ETV Bharat / sports

দ্বিতীয় টেস্টেই খুলছে এমএ চিদম্বরম স্টেডিয়ামের বন্ধ তিনটি ব্লক - দ্বিতীয় ম্য়াচ

2011 সালে বন্ধ করে দেওয়া হয় চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামের দর্শকাসনের তিনটি ব্লক৷ ভারত-ইংল্য়ান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচে খুলে দেওয়া হচ্ছে সেগুলি৷ টিকিট বিক্রি শুরু হবে 9 ফেব্রুয়ারি থেকে৷

Shut since 2012, Chepauk to finally open its three stands to spectators
দ্বিতীয় টেস্টেই খুলছে এমএ চিদম্বর স্টেডিয়ামের বন্ধ তিনটি ব্লক
author img

By

Published : Feb 7, 2021, 3:06 PM IST

চেন্নাই, 7 ফেব্রুয়ারি : আগামী 13 ফেব্রুয়ারি থেকে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে শুরু হতে চলেছে ভারত-ইংল্য়ান্ড দ্বিতীয় টেস্ট৷ সূত্রের খবর, এই ম্যাচেই স্টেডিয়ামের আই, জে এবং কে ব্লকগুলি দর্শকদের বসার জন্য খুলে দেওয়া হবে ৷ 2012 সাল থেকে এখনও পর্যন্ত যা বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ ৷

2011 সালের বিশ্বকাপের পরই নানা কারণে এই তিনটি ব্লক ‘সিল’ করে দেওয়া হয়৷ প্রত্য়েকটিতে চার হাজার করে 12 হাজার দর্শক বসতে পারেন৷ সেগুলি বন্ধ করার জেরে পরবর্তীতে একাধিক ম্য়াচ হাতছাড়া করতে হয় স্টেডিয়াম কর্তৃপক্ষকে৷ যার মধ্যে 2016-এর টি-20 বিশ্বকাপ এবং 2019-এর আইপিএলের ফাইনাল অন্যতম৷

ব্য়তিক্রম ঘটে কেবলমাত্র 2012 সালে৷ ভারত-পাক একদিনের ম্য়াচের জন্য খুলে দেওয়া হয় বন্ধ তিনটি ব্লক৷

আগামী 13 থেকে 17 ফেব্রুয়ারি ভারত ও ইংল্যান্ডের মধ্য়ে চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট ম্য়াচ খেলা হবে৷ তামিলনাড়ু ক্রিকেট অ্য়াসোসিয়েশনের (টিএনসিএ) এক আধিকারিক জানিয়েছেন, 9 ফেব্রুয়ারি থেকেই শুরু হবে টিকিট বিক্রি৷ প্রায় 15 হাজার টিকিট অনলাইনে বিক্রি করা হবে৷

আরও পড়ুন: ফিরলেন কোহলি-রাহানে, ক্রমশ কোণঠাসা হচ্ছে ভারত

ইতিমধ্যে এতদিন বন্ধ থাকা তিনটি ব্লককে সাফসুতরো করার কাজ শুরু হয়ে গিয়েছে ৷ ম্য়াচ শুরুর আগে সেগুলি দর্শকদের বসার জন্য তৈরি হয়ে যাবে বলে জানিয়েছে টিএনসিএ৷

প্রসঙ্গত, এই স্টেডিয়ামেই ভারত-ইংল্য়ান্ড প্রথম টেস্ট ম্য়াচের খেলা চলছে ৷ তবে দর্শকদের সেখানে ঢোকার অনুমতি মেলেনি৷ প্রবেশাধিকার পায়নি সংবাদমাধ্যমও৷ দ্বিতীয় টেস্টে অবশ্য এই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে৷

চেন্নাই, 7 ফেব্রুয়ারি : আগামী 13 ফেব্রুয়ারি থেকে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে শুরু হতে চলেছে ভারত-ইংল্য়ান্ড দ্বিতীয় টেস্ট৷ সূত্রের খবর, এই ম্যাচেই স্টেডিয়ামের আই, জে এবং কে ব্লকগুলি দর্শকদের বসার জন্য খুলে দেওয়া হবে ৷ 2012 সাল থেকে এখনও পর্যন্ত যা বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ ৷

2011 সালের বিশ্বকাপের পরই নানা কারণে এই তিনটি ব্লক ‘সিল’ করে দেওয়া হয়৷ প্রত্য়েকটিতে চার হাজার করে 12 হাজার দর্শক বসতে পারেন৷ সেগুলি বন্ধ করার জেরে পরবর্তীতে একাধিক ম্য়াচ হাতছাড়া করতে হয় স্টেডিয়াম কর্তৃপক্ষকে৷ যার মধ্যে 2016-এর টি-20 বিশ্বকাপ এবং 2019-এর আইপিএলের ফাইনাল অন্যতম৷

ব্য়তিক্রম ঘটে কেবলমাত্র 2012 সালে৷ ভারত-পাক একদিনের ম্য়াচের জন্য খুলে দেওয়া হয় বন্ধ তিনটি ব্লক৷

আগামী 13 থেকে 17 ফেব্রুয়ারি ভারত ও ইংল্যান্ডের মধ্য়ে চলতি সিরিজের দ্বিতীয় টেস্ট ম্য়াচ খেলা হবে৷ তামিলনাড়ু ক্রিকেট অ্য়াসোসিয়েশনের (টিএনসিএ) এক আধিকারিক জানিয়েছেন, 9 ফেব্রুয়ারি থেকেই শুরু হবে টিকিট বিক্রি৷ প্রায় 15 হাজার টিকিট অনলাইনে বিক্রি করা হবে৷

আরও পড়ুন: ফিরলেন কোহলি-রাহানে, ক্রমশ কোণঠাসা হচ্ছে ভারত

ইতিমধ্যে এতদিন বন্ধ থাকা তিনটি ব্লককে সাফসুতরো করার কাজ শুরু হয়ে গিয়েছে ৷ ম্য়াচ শুরুর আগে সেগুলি দর্শকদের বসার জন্য তৈরি হয়ে যাবে বলে জানিয়েছে টিএনসিএ৷

প্রসঙ্গত, এই স্টেডিয়ামেই ভারত-ইংল্য়ান্ড প্রথম টেস্ট ম্য়াচের খেলা চলছে ৷ তবে দর্শকদের সেখানে ঢোকার অনুমতি মেলেনি৷ প্রবেশাধিকার পায়নি সংবাদমাধ্যমও৷ দ্বিতীয় টেস্টে অবশ্য এই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.