ETV Bharat / sports

ICC World Cup 2023: ম্যাচের আগেই শেষ পাকিস্তানের অবাস্তব সেমিফাইনাল-অংক, টস জিতে ব্যাটিং ইংল্যান্ডের

England vs Pakistan in ICC Cricket World Cup: ক্রিকেটের নন্দনকাননে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার ৷ তাঁদের বিশ্বকাপ অভিযান আগেই শেষ হয়ে গিয়েছে ৷ আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্তে শেষ হল প্রতিপক্ষ পাকিস্তানের সেমিফাইনালে যাওয়ার অবাস্তব স্বপ্নও ৷

Image Courtesy: ICC Cricket World Cup X
Image Courtesy: ICC Cricket World Cup X
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 2:25 PM IST

Updated : Nov 11, 2023, 2:36 PM IST

কলকাতা, 11 নভেম্বর: ইডেন গার্ডেন্সে আজ পাকিস্তানের সামনে ইংল্যান্ড ৷ ম্যাচের আগে সেমিফাইনালের ওঠার এক অবাস্তব পরিসংখ্যানের সামনে দাঁড়িয়ে ছিল পাকিস্তান ৷ কিন্তু, ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার টস জিতে ব্যাটিং নিতেই সব অংকের হিসেব কার্যত শেষ ৷ ইডেনের শুকনো উইকেটে টস জিতে আগে ব্যাট করে স্কোর বোর্ডে বড় রান তোলাই লক্ষ্য ইংল্যান্ডের ৷ দ্বিতীয় ইনিংসে ইডেনের পিচ আরও ভাঙতে পারে ৷ এমনটাই মনে করছেন দুই দলের অধিনায়ক ৷ তাই টসের পর বাবর আজম জানিয়ে গেলেন, তিনিও টস জিতে ব্যাটিং করতে চেয়েছিলেন ৷

উল্লেখ্য, এই ম্যাচে আগে ব্যাট করলে বাবরদের স্কোর বোর্ডে 400 বা তার বেশি রান তোলার জন্য ঝাঁপাতে হত ৷ কারণ, ইংল্যান্ডকে অন্তত 287 রানের ব্যবধানে হারালেই বিশ্বকাপের শেষ চারে জায়গা করতে পারতেন বাবররা ৷ আর টস হেরে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করে সেমিফাইনালে যাওযার যে পরিসংখ্যান রয়েছে তা সমস্ত বিচারেই অবাস্তব ৷ ইংল্যান্ড দল যে রান করবে প্রথমে ব্যাট করে, তা মাত্র 2 ওভার 4 বলে করে ফেলতে হবে পাকিস্তানকে ৷ ক্রিকেটের হিসেবে তা কখনই সম্ভব নয় ৷ তাই পাকিস্তানের বিশ্বকাপ যে রাউন্ড-রবিন লিগেই শেষ হয়ে গেলে তা নিয়ে আর কোনও সংশয় নেই ৷ তাই সেমিফাইনালের আলোচনা দূরে সরিয়ে পাকিস্তানের লক্ষ্য ইতিবাচকভাবে বিশ্বকাপের যাত্রা শেষ করা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অন্যদিকে, আজই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ ম্যাচ খেলতে নামছেন ব্রিটিশ অলরাউন্ডার ডেভিড উইলি ৷ বাঁ-হাতি মিডিয়াম পেস অলরাউন্ডার, ভারতের বিরুদ্ধে 29 অক্টোবরের ম্যাচের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ৷ জানিয়েছিলেন, ইংল্যান্ডের থ্রি-লায়েন্স এমব্লেমে এই বিশ্বকাপের পরে আর তাঁকে দেখা যাবে না ৷ তাই ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার জানিয়েছেন, উইলির এই আবেগপূর্ণ দিনে দলের তরফে তাঁর ফেয়ারওয়েলে জয় উপহার দিতে চান ৷

তবে, 2023 আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড না, পাকিস্তান ? কাদের শেষটা ইতিবাচক হয়, সেটা ই দেখার ৷ উল্লেখ্য, গত কয়েকদিনে কলকাতায় রাতের তাপমাত্র কমছে ৷ ফলে হালকা শিশিরও পড়ছে ৷ তাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং অনেকটা সহজ হলেও হতে পারে ৷ এমনকী আউট-ফিল্ড শিশিরে ভিজলে তা পাকিস্তান ব্যাটারদের জন্য অবশ্যই সুখবর হবে ৷

আরও পড়ুন:

  1. টিভিতে বক্তব্য রাখা সহজ, তাঁর ব্যাটিংয়ে অধিনায়কত্বের কোনও চাপ নেই; সমালোচকদের জবাব বাবরের
  2. প্রথমে আফগানিস্তান, পরে দক্ষিণ আফ্রিকা; হারের ধাক্কাই ছিটকে দিয়েছে, মানছেন বাবর
  3. বিদায়বেলায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোখ, সান্ত্বনা পুরস্কারেই ক্ষত ঢাকতে চাইছে ইংল্যান্ড

কলকাতা, 11 নভেম্বর: ইডেন গার্ডেন্সে আজ পাকিস্তানের সামনে ইংল্যান্ড ৷ ম্যাচের আগে সেমিফাইনালের ওঠার এক অবাস্তব পরিসংখ্যানের সামনে দাঁড়িয়ে ছিল পাকিস্তান ৷ কিন্তু, ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার টস জিতে ব্যাটিং নিতেই সব অংকের হিসেব কার্যত শেষ ৷ ইডেনের শুকনো উইকেটে টস জিতে আগে ব্যাট করে স্কোর বোর্ডে বড় রান তোলাই লক্ষ্য ইংল্যান্ডের ৷ দ্বিতীয় ইনিংসে ইডেনের পিচ আরও ভাঙতে পারে ৷ এমনটাই মনে করছেন দুই দলের অধিনায়ক ৷ তাই টসের পর বাবর আজম জানিয়ে গেলেন, তিনিও টস জিতে ব্যাটিং করতে চেয়েছিলেন ৷

উল্লেখ্য, এই ম্যাচে আগে ব্যাট করলে বাবরদের স্কোর বোর্ডে 400 বা তার বেশি রান তোলার জন্য ঝাঁপাতে হত ৷ কারণ, ইংল্যান্ডকে অন্তত 287 রানের ব্যবধানে হারালেই বিশ্বকাপের শেষ চারে জায়গা করতে পারতেন বাবররা ৷ আর টস হেরে দ্বিতীয় ইনিংসে রান তাড়া করে সেমিফাইনালে যাওযার যে পরিসংখ্যান রয়েছে তা সমস্ত বিচারেই অবাস্তব ৷ ইংল্যান্ড দল যে রান করবে প্রথমে ব্যাট করে, তা মাত্র 2 ওভার 4 বলে করে ফেলতে হবে পাকিস্তানকে ৷ ক্রিকেটের হিসেবে তা কখনই সম্ভব নয় ৷ তাই পাকিস্তানের বিশ্বকাপ যে রাউন্ড-রবিন লিগেই শেষ হয়ে গেলে তা নিয়ে আর কোনও সংশয় নেই ৷ তাই সেমিফাইনালের আলোচনা দূরে সরিয়ে পাকিস্তানের লক্ষ্য ইতিবাচকভাবে বিশ্বকাপের যাত্রা শেষ করা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অন্যদিকে, আজই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ ম্যাচ খেলতে নামছেন ব্রিটিশ অলরাউন্ডার ডেভিড উইলি ৷ বাঁ-হাতি মিডিয়াম পেস অলরাউন্ডার, ভারতের বিরুদ্ধে 29 অক্টোবরের ম্যাচের পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন ৷ জানিয়েছিলেন, ইংল্যান্ডের থ্রি-লায়েন্স এমব্লেমে এই বিশ্বকাপের পরে আর তাঁকে দেখা যাবে না ৷ তাই ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার জানিয়েছেন, উইলির এই আবেগপূর্ণ দিনে দলের তরফে তাঁর ফেয়ারওয়েলে জয় উপহার দিতে চান ৷

তবে, 2023 আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ড না, পাকিস্তান ? কাদের শেষটা ইতিবাচক হয়, সেটা ই দেখার ৷ উল্লেখ্য, গত কয়েকদিনে কলকাতায় রাতের তাপমাত্র কমছে ৷ ফলে হালকা শিশিরও পড়ছে ৷ তাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং অনেকটা সহজ হলেও হতে পারে ৷ এমনকী আউট-ফিল্ড শিশিরে ভিজলে তা পাকিস্তান ব্যাটারদের জন্য অবশ্যই সুখবর হবে ৷

আরও পড়ুন:

  1. টিভিতে বক্তব্য রাখা সহজ, তাঁর ব্যাটিংয়ে অধিনায়কত্বের কোনও চাপ নেই; সমালোচকদের জবাব বাবরের
  2. প্রথমে আফগানিস্তান, পরে দক্ষিণ আফ্রিকা; হারের ধাক্কাই ছিটকে দিয়েছে, মানছেন বাবর
  3. বিদায়বেলায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে চোখ, সান্ত্বনা পুরস্কারেই ক্ষত ঢাকতে চাইছে ইংল্যান্ড
Last Updated : Nov 11, 2023, 2:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.