ক্রাইস্টচার্চ, ১৫ মার্চ : ক্রাইস্টচার্চের মসজিদে গুলি চলার জেরে নিউজ়িল্যান্ড-বাংলাদেশের তৃতীয় টেস্ট বাতিল করা হল। নিউজ়িল্যান্ড ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের তরফে যৌথভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার বিকেলে ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে গুলি চলে। কমপক্ষে ছ'জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন জখম হয়েছেন। সেই সময় মসজিদ সংলগ্ন এলাকাতে ছিলেন বাংলাদেশি ক্রিকেটাররা। তাঁরা অল্পের জন্য রক্ষা পান।
ঘটনার পর নিউজ়িল্যান্ড বোর্ডের তরফে টুইট করা হয়, "ক্রাইস্টচার্চের মর্মান্তিক ঘটনায় আক্রান্তদের পরিবার ও বন্ধুদের প্রতি আমরা সমবেদনা জানাই। নিউজ়িল্যান্ড ও বাংলাদেশের ক্রিকেট বোর্ডের তরফে হাগলে ওভাল টেস্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই টিম ও সাপোর্ট স্টাফরা সুরক্ষিত রয়েছেন।"