এজবাস্টন, 10 জুন : আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে আরও একটি পালক জুড়ল ইংল্যান্ডের অভিজ্ঞ মিডিয়াম পেসার জেমস অ্যান্ডারসনের (James Anderson) ৷ ইংল্যান্ডের হয়ে সর্বাধিক টেস্ট ম্যাচ খেলা ক্রিকেটার হলেন তিনি ৷ আজ এজবাস্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের ক্রিকেট কেরিয়ারের 162 তম ম্যাচ খেলতে নেমেছেন জিমি ৷ সেই সঙ্গে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক স্যর অ্যালিস্টার কুকের 161 টেস্ট খেলার রেকর্ড ভেঙে দিলেন তিনি ৷
এই তালিকায় তিন নম্বরে রয়েছে ইংল্যান্ডের আরেক সেরা টেস্ট বোলার স্টুয়ার্ট ব্রড ৷ তিনি 147 টেস্ট খেলেছেন ইংল্যান্ডের হয়ে ৷ চতুর্থ স্থানে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার অ্যালেস স্টেওয়ার্ট ৷ তিনি 133 টেস্ট খেলেছেন ৷ তবে, জেমস অ্যান্ডারসন (James Anderson) ইংল্যান্ডের হয়ে শুধুমাত্র সর্বাধিক টেস্ট ম্যাচ খেলেননি ৷ সেই সঙ্গে ইংল্যান্ডের হয়ে সর্বাধিক টেস্ট উইকেটও নিয়েছেন তিনি ৷ মোট 616টি টেস্ট উইকেট নিয়েছেন তিনি ৷ তার পিছনে থাকা স্টুয়ার্ট ব্রড 98 উইকেট পিছনে রয়েছেন ৷ তাঁর সংগ্রহ 518 উইকেট ৷
-
18 years. 616 wickets. 162 Tests.
— England Cricket (@englandcricket) June 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Your skill, desire and sacrifice continues to amaze us all.
Our most capped Test cricketer ever. Congrats @Jimmy9 👏 pic.twitter.com/E8cN5MUwDW
">18 years. 616 wickets. 162 Tests.
— England Cricket (@englandcricket) June 10, 2021
Your skill, desire and sacrifice continues to amaze us all.
Our most capped Test cricketer ever. Congrats @Jimmy9 👏 pic.twitter.com/E8cN5MUwDW18 years. 616 wickets. 162 Tests.
— England Cricket (@englandcricket) June 10, 2021
Your skill, desire and sacrifice continues to amaze us all.
Our most capped Test cricketer ever. Congrats @Jimmy9 👏 pic.twitter.com/E8cN5MUwDW
আরও পড়ুন : WTC final : একসঙ্গে অনুশীলন শুরু করলেন বিরাট-রোহিতরা
প্রসঙ্গত, 2003 সালে লর্ডসের মাঠে জিম্বাবোয়ের বিরুদ্ধে অভিষেক ঘটেছিল অ্য়ান্ডারসনের ৷ নিজের এই দীর্ঘ ক্রিকেট জীবন নিয়ে অ্যান্ডারসন জানিয়েছেন, তিনি নিজেকে আন্তর্জাতিক স্তরে খেলার উপযুক্ত বলে মনে করতেন না ৷ তাঁর ধারণা ছিল কাউন্টির বাইরে বেরনো তাঁর কাছে বিরাট বড় পদক্ষেপ ছিল ৷ এমনকি নিজের অভিষেক টেস্টের প্রথম বলটি তিনি নো-বল করেছিলেন ৷ যা নিয়ে জিমি বলেন, সেই সময়ের ইংল্য়ান্ড অধিনায়ক নাসের হুসেন তাঁর জন্য ফাইন লেগে কোনও ফিল্ডার রাখেননি ৷ আর সেই মুহূর্তে তিনি, অত্যন্ত নার্ভাস হয়ে গিয়েছিলেন ৷ তাঁর মনে হয়েছিল, টেস্ট ক্রিকেটে তাঁর অভিষেক অনেক দ্রুত হয়ে গিয়েছে ৷ কিন্তু, সেই জেমস অ্যান্ডারসন আজ ইংল্যান্ডের হয়ে সর্বাধিক টেস্ট খেলা ক্রিকেটার ৷