ETV Bharat / sports

ক্রাইস্টচার্চের মসজিদে গুলি : বাতিল নিউজ়িল্যান্ড-বাংলাদেশ তৃতীয় টেস্ট - Test between New Zealand and Bangladesh called off

ক্রাইস্টচার্চের মসজিদে গুলি চলার জেরে নিউজ়িল্যান্ড-বাংলাদেশের তৃতীয় টেস্ট বাতিল

নিউজ়িল্যান্ড
author img

By

Published : Mar 15, 2019, 10:34 AM IST

ক্রাইস্টচার্চ, ১৫ মার্চ : ক্রাইস্টচার্চের মসজিদে গুলি চলার জেরে নিউজ়িল্যান্ড-বাংলাদেশের তৃতীয় টেস্ট বাতিল করা হল। নিউজ়িল্যান্ড ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের তরফে যৌথভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে গুলি চলে। কমপক্ষে ছ'জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন জখম হয়েছেন। সেই সময় মসজিদ সংলগ্ন এলাকাতে ছিলেন বাংলাদেশি ক্রিকেটাররা। তাঁরা অল্পের জন্য রক্ষা পান।

ঘটনার পর নিউজ়িল্যান্ড বোর্ডের তরফে টুইট করা হয়, "ক্রাইস্টচার্চের মর্মান্তিক ঘটনায় আক্রান্তদের পরিবার ও বন্ধুদের প্রতি আমরা সমবেদনা জানাই। নিউজ়িল্যান্ড ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের তরফে হাগলে ওভাল টেস্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই টিম ও সাপোর্ট স্টাফরা সুরক্ষিত রয়েছেন।"

ক্রাইস্টচার্চ, ১৫ মার্চ : ক্রাইস্টচার্চের মসজিদে গুলি চলার জেরে নিউজ়িল্যান্ড-বাংলাদেশের তৃতীয় টেস্ট বাতিল করা হল। নিউজ়িল্যান্ড ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের তরফে যৌথভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে গুলি চলে। কমপক্ষে ছ'জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন জখম হয়েছেন। সেই সময় মসজিদ সংলগ্ন এলাকাতে ছিলেন বাংলাদেশি ক্রিকেটাররা। তাঁরা অল্পের জন্য রক্ষা পান।

ঘটনার পর নিউজ়িল্যান্ড বোর্ডের তরফে টুইট করা হয়, "ক্রাইস্টচার্চের মর্মান্তিক ঘটনায় আক্রান্তদের পরিবার ও বন্ধুদের প্রতি আমরা সমবেদনা জানাই। নিউজ়িল্যান্ড ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের তরফে হাগলে ওভাল টেস্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই টিম ও সাপোর্ট স্টাফরা সুরক্ষিত রয়েছেন।"

RESTRICTION SUMMARY: NO ACCESS NEW ZEALAND
SHOTLIST:
TVNZ - NO ACCESS NEW ZEALAND
Christchurch - 15 March 2019
1. Ambulances outside hospital, paramedics by ambulance
2. Various of paramedics rolling injured person on stretcher out of ambulance
3. Wide of emergency room entrance
4. Ambulance arriving
5. Various of injured on stretcher being brought from ambulance into hospital
6. Wide of hospital
7. Injured on stretcher
8. Street with ambulances
9. Tracking shot of ambulance driving
10. SOUNDBITE (English) (No first or last name provided), eyewitness:
"There was around 1.45 (local time, 0045 GMT). I stopped, I heard the big sound of the gun, and a second one. I ran. A lot of people were sitting on the floor. The gun was around the door. I ran behind the mosque and I sat behind the (INAUDIBLE) and I rang to the police. And the police take long time, so I get them, I climbed the wall. I dropped outside the mosque, the family place. One house, I sat behind one house. The police was with me on the telephone. They asked, and I gave them the report. I told the police to come in here. I saw one gun on the floor, and police were stopping here. There were a lot of dead people, (and) injured."
11. Various of ambulances driving AUDIO (sirens)
STORYLINE
Police have confirmed there were multiple fatalities following a mass shooting at a mosque in the New Zealand city of Christchurch on Friday.
According to police, one person is in custody, but no details were immediately available.
New Zealand media say a shooting also occurred in a second mosque in Christchurch.
The number of injured was not immediately clear, however many were brought in ambulance to hospital.
An eyewitness, who ran outside the mosque to hide after he heard the sound of a gun, told TVNZ that he saw many dead and injured on the ground.
Police have urged people in central Christchurch to stay indoors.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.