চেন্নাই, 9 ফেব্রুয়ারি : চতুর্থ দিনে ম্যাচ চলাকালীনই ইংল্যান্ড ব্যাটসম্যানদের রান নেওয়ার ধরণ দেখে ক্ষোভ প্রকাশ করলেন বিরাট কোহলি ৷ স্টাম্প মাইকে সেই কথা স্পষ্ট শোনা গিয়েছে ৷ বিরাট আম্পায়ার নীতীন মেননের কাছে অভিযোগ করছেন, সোজা রানও নিতে গিয়েও পিচের মাঝখান দিয়ে দৌড়াচ্ছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ৷
প্রসঙ্গত, বিরাট অভিযোগ তুলেছেন, দ্বিতীয় ইংনিসে ব্যাটিংয়ের সময় ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ইচ্ছাকৃতভাবে পিচের মাঝখান দিয়ে দৌড়াচ্ছিলেন ৷ এতে পিচ আরও খারাপ হয়ে গেলে ভারতীয় ব্যাটসম্যানরা শেষদিন ব্যাট করতে নেমে সমস্যায় পড়বেন বলেই এই কাজ করেছেন জো রুটরা ৷ বিরাটের আম্পায়ারের কাছে এই অভিযোগ স্টাম্প মাইকে স্পষ্ট শোনা গিয়েছে ৷ সেখানে তিনি বলছেন, ‘‘ওহে মেনন দেখ, সোজা রানও নিতে গিয়েও পিচের মাঝখান দিয়ে দৌড়াচ্ছে, কী হচ্ছে এটা?’’
আরও পড়ুন : 227 রানে জয় ইংল্যান্ডের, সিরিজ়ে 1-0তে এগিয়ে গেল রুট বাহিনী
এই অভিযোগের পাশাপাশি এদিন 227 রানে প্রথম টেস্ট হারার পর, দলের শারীরিক ভাষা এবং আগ্রাসন ছিল না বলে অভিযোগ করেছেন বিরাট ৷ যেখানে ভারতীয় শিবিরের দুই অনভিজ্ঞ ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর এবং শাহবাজ নাদিমের পারফর্মেন্স নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় কোহলিকে ৷