ETV Bharat / sports

Stuart Broad: 17 বছরের কেরিয়ারে ইতি, একনজরে ব্রডের সেরা 5টি স্পেল

author img

By

Published : Jul 30, 2023, 5:25 PM IST

Five Best Spells of Stuart Broad: আন্তর্জাতিক কেরিয়ারের, বিশেষত টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের অন্যতম সেরা বোলারদের মধ্যে একজন স্টুয়ার্ট ব্রড ৷ যাঁর বোলের স্যুইং বিশ্বের তাবড় ব্যাটারদের কাছে ধাঁধার সমান থেকে গিয়েছে ৷ অ্যাসেজের চলতি শেষ টেস্টে অবসর নিচ্ছেন তিনি ৷ দেখে নেওয়া যাক তাঁর সেরা কয়েকটি 'রেড চেরি' স্পেল ৷

Stuart Broad ETV BHARAT
Stuart Broad

লন্ডন, 30 জুলাই: ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়ে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন স্টুয়ার্ট ব্রড ৷ দীর্ঘ 17 বছরের আন্তর্জাতিক কেরিয়ারে অধিকাংশটাই দিয়েছেন টেস্ট ক্রিকেটকে ৷ তাই সেখানে সাফল্যটাও বেশি ৷ 600-র উপরে উইকেট সংগ্রহকারী পঞ্চম বোলার তিনি ৷ আর পেসারদের মধ্যে দ্বিতীয় ৷ তাঁর এই দীর্ঘ এবং সফল টেস্টে ক্রিকেটে একাধিক সেরা মুহূর্ত তথা বোলিং পারফর্ম্যান্স রয়েছে স্টুয়ার্ট ক্রিস্টোফার নোলান ব্রডের ৷ দেখে নেওয়া যাক তেমনি কয়েকটি সেরা টেস্ট বোলিং স্পেল ৷

  • অ্যাসেজ 2015, ট্রেন্ট ব্রিজ

বৃষ্টি ভেজা ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক স্যার অ্যালিস্টেয়ার কুক ৷ সেদিন ওভার কাস্ট কন্ডিশনে ডিউকের রেড চেরিকে কথা বলিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড ৷ একের পর এক অজি ব্যাটারকে প্যাভিলিয়নের রাস্তা দেখান তিনি ৷ প্রথম ওভারেই ক্রিস রজার্স এবং স্টিভ স্মিথের উইকেট তুলেছিলেন সেই ম্যাচে ৷ এর পর শন মার্শ, মাইকেল ক্লার্ক, অ্যাডাম ভোগস, মিচেল জনসন, মিচেল স্টার্ক এবং নাথান লায়নের উইকেট নেন তিনি ৷ কেরিয়ারের সেরা 15 রান দিয়ে 8 উইকেটের বোলিং করেন তিনি ৷ তাঁর স্যুইং বোলিংয়ের সমানে মাত্র 60 রানে শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ৷

  • 2016 দক্ষিণ আফ্রিকা সিরিজ, ওয়ান্ডারার্স

ইংল্যান্ডের বাইরে ব্রডের হাতে গোনা কয়েকটি ইনিংসের মধ্যে 2016 সালে ওয়ান্ডারার্সের দ্বিতীয় ইনিংসের বোলিং থাকবে ৷ যেখানে ব্রডের অসাধারণ বোলিংয়ে ধরাশায়ী হয়ে যায় প্রোটিয়রা ৷ যেখানে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার-সহ প্রথম 6 জন ব্যাটারের উইকেট স্টুয়ার্ট ব্রড একাই নিয়েছিলেন ৷ তাঁর 17 রানে 6 উইকেটের বোলিং স্পেলে সহজ জয় পেয়েছিল থ্রি-লায়ন্স ৷

আরও পড়ুন: অবসরে ব্রড, অ্যাসেজের মাঝেই আচমকা ঘোষণা 'থ্রি লায়ন্স' তারকার

  • অ্যাসেজ 2013, চেস্টার-লি-স্ট্রিট

অ্যাসেজের এই টেস্টে দুই ইনিংসেই ব্রড 5 বা তার বেশি উইকেট নিয়েছিলেন ৷ প্রথম ইনিংসে তিনি 71 রান দিয়ে 5 উইকেট নেন ৷ কিন্তু, প্রথম ইনিংসে ইংল্যান্ডের 39 রান বেশি করে অস্ট্রেলিয়া ৷ আর দ্বিতীয় ইনিংসে 299 রান তাড়া করতে নেমে ফের স্টুয়ার্ট ব্রড নামের স্যুইং মাস্টারের সামনে পড়তে হয় অজিদের ৷ দ্বিতীয় ইনিংসে তিনি 50 রান দিয়ে 6 উইকেট নেন ৷ তাঁর বোলিংয়ের দৌলতে 74 রানে ম্যাচ জেতে ইংল্যান্ড ৷

আরও পড়ুন: খরগোশ নন, কচ্ছপের গতিতে এগোচ্ছেন ! বোলিং ওয়ার্ক-লোড নিয়ে মন্তব্য হার্দিকের

  • 2011 সালে বনাম ভারত, ট্রেন ব্রিজ

ভারতের বিরুদ্ধে ব্রডের সেরা টেস্ট স্পেল 5 রান দিয়ে 5 উইকেট ৷ যদিও, সেই ইনিংসে 46 রানে 6 উইকেট নিয়েছিলেন ব্রড ৷ 2011 সালে ভারতকে 4-0 হোয়াইট ওয়াশ করা সেই সিরিজে ট্রেন ব্রিজে ভারত প্রথম ইনিংসে লিড নেওয়ার দিকে এগোচ্ছিল ৷ কিন্তু, ব্রডের স্যুইংয়ে বেশামাল হয়ে পড়ে ভারতের লোয়ার মিডল-অর্ডার এবং টেল এন্ডাররা ৷ একটি স্পেলে মাত্র 5 রান দিয়ে 5 উইকেট তুলে নিয়েছিলেন তিনি ৷

  • 2020, বনাম ওয়েস্ট ইন্ডিজ, ম্যাঞ্চেস্টার

অতিমারির পর প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়েছিল ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৷ ম্যাঞ্চেস্টারে প্রথম টেস্টেই নিজের প্রভাব দেখান ব্রড ৷ 14 ওভারে 31 রান দিয়ে 6 উইকেট তুলে নেন ৷ দ্বিতীয় ইনিংসেও 4 উইকেট নিয়ে ম্যাচে 10 উইকেট সংগ্রহ করেন তিনি ৷ এই টেস্টেই কেরিয়ারের 500 তম উইকেট নেন স্টুয়ার্ট ব্রড ৷ তাঁর টেস্ট কেরিয়ারের 500তম উইকেটটি ছিলেন বর্তমান ক্যারিবিয়ান টেস্ট অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট ৷

লন্ডন, 30 জুলাই: ক্রিকেট বিশ্বকে অবাক করে দিয়ে আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন স্টুয়ার্ট ব্রড ৷ দীর্ঘ 17 বছরের আন্তর্জাতিক কেরিয়ারে অধিকাংশটাই দিয়েছেন টেস্ট ক্রিকেটকে ৷ তাই সেখানে সাফল্যটাও বেশি ৷ 600-র উপরে উইকেট সংগ্রহকারী পঞ্চম বোলার তিনি ৷ আর পেসারদের মধ্যে দ্বিতীয় ৷ তাঁর এই দীর্ঘ এবং সফল টেস্টে ক্রিকেটে একাধিক সেরা মুহূর্ত তথা বোলিং পারফর্ম্যান্স রয়েছে স্টুয়ার্ট ক্রিস্টোফার নোলান ব্রডের ৷ দেখে নেওয়া যাক তেমনি কয়েকটি সেরা টেস্ট বোলিং স্পেল ৷

  • অ্যাসেজ 2015, ট্রেন্ট ব্রিজ

বৃষ্টি ভেজা ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক স্যার অ্যালিস্টেয়ার কুক ৷ সেদিন ওভার কাস্ট কন্ডিশনে ডিউকের রেড চেরিকে কথা বলিয়েছিলেন স্টুয়ার্ট ব্রড ৷ একের পর এক অজি ব্যাটারকে প্যাভিলিয়নের রাস্তা দেখান তিনি ৷ প্রথম ওভারেই ক্রিস রজার্স এবং স্টিভ স্মিথের উইকেট তুলেছিলেন সেই ম্যাচে ৷ এর পর শন মার্শ, মাইকেল ক্লার্ক, অ্যাডাম ভোগস, মিচেল জনসন, মিচেল স্টার্ক এবং নাথান লায়নের উইকেট নেন তিনি ৷ কেরিয়ারের সেরা 15 রান দিয়ে 8 উইকেটের বোলিং করেন তিনি ৷ তাঁর স্যুইং বোলিংয়ের সমানে মাত্র 60 রানে শেষ হয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ৷

  • 2016 দক্ষিণ আফ্রিকা সিরিজ, ওয়ান্ডারার্স

ইংল্যান্ডের বাইরে ব্রডের হাতে গোনা কয়েকটি ইনিংসের মধ্যে 2016 সালে ওয়ান্ডারার্সের দ্বিতীয় ইনিংসের বোলিং থাকবে ৷ যেখানে ব্রডের অসাধারণ বোলিংয়ে ধরাশায়ী হয়ে যায় প্রোটিয়রা ৷ যেখানে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার-সহ প্রথম 6 জন ব্যাটারের উইকেট স্টুয়ার্ট ব্রড একাই নিয়েছিলেন ৷ তাঁর 17 রানে 6 উইকেটের বোলিং স্পেলে সহজ জয় পেয়েছিল থ্রি-লায়ন্স ৷

আরও পড়ুন: অবসরে ব্রড, অ্যাসেজের মাঝেই আচমকা ঘোষণা 'থ্রি লায়ন্স' তারকার

  • অ্যাসেজ 2013, চেস্টার-লি-স্ট্রিট

অ্যাসেজের এই টেস্টে দুই ইনিংসেই ব্রড 5 বা তার বেশি উইকেট নিয়েছিলেন ৷ প্রথম ইনিংসে তিনি 71 রান দিয়ে 5 উইকেট নেন ৷ কিন্তু, প্রথম ইনিংসে ইংল্যান্ডের 39 রান বেশি করে অস্ট্রেলিয়া ৷ আর দ্বিতীয় ইনিংসে 299 রান তাড়া করতে নেমে ফের স্টুয়ার্ট ব্রড নামের স্যুইং মাস্টারের সামনে পড়তে হয় অজিদের ৷ দ্বিতীয় ইনিংসে তিনি 50 রান দিয়ে 6 উইকেট নেন ৷ তাঁর বোলিংয়ের দৌলতে 74 রানে ম্যাচ জেতে ইংল্যান্ড ৷

আরও পড়ুন: খরগোশ নন, কচ্ছপের গতিতে এগোচ্ছেন ! বোলিং ওয়ার্ক-লোড নিয়ে মন্তব্য হার্দিকের

  • 2011 সালে বনাম ভারত, ট্রেন ব্রিজ

ভারতের বিরুদ্ধে ব্রডের সেরা টেস্ট স্পেল 5 রান দিয়ে 5 উইকেট ৷ যদিও, সেই ইনিংসে 46 রানে 6 উইকেট নিয়েছিলেন ব্রড ৷ 2011 সালে ভারতকে 4-0 হোয়াইট ওয়াশ করা সেই সিরিজে ট্রেন ব্রিজে ভারত প্রথম ইনিংসে লিড নেওয়ার দিকে এগোচ্ছিল ৷ কিন্তু, ব্রডের স্যুইংয়ে বেশামাল হয়ে পড়ে ভারতের লোয়ার মিডল-অর্ডার এবং টেল এন্ডাররা ৷ একটি স্পেলে মাত্র 5 রান দিয়ে 5 উইকেট তুলে নিয়েছিলেন তিনি ৷

  • 2020, বনাম ওয়েস্ট ইন্ডিজ, ম্যাঞ্চেস্টার

অতিমারির পর প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়েছিল ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৷ ম্যাঞ্চেস্টারে প্রথম টেস্টেই নিজের প্রভাব দেখান ব্রড ৷ 14 ওভারে 31 রান দিয়ে 6 উইকেট তুলে নেন ৷ দ্বিতীয় ইনিংসেও 4 উইকেট নিয়ে ম্যাচে 10 উইকেট সংগ্রহ করেন তিনি ৷ এই টেস্টেই কেরিয়ারের 500 তম উইকেট নেন স্টুয়ার্ট ব্রড ৷ তাঁর টেস্ট কেরিয়ারের 500তম উইকেটটি ছিলেন বর্তমান ক্যারিবিয়ান টেস্ট অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.