ETV Bharat / sports

Chetan Sharma on Captaincy Controversy : বিরাটকে বলা হয়েছিল টি-20’র দায়িত্ব না ছাড়তে, সৌরভের দাবিতে সিলমোহর চেতনের

এ বার বিরাট কোহলির দাবি নসাৎ করলেন জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা (Chetan Sharma on Captaincy Controversy) ৷ জানিয়ে দিলেন, বিরাটকে টি-20 অধিনায়কত্ব না ছাড়তে সবাই অনুরোধ করেছিল (Everyone told Virat Kohli not to quit T20 captaincy) ৷ আর সেই তালিকায় নির্বাচক কমিটির সদস্য এবং বিসিসিআই কর্তারাও ছিলেন বলে শুক্রবার সাংবাদিক বৈঠকে জানান চেতন শর্মা ৷

Everyone told Virat Kohli not to quit T20 captaincy
Everyone told Virat Kohli not to quit T20 captaincy
author img

By

Published : Jan 1, 2022, 10:08 AM IST

মুম্বই, 1 জানুয়ারি : নতুন বছরেও ইতি নেই বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়া নিয়ে বিতর্কের ৷ এ বার বিসিসিআই সভাপতির সুরে সুর মেলালেন জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা (Chetan Sharma on Captaincy Controversy) ৷ দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে চেতন শর্মা জানালেন, টি-20 বিশ্বকাপের আগে বিরাট কোহলিকে সবাই অনুরোধ করেছিল, যাতে তিনি জাতীয় দলের টি-20’র অধিনায়কত্ব না ছাড়েন ৷ এমনকি বিসিসিআই কর্তারাও তাঁকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন ৷ কিন্তু, বিরাট সে কথা শোনেননি ৷ ফলে বিরাটের দাবিকে কার্যত মিথ্যে বলেই উল্লেখ করলেন চেতন শর্মা ৷

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি করেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি ৷ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যকে মিথ্যে দাবি করে বিরাট জানান, তাঁকে টি-20 অধিনায়কত্ব না ছাড়ার কথা কেউ বলেননি ৷ এমনকি টেস্ট দল ঘোষণার 90 মিনিট আগে তাঁকে একদিনের দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছিল বলে সাংবাদিক বৈঠকে জানান কোহলি ৷ বিরাটের এই বক্তব্যের জেরে বিসিসিআই ও বিরাটের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব সামনে চলে আসে ৷

তবে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের দল ঘোষণার পর সাংবাদিক বৈঠকে বিরাটের দাবির ঠিক বিপরীত কথা বলেন চেতন শর্মা ৷ তিনি জানান, ‘‘বৈঠক শুরুর পরেই সবাই অবাক হয়ে যায় ৷ টি-20 বিশ্বকাপ দোরগোড়ায়, আর আপনি এমন কিছু একটা শুনলেন ৷ তার পর আপনার কী প্রতিক্রিয়া হতে পারে ? ওই বৈঠকে উপস্থিত সকলে তাঁকে বলেছিলেন, বিষয়টি নিয়ে গভীর চিন্তাভাবনা করতে (বিরাটের টি-20’র অধিনায়কত্ব ছাড়া নিয়ে) ৷ আর এটা নিয়ে আমরা বিশ্বকাপের পরেও কথা বলতে পারি ৷ তবে, বিরাট তাঁর সিদ্ধান্তে অনড় ছিলেন ৷’’

আরও পড়ুন : India vs South Africa : চোটের জন্য নেই রোহিত, প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের নেতা রাহুল

চেতন আরও বলেন, ভারতীয় ক্রিকেটার স্বার্থে বিরাটকে অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছিল (Everyone told Virat Kohli not to quit T20 captaincy) ৷ কিন্তু, বিরাট কোহলি নিজের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছিলেন বলে সাংবাদিক বৈঠকে জানান জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান ৷ আর এর পরেই একদিনের অধিনায়কত্ব নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দেয় জাতীয় নির্বাচক কমিটি ৷ চেতন জানান, সাদা বলের দুই ফরম্যাটে দু’জন অধিনায়ক বিশ্বকাপে প্রভাব ফেলবে বলে মনে হয়েছে তাঁদের ৷

আরও পড়ুন : Vengsarkar on Captaincy Controversy : জাতীয় দল নির্বাচন প্রক্রিয়ায় সৌরভের হস্তক্ষেপে অসন্তোষ প্রকাশ বেঙ্গসরকরের

এ নিয়ে চেতন শর্মা বলেন, ‘‘সেই সময় সকল নির্বাচকের মনে হয়েছিল, বিশ্বকাপে এর প্রভাব আমাদের উপর পড়বে ৷ তাই বিরাটকে বলা হয়েছিল, ভারতীয় ক্রিকেটের স্বার্থে অধিনায়কের দায়িত্ব চালিয়ে যেতে ৷ আর সেটা বৈঠকে উপস্থিত সকলে বলেছিলেন ৷’’ এর পরেই চেতন যোগ করেন, ‘‘বৈঠকের উদ্যোক্তারা সেখানে ছিলেন ৷ বোর্ড কর্তারা সেখানে ছিলেন ৷ সবাই তাঁকে বলেছিল, কে আপনাকে বলেনি ? এই খবরটা যখন আপনি জানবেন, স্বাভাবিকভাবেই অবাক হবেন ৷’’

তবে, একদিনের দলের দায়িত্ব থেকে বিরাটকে সরানোর সিদ্ধান্ত যে পুরোপুরি নির্বাচক কমিটির ছিল ৷ তা মেনে নিয়েছেন চেতন শর্মা ৷ তিনি এও স্পষ্ট করেছেন যে, এ নিয়ে টি-20 দলের অধিনায়কত্ব ছাড়া নিয়ে কথা হওয়ার দিনই, তিনি বিরাটের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছিলেন ৷

আরও পড়ুন : Virat Kohli on Centurion Test : সেঞ্চুরিয়নের জয় ভারতের অলরাউন্ড পারফরমেন্সের প্রমাণ, মত বিরাটের

অর্থাৎ, 90 মিনিটের যে বিতর্ক বিরাট উস্কে দিয়েছেন ৷ তা নিয়ে চেতন বলেন, টি-20 বিশ্বকাপ দল গঠন নিয়ে নির্বাচক কমিটির বৈঠক শেষ হয়ে যাওয়ার পর তিনি নিজে বিরাটকে ফোন করেছিলেন ৷ যেখানে তিনি সাদা বলের ক্রিকেটে একজন অধিনায়ক রাখা নিয়ে নির্বাচক কমিটির ভাবনা সম্পর্কে বিরাটকে জানান ৷ চেতন বলেন, বিষয়টি তাঁরা কমিটির বৈঠকে তুলতে চাননি ৷ এতে দলের উপর প্রভাব পড়ত ৷ তাই বৈঠক শেষে তিনি নিজে বিরাটকে ফোন করেন এবং সেখানে বেশ কয়েকটি প্রশ্ন ওঠে দু’তরফে ৷ আর সেগুলি নিয়ে খুব ইতিবাচক কথাই দু’জনের মধ্যে হয়েছিল ৷ আর সেখানে নির্বাচক কমিটির ভাবনার সঙ্গে বিরাট সহমত পোষণ করেছিলেন বলে জানান চেতন (Chetan Sharma Call Virta to Discuss Over One Captain for White Ball Cricket) ৷ তবে, কী আলোচনা হয়েছিল, তা প্রকাশ্যে আনতে নারাজ চেতন শর্মা ৷ আর ওই বৈঠকে সাদা বলে এক অধিনায়ক নিয়ে আলোচনার পর, দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল বাছার কয়েকঘণ্টা আগে বিরাটকে নির্বাচক কমিটির সিদ্ধান্ত জানানো হয় ৷ যা কঠিন হলেও, 2023 বিশ্বকাপের কথা মাথায় রেখে জরুরি ছিল বলে মনে করেন জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান ৷

মুম্বই, 1 জানুয়ারি : নতুন বছরেও ইতি নেই বিরাট কোহলির অধিনায়কত্ব ছাড়া নিয়ে বিতর্কের ৷ এ বার বিসিসিআই সভাপতির সুরে সুর মেলালেন জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা (Chetan Sharma on Captaincy Controversy) ৷ দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে চেতন শর্মা জানালেন, টি-20 বিশ্বকাপের আগে বিরাট কোহলিকে সবাই অনুরোধ করেছিল, যাতে তিনি জাতীয় দলের টি-20’র অধিনায়কত্ব না ছাড়েন ৷ এমনকি বিসিসিআই কর্তারাও তাঁকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন ৷ কিন্তু, বিরাট সে কথা শোনেননি ৷ ফলে বিরাটের দাবিকে কার্যত মিথ্যে বলেই উল্লেখ করলেন চেতন শর্মা ৷

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি করেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি ৷ বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যকে মিথ্যে দাবি করে বিরাট জানান, তাঁকে টি-20 অধিনায়কত্ব না ছাড়ার কথা কেউ বলেননি ৷ এমনকি টেস্ট দল ঘোষণার 90 মিনিট আগে তাঁকে একদিনের দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়েছিল বলে সাংবাদিক বৈঠকে জানান কোহলি ৷ বিরাটের এই বক্তব্যের জেরে বিসিসিআই ও বিরাটের মধ্যে প্রকাশ্য দ্বন্দ্ব সামনে চলে আসে ৷

তবে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের দল ঘোষণার পর সাংবাদিক বৈঠকে বিরাটের দাবির ঠিক বিপরীত কথা বলেন চেতন শর্মা ৷ তিনি জানান, ‘‘বৈঠক শুরুর পরেই সবাই অবাক হয়ে যায় ৷ টি-20 বিশ্বকাপ দোরগোড়ায়, আর আপনি এমন কিছু একটা শুনলেন ৷ তার পর আপনার কী প্রতিক্রিয়া হতে পারে ? ওই বৈঠকে উপস্থিত সকলে তাঁকে বলেছিলেন, বিষয়টি নিয়ে গভীর চিন্তাভাবনা করতে (বিরাটের টি-20’র অধিনায়কত্ব ছাড়া নিয়ে) ৷ আর এটা নিয়ে আমরা বিশ্বকাপের পরেও কথা বলতে পারি ৷ তবে, বিরাট তাঁর সিদ্ধান্তে অনড় ছিলেন ৷’’

আরও পড়ুন : India vs South Africa : চোটের জন্য নেই রোহিত, প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের নেতা রাহুল

চেতন আরও বলেন, ভারতীয় ক্রিকেটার স্বার্থে বিরাটকে অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছিল (Everyone told Virat Kohli not to quit T20 captaincy) ৷ কিন্তু, বিরাট কোহলি নিজের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছিলেন বলে সাংবাদিক বৈঠকে জানান জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান ৷ আর এর পরেই একদিনের অধিনায়কত্ব নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দেয় জাতীয় নির্বাচক কমিটি ৷ চেতন জানান, সাদা বলের দুই ফরম্যাটে দু’জন অধিনায়ক বিশ্বকাপে প্রভাব ফেলবে বলে মনে হয়েছে তাঁদের ৷

আরও পড়ুন : Vengsarkar on Captaincy Controversy : জাতীয় দল নির্বাচন প্রক্রিয়ায় সৌরভের হস্তক্ষেপে অসন্তোষ প্রকাশ বেঙ্গসরকরের

এ নিয়ে চেতন শর্মা বলেন, ‘‘সেই সময় সকল নির্বাচকের মনে হয়েছিল, বিশ্বকাপে এর প্রভাব আমাদের উপর পড়বে ৷ তাই বিরাটকে বলা হয়েছিল, ভারতীয় ক্রিকেটের স্বার্থে অধিনায়কের দায়িত্ব চালিয়ে যেতে ৷ আর সেটা বৈঠকে উপস্থিত সকলে বলেছিলেন ৷’’ এর পরেই চেতন যোগ করেন, ‘‘বৈঠকের উদ্যোক্তারা সেখানে ছিলেন ৷ বোর্ড কর্তারা সেখানে ছিলেন ৷ সবাই তাঁকে বলেছিল, কে আপনাকে বলেনি ? এই খবরটা যখন আপনি জানবেন, স্বাভাবিকভাবেই অবাক হবেন ৷’’

তবে, একদিনের দলের দায়িত্ব থেকে বিরাটকে সরানোর সিদ্ধান্ত যে পুরোপুরি নির্বাচক কমিটির ছিল ৷ তা মেনে নিয়েছেন চেতন শর্মা ৷ তিনি এও স্পষ্ট করেছেন যে, এ নিয়ে টি-20 দলের অধিনায়কত্ব ছাড়া নিয়ে কথা হওয়ার দিনই, তিনি বিরাটের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছিলেন ৷

আরও পড়ুন : Virat Kohli on Centurion Test : সেঞ্চুরিয়নের জয় ভারতের অলরাউন্ড পারফরমেন্সের প্রমাণ, মত বিরাটের

অর্থাৎ, 90 মিনিটের যে বিতর্ক বিরাট উস্কে দিয়েছেন ৷ তা নিয়ে চেতন বলেন, টি-20 বিশ্বকাপ দল গঠন নিয়ে নির্বাচক কমিটির বৈঠক শেষ হয়ে যাওয়ার পর তিনি নিজে বিরাটকে ফোন করেছিলেন ৷ যেখানে তিনি সাদা বলের ক্রিকেটে একজন অধিনায়ক রাখা নিয়ে নির্বাচক কমিটির ভাবনা সম্পর্কে বিরাটকে জানান ৷ চেতন বলেন, বিষয়টি তাঁরা কমিটির বৈঠকে তুলতে চাননি ৷ এতে দলের উপর প্রভাব পড়ত ৷ তাই বৈঠক শেষে তিনি নিজে বিরাটকে ফোন করেন এবং সেখানে বেশ কয়েকটি প্রশ্ন ওঠে দু’তরফে ৷ আর সেগুলি নিয়ে খুব ইতিবাচক কথাই দু’জনের মধ্যে হয়েছিল ৷ আর সেখানে নির্বাচক কমিটির ভাবনার সঙ্গে বিরাট সহমত পোষণ করেছিলেন বলে জানান চেতন (Chetan Sharma Call Virta to Discuss Over One Captain for White Ball Cricket) ৷ তবে, কী আলোচনা হয়েছিল, তা প্রকাশ্যে আনতে নারাজ চেতন শর্মা ৷ আর ওই বৈঠকে সাদা বলে এক অধিনায়ক নিয়ে আলোচনার পর, দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল বাছার কয়েকঘণ্টা আগে বিরাটকে নির্বাচক কমিটির সিদ্ধান্ত জানানো হয় ৷ যা কঠিন হলেও, 2023 বিশ্বকাপের কথা মাথায় রেখে জরুরি ছিল বলে মনে করেন জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.