ETV Bharat / sports

ICC World Cup 2023: কিউয়িদের জয়ে শেষ চার বাবরদের কাছে 'সোনার পাথরবাটি', কোন সমীকরণে সেমিতে ভারত-পাক?

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 9:35 PM IST

কিউয়িদের জয়ের ফলে আপাতত সেমির রাস্তা প্রায় অসম্ভব হয়ে গেল পাকিস্তানের জন্য় ৷ তবু ক্রিকেটে অসম্ভব বলে কিছু নেই ৷ দেখা যাক কোন কোন সমীকরণ পূর্ণ করলে শেষ চারে যেতে পারে বাবর আজমের দল ৷

Equation For Pakistan to Reach The Semifinal
কোন সমীকরনে সম্ভব সেমিতে বাবর বিরাট লড়াই

কলকাতা, 9 নভেম্বর: উদ্যান নগরীতে কিউয়িদের জয় বদলে দিয়েছে সমস্ত পরিসংখ্যান ৷ এমনিতেই সেমিফাইনালে পৌঁছানোর রাস্তাটা কঠিন ছিল বাবর আজমদের জন্য ৷ এবার সেই রাস্তাকে কার্যত অগ্নিপরীক্ষা বানিয়ে দিল কেন উইলিয়ামসনদের 'সিংহল-বধ' ৷ সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে কোন দল? জানতে গেলে অপেক্ষা করতে হবে 11 নভেম্বর পর্যন্ত ৷ কিন্তু পরিসংখ্যান কি বলছে? ঠিক কতটা কঠিন হল বাবরদের রাস্তা ৷

26.4 ওভার বাকি থাকতেই 5 উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে এদিন বড় জয় তুলে নিয়েছে 'ব্ল্যাক ক্যাপস' ৷ এই ম্যাচের আগে পর্যন্ত পাকিস্তানের জন্য পরিসংখ্যান ছিল বেশ কঠিন ৷ নিউজিল্যান্ড 1 রানে জয় পেলে 131 রানে জিততে হত পাকিস্তানকে ৷ কিন্তু এই জয়ের পর পাকিস্তানকে অন্তত 287 রানে জিততেই হবে ইংল্যান্ডের বিরুদ্ধে ৷ তবেই ইডেনের মাঠে সেমিফাইনাল খেলার সুযোগ পাবে তারা ৷ পরে ব্যাটিং করলে বাবরদের রান তাড়া করতে হবে মাত্র 2.4 ওভারে ৷ দু'টি শর্তই যে কার্যত অসম্ভব, তা বলাই বাহুল্য ৷

ব্যাঙ্গালোরে অনায়াসে জয় তুলে নেওয়ার পরে নিউজিল্যান্ডের ঝুলিতে এখন 9 ম্যাচে 10 পয়েন্ট ৷ নেট রানরেট +0.743 । অন্যদিকে পাকিস্তানের ঝুলিতে 8 ম্যাচে 8 পয়েন্ট ৷ নেট রানরেট +0.036 । বৃহস্পতিবার পাকিস্তান দল ইডেনে প্রবেশের আগে পরিস্থিতি বুঝে নিতে চেয়েছিল। শ্রীলঙ্কা 172 রানের লক্ষ্যমাত্রা দিতেই আশা ক্ষীণ হয়ে যায়। ইডেনে প্রবেশের সময় বাবর আজম, হ্যারিস রউফরা হালকা মেজাজে ছিলেন। ইডেনে পৌঁছেও প্রায় আধঘণ্টা ড্রেসিংরুমে ম্যাচ দেখেন তারা। অনুশীলন শুরুর আগে মাঠেই মিটিং করেন খেলোয়াড়রা ।

সেমিতে পৌঁছনোর আশা প্রায় শেষ ঠিকই ৷ তবে ফলাফলের দিকে না-তাকিয়ে সম্মানের সঙ্গে বিশ্বকাপ শেষ করাটাই এখন একমাত্র লক্ষ্য তাঁদের । সেই ভাবনা থেকেই কোচ মিকি আর্থার পুরো দলকে দ্বিতীয়বার ব্যাটিং করান । সবমিলিয়ে ছিটকে যাওয়ার সম্ভাবনা চূড়ান্ত তবু হাল না-ছাড়ার বার্তা পাক শিবিরে। এদিকে সন্ধ্যায় পাকিস্তান দল প্রবেশের সময় বেশ কিছু দর্শক ইডেনের মূল প্রবেশদ্বারের সামনে অপেক্ষা করছিলেন । পাক ক্রিকেটারদের এক ঝলক দেখার আশায় ছিলেন তাঁরা । আসলে অনেকেই চেয়েছিলেন সেমিতে মুখোমুখি হোক ভারত-পাকিস্তান ৷ তিলোত্তমায় জমে উঠুক বিশ্বকাপ সেমির লড়াই ৷ কিন্তু সেই আশা এখন বিশ বাঁও জলে ৷

আরও পড়ুন:

  1. 160 বল বাকি থাকতে সিংহল-'বধ', বাবরদের ছিটকে দিয়ে কার্যত সেমিতে কিউয়িরা
  2. শেষ চারে ভারতের প্রতিপক্ষ হিসেবে বাবরদের চাইছেন মহারাজ
  3. বেঙ্গালুরুতে ইতিহাস বোল্টের, কিউয়িদের পেস 'ব্রহ্মাস্ত্রে' ধরাশায়ী শ্রীলঙ্কা

কলকাতা, 9 নভেম্বর: উদ্যান নগরীতে কিউয়িদের জয় বদলে দিয়েছে সমস্ত পরিসংখ্যান ৷ এমনিতেই সেমিফাইনালে পৌঁছানোর রাস্তাটা কঠিন ছিল বাবর আজমদের জন্য ৷ এবার সেই রাস্তাকে কার্যত অগ্নিপরীক্ষা বানিয়ে দিল কেন উইলিয়ামসনদের 'সিংহল-বধ' ৷ সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে কোন দল? জানতে গেলে অপেক্ষা করতে হবে 11 নভেম্বর পর্যন্ত ৷ কিন্তু পরিসংখ্যান কি বলছে? ঠিক কতটা কঠিন হল বাবরদের রাস্তা ৷

26.4 ওভার বাকি থাকতেই 5 উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে এদিন বড় জয় তুলে নিয়েছে 'ব্ল্যাক ক্যাপস' ৷ এই ম্যাচের আগে পর্যন্ত পাকিস্তানের জন্য পরিসংখ্যান ছিল বেশ কঠিন ৷ নিউজিল্যান্ড 1 রানে জয় পেলে 131 রানে জিততে হত পাকিস্তানকে ৷ কিন্তু এই জয়ের পর পাকিস্তানকে অন্তত 287 রানে জিততেই হবে ইংল্যান্ডের বিরুদ্ধে ৷ তবেই ইডেনের মাঠে সেমিফাইনাল খেলার সুযোগ পাবে তারা ৷ পরে ব্যাটিং করলে বাবরদের রান তাড়া করতে হবে মাত্র 2.4 ওভারে ৷ দু'টি শর্তই যে কার্যত অসম্ভব, তা বলাই বাহুল্য ৷

ব্যাঙ্গালোরে অনায়াসে জয় তুলে নেওয়ার পরে নিউজিল্যান্ডের ঝুলিতে এখন 9 ম্যাচে 10 পয়েন্ট ৷ নেট রানরেট +0.743 । অন্যদিকে পাকিস্তানের ঝুলিতে 8 ম্যাচে 8 পয়েন্ট ৷ নেট রানরেট +0.036 । বৃহস্পতিবার পাকিস্তান দল ইডেনে প্রবেশের আগে পরিস্থিতি বুঝে নিতে চেয়েছিল। শ্রীলঙ্কা 172 রানের লক্ষ্যমাত্রা দিতেই আশা ক্ষীণ হয়ে যায়। ইডেনে প্রবেশের সময় বাবর আজম, হ্যারিস রউফরা হালকা মেজাজে ছিলেন। ইডেনে পৌঁছেও প্রায় আধঘণ্টা ড্রেসিংরুমে ম্যাচ দেখেন তারা। অনুশীলন শুরুর আগে মাঠেই মিটিং করেন খেলোয়াড়রা ।

সেমিতে পৌঁছনোর আশা প্রায় শেষ ঠিকই ৷ তবে ফলাফলের দিকে না-তাকিয়ে সম্মানের সঙ্গে বিশ্বকাপ শেষ করাটাই এখন একমাত্র লক্ষ্য তাঁদের । সেই ভাবনা থেকেই কোচ মিকি আর্থার পুরো দলকে দ্বিতীয়বার ব্যাটিং করান । সবমিলিয়ে ছিটকে যাওয়ার সম্ভাবনা চূড়ান্ত তবু হাল না-ছাড়ার বার্তা পাক শিবিরে। এদিকে সন্ধ্যায় পাকিস্তান দল প্রবেশের সময় বেশ কিছু দর্শক ইডেনের মূল প্রবেশদ্বারের সামনে অপেক্ষা করছিলেন । পাক ক্রিকেটারদের এক ঝলক দেখার আশায় ছিলেন তাঁরা । আসলে অনেকেই চেয়েছিলেন সেমিতে মুখোমুখি হোক ভারত-পাকিস্তান ৷ তিলোত্তমায় জমে উঠুক বিশ্বকাপ সেমির লড়াই ৷ কিন্তু সেই আশা এখন বিশ বাঁও জলে ৷

আরও পড়ুন:

  1. 160 বল বাকি থাকতে সিংহল-'বধ', বাবরদের ছিটকে দিয়ে কার্যত সেমিতে কিউয়িরা
  2. শেষ চারে ভারতের প্রতিপক্ষ হিসেবে বাবরদের চাইছেন মহারাজ
  3. বেঙ্গালুরুতে ইতিহাস বোল্টের, কিউয়িদের পেস 'ব্রহ্মাস্ত্রে' ধরাশায়ী শ্রীলঙ্কা

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.