ETV Bharat / sports

কোহলির প্রশংসায় শেন ওয়ার্ন, ‘স্পিরিট অফ ক্রিকেট’; মন্তব্য প্রাক্তন অজ়ি ক্রিকেটারের - জো রুট

চেন্নাইয়ে প্রথম টেস্টের প্রথম দিনে বিরাট কোহলির আচরণে মুগ্ধ শেন ওয়ার্ন ৷ ক্র্যাম্পের সমস্যায় কষ্ট পাওয়া জো রুটকে সাহায্য় করায় কোহলির প্রশংসা করলেন তিনি ৷ একই সঙ্গে কোহলির এই আচরণকে স্পিরিট অফ ক্রিকেট বলে সম্ভাষণ করলেন শেন ৷

warne-hails-kohli-for-spirit-of-cricket-gesture-towards-root
কোহলির প্রশংসায় শেন ওয়ার্ন, ‘স্পিরিট অফ ক্রিকেট’ মন্তব্য প্রাক্তন অজ়ি ক্রিকেটারের
author img

By

Published : Feb 8, 2021, 6:58 PM IST

মেলবোর্ন, 8 ফেব্রুয়ারি : বিরাট কোহলির আচরণে মুগ্ধ প্রাক্তন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্ন ৷ চলতি ভারত বনাম ইংল্যান্ড টেস্টের প্রথমদিন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ক্র্যাম্পের কারণে মাটিতে শুয়ে পড়েন ৷ তখন তাঁকে সাহায্য় করতে এগিয়ে আসেন বিরাট ৷ সেই দৃশ্যকেই ‘স্পিরিট অফ ক্রিকেট’ বলে উল্লেখ করেছেন তিনি ৷ এনিয়ে নিজের টুইটারে একটি পোস্ট করেন শেন ওয়ার্ন ৷

‘‘ভালো লাগল এটা !!! খুব ভালো বিরাট কোহলি এবং আবারও একটা অসাধারণ ইনিংস খেলার জন্য জো রুটকে শুভেচ্ছা ৷ স্পিরিট অফ ক্রিকেট!’’ টুইটারে লেখেন শেন ওয়ার্ন ৷ প্রসঙ্গত, প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে চেন্নাইয়ের গরমে ক্র্যাম্প ধরে যায় জো রুটের ৷ সেই সময় ইংল্যান্ডের ফিজিও মাঠে আসার আগে কোহলি এগিয়ে গিয়ে রুটকে সাহায্য করেন ৷ তাঁর পা ধরে স্ট্রেচ করতে সাহায্য করেন ৷ সেই ইনিংসে জো রুট 218 রানের অসাধারণ ইনিংস খেলেন ৷

আরও পড়ুন : অশ্বিনের 6 উইকেট, জয়ের জন্য ভারতের প্রয়োজন 420 রান

এই টেস্টে ভারত দ্বিতীয় ইনিংসে দুর্দান্তভাবে ফিরে আসে ৷ মাত্র 178 রানে ইংল্যান্ডকে অল আউট করে ভারতীয় দল ৷ তবে, এই ম্যাচে ভারতের সামনে 420 রানের বিশাল লক্ষ্য রেখেছে ইংল্যান্ড ৷ যার জবাবে চতুর্থ দিনের শেষে ভারত দ্বিতীয় ইনিংসে এক উইকেট হারিয়ে 39 রান করেছে ৷ পঞ্চম তথা শেষ দিনে ভারতকে জিততে 381 রান করতে হবে ৷

মেলবোর্ন, 8 ফেব্রুয়ারি : বিরাট কোহলির আচরণে মুগ্ধ প্রাক্তন অস্ট্রেলিয়ান লেগ স্পিনার শেন ওয়ার্ন ৷ চলতি ভারত বনাম ইংল্যান্ড টেস্টের প্রথমদিন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ক্র্যাম্পের কারণে মাটিতে শুয়ে পড়েন ৷ তখন তাঁকে সাহায্য় করতে এগিয়ে আসেন বিরাট ৷ সেই দৃশ্যকেই ‘স্পিরিট অফ ক্রিকেট’ বলে উল্লেখ করেছেন তিনি ৷ এনিয়ে নিজের টুইটারে একটি পোস্ট করেন শেন ওয়ার্ন ৷

‘‘ভালো লাগল এটা !!! খুব ভালো বিরাট কোহলি এবং আবারও একটা অসাধারণ ইনিংস খেলার জন্য জো রুটকে শুভেচ্ছা ৷ স্পিরিট অফ ক্রিকেট!’’ টুইটারে লেখেন শেন ওয়ার্ন ৷ প্রসঙ্গত, প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগে চেন্নাইয়ের গরমে ক্র্যাম্প ধরে যায় জো রুটের ৷ সেই সময় ইংল্যান্ডের ফিজিও মাঠে আসার আগে কোহলি এগিয়ে গিয়ে রুটকে সাহায্য করেন ৷ তাঁর পা ধরে স্ট্রেচ করতে সাহায্য করেন ৷ সেই ইনিংসে জো রুট 218 রানের অসাধারণ ইনিংস খেলেন ৷

আরও পড়ুন : অশ্বিনের 6 উইকেট, জয়ের জন্য ভারতের প্রয়োজন 420 রান

এই টেস্টে ভারত দ্বিতীয় ইনিংসে দুর্দান্তভাবে ফিরে আসে ৷ মাত্র 178 রানে ইংল্যান্ডকে অল আউট করে ভারতীয় দল ৷ তবে, এই ম্যাচে ভারতের সামনে 420 রানের বিশাল লক্ষ্য রেখেছে ইংল্যান্ড ৷ যার জবাবে চতুর্থ দিনের শেষে ভারত দ্বিতীয় ইনিংসে এক উইকেট হারিয়ে 39 রান করেছে ৷ পঞ্চম তথা শেষ দিনে ভারতকে জিততে 381 রান করতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.