ETV Bharat / sports

সামনে ওয়ানডে সিরিজ়, পুনে পৌঁছাল ভারতীয় দল - ওয়ানডে সিরিজ় খেলতে পুনে পৌঁছাল ভারতীয় ক্রিকেট দল

ভারতীয় দলের অনেক সদস্যই তাঁদের পুনে আগমনের ছবি সোশাল মিডিয়ায় আপলোড করেন ৷ হার্দিক পাণ্ডিয়া তাঁর পুত্র অগস্থার সঙ্গে বিমানের ছবি দেন ৷ রোহিত শর্মা টিম বাসে সেলফির ছবি দেন ৷

পুনে পৌঁছাল ভারতীয় দল
পুনে পৌঁছাল ভারতীয় দল
author img

By

Published : Mar 21, 2021, 9:53 PM IST

মুম্বই, 21 মার্চ : ঘরের মাঠে ইংল্যান্ডকে টেস্ট ও টি20 সিরিজ়ে হারানোর পর ভারতের সমানে নতুন চ্যালেঞ্জ ৷ এবার সামনে ওয়ানডে সিরিজ় ৷ আর ব্রিটিশদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ় খেলতে পুনে পৌঁছাল ভারতীয় ক্রিকেট দল ৷

আজ বিকালে চ্যাটার্ড ফ্লাইটে আমেদাবাদ থেকে পুনের উদ্দেশ্যে রাওনা দেয় ভারতীয় দল ৷ বিকাল 4টা 45মিনিট নাগাদ পুনে পৌঁছান বিরাট হার্দিকরা ৷ বিমানবন্দর থেকে হোটলে নিয়ে যাওয়া হয় ভারতীয় দলকে ৷

ভারতীয় দলের অনেক সদস্যই তাঁদের পুনে আগমনের ছবি সোশাল মিডিয়ায় আপলোড করেন ৷ হার্দিক পাণ্ডিয়া তাঁর পুত্র অগস্থার সঙ্গে বিমানের ছবি দেন ৷ রোহিত শর্মা টিম বাসে সেলফির ছবি দেন ৷

আরও পড়ুন : বিরাট থেকে রোহিত, টি-20 সিরিজ়ে রেকর্ডের ছড়াছড়ি

শেষবার 2020 সালের ডিসেম্বরে ওয়ানডে ম্যাচ খেলেছিল ভারত ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই সিরিজ়ে প্রথম দুটি ম্যাচে হারে ভারত ৷ যদিও শেষ ম্যাচে জয় তুলে নেয় বিরাট কোহলি ব্রিগেড ৷ এবার রোহিতদের চ্যালেঞ্জ ঘরের মাঠে ব্রিটিশ সিংহদের বিরুদ্ধে ৷ বিশ্বের অন্যতম সেরা ওয়ানডে দল ইয়ন মরগ্যানের ইংল্যান্ড ৷ সিরিজ় শুরুর আগে সে কথাও মাথায় রাখতে হবে বিরাট, রোহিতদের ৷

মুম্বই, 21 মার্চ : ঘরের মাঠে ইংল্যান্ডকে টেস্ট ও টি20 সিরিজ়ে হারানোর পর ভারতের সমানে নতুন চ্যালেঞ্জ ৷ এবার সামনে ওয়ানডে সিরিজ় ৷ আর ব্রিটিশদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ় খেলতে পুনে পৌঁছাল ভারতীয় ক্রিকেট দল ৷

আজ বিকালে চ্যাটার্ড ফ্লাইটে আমেদাবাদ থেকে পুনের উদ্দেশ্যে রাওনা দেয় ভারতীয় দল ৷ বিকাল 4টা 45মিনিট নাগাদ পুনে পৌঁছান বিরাট হার্দিকরা ৷ বিমানবন্দর থেকে হোটলে নিয়ে যাওয়া হয় ভারতীয় দলকে ৷

ভারতীয় দলের অনেক সদস্যই তাঁদের পুনে আগমনের ছবি সোশাল মিডিয়ায় আপলোড করেন ৷ হার্দিক পাণ্ডিয়া তাঁর পুত্র অগস্থার সঙ্গে বিমানের ছবি দেন ৷ রোহিত শর্মা টিম বাসে সেলফির ছবি দেন ৷

আরও পড়ুন : বিরাট থেকে রোহিত, টি-20 সিরিজ়ে রেকর্ডের ছড়াছড়ি

শেষবার 2020 সালের ডিসেম্বরে ওয়ানডে ম্যাচ খেলেছিল ভারত ৷ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই সিরিজ়ে প্রথম দুটি ম্যাচে হারে ভারত ৷ যদিও শেষ ম্যাচে জয় তুলে নেয় বিরাট কোহলি ব্রিগেড ৷ এবার রোহিতদের চ্যালেঞ্জ ঘরের মাঠে ব্রিটিশ সিংহদের বিরুদ্ধে ৷ বিশ্বের অন্যতম সেরা ওয়ানডে দল ইয়ন মরগ্যানের ইংল্যান্ড ৷ সিরিজ় শুরুর আগে সে কথাও মাথায় রাখতে হবে বিরাট, রোহিতদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.