ETV Bharat / sports

New Zealand vs England: দেড় দশকের অপেক্ষার অবসান, ঘরের মাঠে কিউয়েদের 267 রানে হারাল ইংল্যান্ড

কিউয়িদের বিরুদ্ধে প্রথম টেস্টে জয় ইংল্যান্ডের (New Zealand vs England) ৷ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে গেলেও শেষ 11টির মধ্যে 10টি টেস্ট জিতল থ্রি-লায়ন্স ৷

author img

By

Published : Feb 19, 2023, 7:54 PM IST

New Zealand vs England ETV BHARAT
New Zealand vs England

মাউন্ট মাউনগানুই (নিউজিল্যান্ড), 19 ফেব্রুয়ারি: 15 বছর পর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয় ইংল্যান্ডের ৷ মাউন্ট মাউনগানুইয়ে কিউয়িদের 267 রানের বিশাল ব্যবধানে প্রথম টেস্টে হারাল থ্রি-লায়ন্স ব্রিগেড (England Win First Test on New Zealand Soil in 15 Years) ৷ সেইসঙ্গে বেন স্টোকসের নেতৃত্বে শেষ 11টি'র মধ্যে 10টি টেস্টে জয় পেয়েছে ইংল্যান্ড ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দিনরাতের টেস্ট ম্যাচে হ্যারি ব্রুক এবং বেন ডাকেট অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স ইংল্যান্ডের কাছে বড় পাওনা ছিল ৷ ম্যাচের সেরা হয়েছেন হ্যারি ব্রুক ৷

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বে ওভালে প্রথম টেস্টে শুরু থেকেই দাপট দেখিয়েছেন ব্রিটিশ ক্রিকেটাররা ৷ দ্বিতীয় ইনিংসে মাত্র 123 রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড ৷ অ্যান্ডারসন এবং ব্রড 4টি করে উইকেট নেন ৷ এই টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৷ কিন্তু শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলে বেন স্টোকসরা ৷ ওপেনার জ্যাক ক্রলি ব্যর্থ হলেও আরেক ওপেনার বেন ডাকেট প্রথম ইনিংসে 84 রান করেন ৷ মিডল অর্ডারে হ্যারি ব্রুক 81 বলে করেন 89 রান ৷

প্রথম ইনিংসে ইংল্যান্ডের 325 রানের জবাবে কিউয়িরা শুরু থেকেই বেকায়দায় পড়ে যায় ৷ জিমি অ্যান্ডারসন এবং ওলি রবিনসনের সুইং বোলিংয়ে একটা সময় 83 রানে 5 উইকেট হারায় নিউজিল্যান্ড ৷ সেখান থেকে নিউজিল্যান্ডকে ডেভন কনওয়ে (77) এবং টম ব্লান্ডেল (138) ৷ 306 রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস ৷ তবে দ্বিতীয় ইনিংসে ফের আক্রমণাত্মক খেলে ব্রিটিশ ব্যাটাররা ৷ ওলি পোপ (49), জো রুট (57), হ্যারি ব্রুক (54), বেন ফোকস (51), বেন স্টোকস (31) এবং ওলি রবিনসন (39) এর ইনিংসের দৌলতে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 374 রান করে ৷

আরও পড়ুন: কোটলায় ছয় উইকেটে 'ক্যাঙারু বধ', বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখল ভারত

নিউজিল্যান্ডকে 394 রানের টার্গেট দেয় ইংল্যান্ড ৷ রান তাড়া করতে নেমে শুরু থেকেই বেকায়দায় পড়ে কিউয়িরা ৷ অ্যান্ডারসন এবং ব্রডের সুইং বোলিংয়ে ধরাশায়ী হয়ে যায় কেন উইলিয়ামসনের দল ৷ মাত্র 28 রানে 5 উইকেট হারায় তারা ৷ সেখান থেকে ড্যারেল মিচেল (57 নট আউট) এবং মাইকেল ব্রেসওয়েল (25) কিছুটা প্রতিরোধ তৈরি করেন ৷ কিন্তু, ব্রেসওয়েল এদিন শুরুতেই জ্যাক লিচের শিকার হন ৷ এরপর জিমি অ্যান্ডারসন স্টিম রোলার চালান কিউয়ি লোয়ার অর্ডারের উপর ৷ 89 এবং 54 রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন হ্যারি ব্রুক ৷

মাউন্ট মাউনগানুই (নিউজিল্যান্ড), 19 ফেব্রুয়ারি: 15 বছর পর নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয় ইংল্যান্ডের ৷ মাউন্ট মাউনগানুইয়ে কিউয়িদের 267 রানের বিশাল ব্যবধানে প্রথম টেস্টে হারাল থ্রি-লায়ন্স ব্রিগেড (England Win First Test on New Zealand Soil in 15 Years) ৷ সেইসঙ্গে বেন স্টোকসের নেতৃত্বে শেষ 11টি'র মধ্যে 10টি টেস্টে জয় পেয়েছে ইংল্যান্ড ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে দিনরাতের টেস্ট ম্যাচে হ্যারি ব্রুক এবং বেন ডাকেট অসাধারণ ব্যাটিং পারফরম্যান্স ইংল্যান্ডের কাছে বড় পাওনা ছিল ৷ ম্যাচের সেরা হয়েছেন হ্যারি ব্রুক ৷

নিউজিল্যান্ডের বিরুদ্ধে বে ওভালে প্রথম টেস্টে শুরু থেকেই দাপট দেখিয়েছেন ব্রিটিশ ক্রিকেটাররা ৷ দ্বিতীয় ইনিংসে মাত্র 123 রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড ৷ অ্যান্ডারসন এবং ব্রড 4টি করে উইকেট নেন ৷ এই টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৷ কিন্তু শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলে বেন স্টোকসরা ৷ ওপেনার জ্যাক ক্রলি ব্যর্থ হলেও আরেক ওপেনার বেন ডাকেট প্রথম ইনিংসে 84 রান করেন ৷ মিডল অর্ডারে হ্যারি ব্রুক 81 বলে করেন 89 রান ৷

প্রথম ইনিংসে ইংল্যান্ডের 325 রানের জবাবে কিউয়িরা শুরু থেকেই বেকায়দায় পড়ে যায় ৷ জিমি অ্যান্ডারসন এবং ওলি রবিনসনের সুইং বোলিংয়ে একটা সময় 83 রানে 5 উইকেট হারায় নিউজিল্যান্ড ৷ সেখান থেকে নিউজিল্যান্ডকে ডেভন কনওয়ে (77) এবং টম ব্লান্ডেল (138) ৷ 306 রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস ৷ তবে দ্বিতীয় ইনিংসে ফের আক্রমণাত্মক খেলে ব্রিটিশ ব্যাটাররা ৷ ওলি পোপ (49), জো রুট (57), হ্যারি ব্রুক (54), বেন ফোকস (51), বেন স্টোকস (31) এবং ওলি রবিনসন (39) এর ইনিংসের দৌলতে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 374 রান করে ৷

আরও পড়ুন: কোটলায় ছয় উইকেটে 'ক্যাঙারু বধ', বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখল ভারত

নিউজিল্যান্ডকে 394 রানের টার্গেট দেয় ইংল্যান্ড ৷ রান তাড়া করতে নেমে শুরু থেকেই বেকায়দায় পড়ে কিউয়িরা ৷ অ্যান্ডারসন এবং ব্রডের সুইং বোলিংয়ে ধরাশায়ী হয়ে যায় কেন উইলিয়ামসনের দল ৷ মাত্র 28 রানে 5 উইকেট হারায় তারা ৷ সেখান থেকে ড্যারেল মিচেল (57 নট আউট) এবং মাইকেল ব্রেসওয়েল (25) কিছুটা প্রতিরোধ তৈরি করেন ৷ কিন্তু, ব্রেসওয়েল এদিন শুরুতেই জ্যাক লিচের শিকার হন ৷ এরপর জিমি অ্যান্ডারসন স্টিম রোলার চালান কিউয়ি লোয়ার অর্ডারের উপর ৷ 89 এবং 54 রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন হ্যারি ব্রুক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.