ETV Bharat / sports

সিরাজকে কটূক্তি স্টোকসের, আসরে নামলেন কোহলি - England Cricketer

ভারতীয় পেসার মহম্মদ সিরাজকে কটূক্তি করে বিতর্কে জড়ালেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

Indian Skipper
Virat Kohli
author img

By

Published : Mar 5, 2021, 12:04 PM IST

Updated : Mar 5, 2021, 2:09 PM IST

আমেদাবাদ, 5 মার্চ : ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের প্রথমদিনে ব্রিটিশ অলরাউন্ডার বেন স্টোকসের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ালেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। পরিস্থিতি সামলাতে আসরে নামেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।

প্রথমদিনে ভারতীয় পেসার সিরাজ জো-রুটদের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে প্যাভিলিয়নে ফেরত পাঠান স্পিন এবং পেস বোলাররা। সেইসময় মেজাজ হারান স্টোকস। ম্যাচের 12 ওভারে কটূক্তি করেন সিরাজকে। যদিও সেই পরিস্থিতি অধিনায়ক হিসেবে দক্ষতার সঙ্গে সামলান কোহলি। তবে বিতর্ক থামাতে গিয়ে নিজেও কিছুটা মেজাজ হারান অধিনায়ক। আম্পায়ার নীতি মেননের হস্তক্ষেপের আগে নিজে স্টোকসের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন কোহলি। ম্যাচের 13 ওভারে এই পরিস্থিতির সৃষ্টি হয়। দিনের শেষে 205 রানেই শেষ হয়ে যায় ব্রিটিশদের ইনিংস। দিনের শেষে ভারত 24 রান তোলে এক উইকেটের বিনিময়ে।

আরও পড়ুন: অশ্বিন-অক্ষর জুটিতে ধরাশায়ী ব্রিটিশরা

স্টোকসকে প্যাভিলিয়নে ফেরত পাঠানো হয় 55 রানে। দিনের শুরু থেকেই ভারতীয় বোলিং আগ্রাসনের সামনে স্টোকস ছাড়া কেউই অর্ধশতরানে পৌঁছাতে পারেননি। টসে জিতে ব্যাট করতে নেমে কিছুটা অগোছালভাবেই শুরু হয় রুটদের ইনিংস।

আমেদাবাদ, 5 মার্চ : ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের প্রথমদিনে ব্রিটিশ অলরাউন্ডার বেন স্টোকসের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ালেন ভারতীয় পেসার মহম্মদ সিরাজ। পরিস্থিতি সামলাতে আসরে নামেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।

প্রথমদিনে ভারতীয় পেসার সিরাজ জো-রুটদের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। একের পর এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে প্যাভিলিয়নে ফেরত পাঠান স্পিন এবং পেস বোলাররা। সেইসময় মেজাজ হারান স্টোকস। ম্যাচের 12 ওভারে কটূক্তি করেন সিরাজকে। যদিও সেই পরিস্থিতি অধিনায়ক হিসেবে দক্ষতার সঙ্গে সামলান কোহলি। তবে বিতর্ক থামাতে গিয়ে নিজেও কিছুটা মেজাজ হারান অধিনায়ক। আম্পায়ার নীতি মেননের হস্তক্ষেপের আগে নিজে স্টোকসের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন কোহলি। ম্যাচের 13 ওভারে এই পরিস্থিতির সৃষ্টি হয়। দিনের শেষে 205 রানেই শেষ হয়ে যায় ব্রিটিশদের ইনিংস। দিনের শেষে ভারত 24 রান তোলে এক উইকেটের বিনিময়ে।

আরও পড়ুন: অশ্বিন-অক্ষর জুটিতে ধরাশায়ী ব্রিটিশরা

স্টোকসকে প্যাভিলিয়নে ফেরত পাঠানো হয় 55 রানে। দিনের শুরু থেকেই ভারতীয় বোলিং আগ্রাসনের সামনে স্টোকস ছাড়া কেউই অর্ধশতরানে পৌঁছাতে পারেননি। টসে জিতে ব্যাট করতে নেমে কিছুটা অগোছালভাবেই শুরু হয় রুটদের ইনিংস।

Last Updated : Mar 5, 2021, 2:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.