ETV Bharat / sports

দুরন্ত ঋষভ, শট নির্বাচন নিয়ে উঠল প্রশ্ন - দুরন্ত ঋষভ পন্থ

73 রান করে প্যাভিলিয়নে ফেরেন দা নিউ ওয়াল পূজারা ৷ তবে টি 20-র ধাঁচে খেলে যান ঋষভ ৷ ব্যক্তিগত 91 রানের মাথায় শট ছক্কা হাঁকাতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন ভারতীয় উইকেট রক্ষক ৷

শতরান পন্থের
শতরান পন্থের
author img

By

Published : Feb 7, 2021, 9:39 PM IST

চেন্নাই, 7 ফেব্রুয়ারি : ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ের প্রথম টেস্টের তৃতীয় দিন পন্থময় ৷ খেললেন বিস্ফোরক ইনিংস ৷ তৃতীয় দিনের যখন জাঁকিয়ে বসেছে ইংল্যান্ড বোলাররা, তখন তাঁদের পালটা দিলেন ঋষভ ৷ টি-20 -র ধাঁচে খেললেন 91 রানের ইনিংস ৷

মাত্র 9 রানের জন্য শতরান হাতছাড়া করলেন ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান ৷ তবে তাঁর ইনিংস ফলো অন বাঁচাতে ভারতকে সাহায্য করবে তা বলাই যায় ৷ এদিকে শুরু থেকেই চনমনে দেখায় ইংল্যান্ডকে ৷ তৃতীয় দিনের শুরুতে 578 রানে অল আউট হয় ইংল্যান্ড ৷ এরপর সবার নজরে ছিল অস্ট্রেলিয়ায় দুরন্ত পারফর্ম করা ভারতীয় ব্যাটিং লাইন আপ কী করে সেদিকে ৷

তবে আজ ব্য়র্থ হয় ভারতের তারকা খচিত টপ অর্ডার ৷ বিরাট, রোহিত রাহানেরা ব্যর্থ হলেও ম্যাচর হাল ধরেন চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্থ ৷ 73 রান করে প্যাভিলিয়নে ফেরেন দা নিউ ওয়াল পূজারা ৷ তবে টি 20-র ধাঁচে খেলে যান ঋষভ ৷ কিন্তু ব্যক্তিগত 91 রানের মাথায় শট ছক্কা হাঁকাতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন ভারতীয় উইকেট রক্ষক ৷

ঋষভ ও পূজারার পার্টনারশিপ
ঋষভ ও পূজারার পার্টনারশিপ

তবে এবারই প্রথম নয় ৷ একাধিকবার ভুল শট নির্বাচনে ভুগেছেন ঋষভ ৷ সেঞ্চুরি হাতছাড়া করে খেসারত দিয়েছেন কয়েকবার ৷ তবে শোধরাননি ৷ এর আগে ইংল্যান্ডের অন্যতম সেরা ক্রিকেটার কেভিন পিটারসন ঋষভের এই শট নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন ৷ চাঁচাছোলা ভাষায় সেবার পিটারসন বলেন, ‘‘ আর কতবার আমাদের দেখতে হবে ঋষভ এই সব করছে ৷ এই কারণেই ও নিয়মিত নয় ৷’’

  • How many times have we seen @RishabPant777 do that?????!!!!!

    The very reason he wasn’t picked initially!

    Pathetic!

    — Kevin Pietersen🦏 (@KP24) July 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও সেবার পন্থের হয়ে যুবরাজ সিং গলা ফাটান ৷ কেভিন পিটারসনের টুইটের জবাবে তিনি লেখেন, ‘‘ ও মাত্র 8টি ওয়ানডে খেলেছে ৷ এটা ওর দোষ নয় ৷ ঋষভ এই ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো খেলবে ৷ এটা মোটেও প্যাথেটিক নয় ৷’’ জবাবে পিটারসন বলেন, আশা করি ও খুব দ্রুত শিক্ষা নেবে ৷

ছক্কা হাঁকানোর পথে ঋষভ
ছক্কা হাঁকানোর পথে ঋষভ

ঋষভ পন্থের খেলা নিয়ে একবার মুখ খুলেছিলেন অধিনায়ক বিরাট কোহলিও ৷ একটি সাক্ষাৎকারে বিরাট বলেন, ‘‘ আমরা শুধু চাই, ঋষভ পরিস্থিতি বুঝে খেলুক ৷ ও যেমন ভাবে, আমরা সেই রকম খেলা চাই না ৷ এটা সবটাই খেলার পরিস্থিতি বুঝে, পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে ৷’’ ভারতের হেড কোচ রবি শাস্ত্রী , এটাকে হতাশাজনক বলেও উল্লেখ করেন ৷

আরও পড়ুন : ব্যর্থ কোহলি-রাহানে, দিনের শেষে আড়াইশো রানের গণ্ডি পেরোল ভারত

তবে ঋষভের এই সব সমালোচনা কিন্তু অস্ট্রেলিয়া সফরের আগের কথা ৷ অস্ট্রেলিয়া সফরে, ঋষভের ব্য়াটিং মুগ্ধ করেছিল ক্রিকেট বোদ্ধাদের ৷ ব্রিসবেনের ইনিংস অনেকেই তাঁর সেরা ইনিংস বলে বর্ণনা করেছিলনে ৷ তার পরেই চেন্নাইয়ের ইনিংস ফের বিশেষজ্ঞদের মনে ধরেছিল, কিন্তু তাল কাটল খারাপ শটে আউট হয়ে ফেরা ৷

চেন্নাই, 7 ফেব্রুয়ারি : ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ের প্রথম টেস্টের তৃতীয় দিন পন্থময় ৷ খেললেন বিস্ফোরক ইনিংস ৷ তৃতীয় দিনের যখন জাঁকিয়ে বসেছে ইংল্যান্ড বোলাররা, তখন তাঁদের পালটা দিলেন ঋষভ ৷ টি-20 -র ধাঁচে খেললেন 91 রানের ইনিংস ৷

মাত্র 9 রানের জন্য শতরান হাতছাড়া করলেন ভারতের উইকেট রক্ষক ব্যাটসম্যান ৷ তবে তাঁর ইনিংস ফলো অন বাঁচাতে ভারতকে সাহায্য করবে তা বলাই যায় ৷ এদিকে শুরু থেকেই চনমনে দেখায় ইংল্যান্ডকে ৷ তৃতীয় দিনের শুরুতে 578 রানে অল আউট হয় ইংল্যান্ড ৷ এরপর সবার নজরে ছিল অস্ট্রেলিয়ায় দুরন্ত পারফর্ম করা ভারতীয় ব্যাটিং লাইন আপ কী করে সেদিকে ৷

তবে আজ ব্য়র্থ হয় ভারতের তারকা খচিত টপ অর্ডার ৷ বিরাট, রোহিত রাহানেরা ব্যর্থ হলেও ম্যাচর হাল ধরেন চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্থ ৷ 73 রান করে প্যাভিলিয়নে ফেরেন দা নিউ ওয়াল পূজারা ৷ তবে টি 20-র ধাঁচে খেলে যান ঋষভ ৷ কিন্তু ব্যক্তিগত 91 রানের মাথায় শট ছক্কা হাঁকাতে গিয়ে প্যাভিলিয়নে ফেরেন ভারতীয় উইকেট রক্ষক ৷

ঋষভ ও পূজারার পার্টনারশিপ
ঋষভ ও পূজারার পার্টনারশিপ

তবে এবারই প্রথম নয় ৷ একাধিকবার ভুল শট নির্বাচনে ভুগেছেন ঋষভ ৷ সেঞ্চুরি হাতছাড়া করে খেসারত দিয়েছেন কয়েকবার ৷ তবে শোধরাননি ৷ এর আগে ইংল্যান্ডের অন্যতম সেরা ক্রিকেটার কেভিন পিটারসন ঋষভের এই শট নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন ৷ চাঁচাছোলা ভাষায় সেবার পিটারসন বলেন, ‘‘ আর কতবার আমাদের দেখতে হবে ঋষভ এই সব করছে ৷ এই কারণেই ও নিয়মিত নয় ৷’’

  • How many times have we seen @RishabPant777 do that?????!!!!!

    The very reason he wasn’t picked initially!

    Pathetic!

    — Kevin Pietersen🦏 (@KP24) July 10, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও সেবার পন্থের হয়ে যুবরাজ সিং গলা ফাটান ৷ কেভিন পিটারসনের টুইটের জবাবে তিনি লেখেন, ‘‘ ও মাত্র 8টি ওয়ানডে খেলেছে ৷ এটা ওর দোষ নয় ৷ ঋষভ এই ভুল থেকে শিক্ষা নিয়ে ভালো খেলবে ৷ এটা মোটেও প্যাথেটিক নয় ৷’’ জবাবে পিটারসন বলেন, আশা করি ও খুব দ্রুত শিক্ষা নেবে ৷

ছক্কা হাঁকানোর পথে ঋষভ
ছক্কা হাঁকানোর পথে ঋষভ

ঋষভ পন্থের খেলা নিয়ে একবার মুখ খুলেছিলেন অধিনায়ক বিরাট কোহলিও ৷ একটি সাক্ষাৎকারে বিরাট বলেন, ‘‘ আমরা শুধু চাই, ঋষভ পরিস্থিতি বুঝে খেলুক ৷ ও যেমন ভাবে, আমরা সেই রকম খেলা চাই না ৷ এটা সবটাই খেলার পরিস্থিতি বুঝে, পরিস্থিতি অনুযায়ী খেলতে হবে ৷’’ ভারতের হেড কোচ রবি শাস্ত্রী , এটাকে হতাশাজনক বলেও উল্লেখ করেন ৷

আরও পড়ুন : ব্যর্থ কোহলি-রাহানে, দিনের শেষে আড়াইশো রানের গণ্ডি পেরোল ভারত

তবে ঋষভের এই সব সমালোচনা কিন্তু অস্ট্রেলিয়া সফরের আগের কথা ৷ অস্ট্রেলিয়া সফরে, ঋষভের ব্য়াটিং মুগ্ধ করেছিল ক্রিকেট বোদ্ধাদের ৷ ব্রিসবেনের ইনিংস অনেকেই তাঁর সেরা ইনিংস বলে বর্ণনা করেছিলনে ৷ তার পরেই চেন্নাইয়ের ইনিংস ফের বিশেষজ্ঞদের মনে ধরেছিল, কিন্তু তাল কাটল খারাপ শটে আউট হয়ে ফেরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.