখা যাক ৷

কোহলির নেতৃত্বে ভারত এখনও পর্যন্ত 45টি ম্যাচ খেলেছে ৷ জিতেছে 27টি ম্যাচে ৷ দুটি ম্যাচ টাই ও দুটিতে হারের মুখ দেখেছে ৷ তাঁর অধিনায়কত্বে ক্ষুদ্রতম ফরম্যাটে ভারতের জয়ের হার 65.11 শতাংশ ৷ তাঁর আমলে এখনও পর্যন্ত এই ফরম্যাটে দেশের ঝুলিতে আইসিসি ট্রফি আসেনি ঠিকই কিন্তু বিশ্বের প্রথম সারির ক্রিকেট খেলিয়া দেশগুলির (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া) বিরুদ্ধে ভারতের সাফল্য নজরকাড়া ৷ এছাড়া বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধেও ভারত টি-20 সিরিজ় জিতেছে ৷

2017 সালে টি-20তে নেতৃত্ব দেওয়া শুরু করেন বিরাট ৷ সেবছরই শ্রীলঙ্কার বিরুদ্ধে একমাত্র ম্যাচে প্রথম দ্বিপাক্ষিক টি-20 সিরিজ় জেতেন ৷ SENA (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজ়িল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলির মধ্যে ভারত 2018 সালে প্রথমবার 2-1 ব্যবধানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ় জেতে ৷ সেবছরই শক্তিশালী ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে 2-1 ব্যবধানে হারিয়ে দিয়েছিল বিরাট ব্রিগেড ৷ বিদেশের মাটিতে টি-20তে ভারতের সবচেয়ে বড় সাফল্য আসে 2019-20 সালে ৷ সেবার নিউজ়িল্যান্ডে গিয়ে 5-0 ব্যবধানে কিউয়িদের ধুয়ে সাফ করে দিয়েছিল ভারতীয় দল ৷

আরও পড়ুন : Virat Kohli: বিশ্বকাপের পরই টি-20র নেতৃত্ব ছাড়ছেন বিরাট কোহলি

2020 সালে ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি-20 সিরিজ়ের কথাই ধরা যাক ৷ একদিনের সিরিজ়ে হারের পর টি-20তে অজ়িদের হারিয়ে কামব্যাক করেছিল ভারত ৷ সম্প্রতি ইংল্যান্ডকে তাদের দেশে টি-20তে 3-2 ব্যবধানে হারিয়েছে ভারত ৷ সিরিজ় সেরা হয়েছিলেন খোদ ভারত অধিনায়ক ৷ এই ফরম্যাটে তাঁর ঝুলিতে তিনহাজারের বেশি রান রয়েছে ৷ সর্বশ্রেষ্ঠ স্কোর 94 ৷ 2018 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ব্রিস্টলে সিরিজ়ের তৃতীয় টি-20তে ভারতের জয় স্মরণীয় হয়ে রয়েছে ৷ 199 রান তাড়া করতে নেমে ভারত 62 রানে 2টি উইকেট হারিয়ে ফেলেছিল ৷ সেই ম্যাচে রোহিত শর্মার দুরন্ত শতরান আর অপরপ্রান্তে অধিনায়ক কোহলির 43 রানের সঙ্গতে 8 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গিয়েছিল ভারত ৷

সিংহাসন ছেড়ে যাওয়ার ঘোষণা করেই দিয়েছেন ৷ তবে এই পর্বটাকে স্মরণীয় করে রাখতে আসন্ন টি-20 বিশ্বকাপে সবটা উজাড় করে দিতে প্রস্তুত কোহলি ৷ তা নেতৃত্ব হোক বা ব্যাটে ৷ ধোনির পর কোহলির অধীনে 14 বছর পর ফের ভারতের ঝুলিতে আসতেই পারে আরও একটা কুড়ি বিশের বিশ্বকাপ ৷ তা হলেই ষোলকলা পূর্ণ হবে ৷

আরও পড়ুন : IND-NZ: স্থগিত হয়ে গেল আগামী বছর বিরাটদের নিউজিল্যান্ড সফর

Last Updated : Sep 17, 2021, 1:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.